পাওয়ার আপ প্রতিযোগিতা -২৩ এর ফলাফল ||| প্রতিযোগিতার সপ্তাহ- ২৪ -নতুন সপ্তাহে চলমান থাকবে। [ ABB-POWER UP CONTEST]
পাওয়ার বৃদ্ধি মানে নিজস্ব ক্ষমতা বৃদ্ধি। আর নিজের সক্ষমতা বৃদ্ধি করতে যারা কার্পণ্যতা করে এই প্ল্যাটফর্মে তাদের ভবিষ্যৎ ততটা ও সমৃদ্ধ হবে না। আমাদের কমিউনিটির ইউজাররা যদি নিজেদের পাওয়ার বৃদ্ধিতে যথেষ্ট যত্নশীল হয় তাহলে তাদের নিজেদেরই লাভ। এখানে এডমিন প্যানেলের কোন লাভ নেই। আপনারাতো প্রত্যেকেই জানেন আমার বাংলা ব্লগ কমিউনিটি সবসময় ইউজারদের ভালোর দিকটা নিয়ে বেশি ভাবে। এরই ধারাবাহিকতায় ১৬১ দিন আগে একটি কনটেস্ট প্রকাশ করা হয়। কন্টেস্টের বিষয় ছিল পাওয়ার বৃদ্ধি করা। টার্গেট ডিসেম্বর উদ্যোগটি আরো সফলভাবে রান করানোর জন্যই মূলত এই কনটেস্ট এর আয়োজন করা। এই সপ্তাহে ২৯ জন ইউজার এই কনটেস্টে পার্টিসিপেট করেছে। বিষয়টি সত্যিই আমাদেরকে আনন্দিত করেছে। আমার বাংলা ব্লগ কমিউনিটির ইউজাররা বর্তমানে তাদের শক্তি বৃদ্ধিতে সিরিয়াস অবস্থানে আছে ।
কনটেস্টে যারা পার্টিসিপেট করেছে নিম্নে তাদের নাম ঘোষণা করা হলো:
ক্রমিক | নাম | পাওয়ার বৃদ্ধি | স্টিমের পরিমান |
---|---|---|---|
১ | @nevlu123 | 0.122669% | 10 STEEM |
২ | @alsarzilsiam | 0.498008% | 30 STEEM |
৩ | @kawsar | 0.494743% | 32 STEEM |
৪ | @milon.roy | 24.6914% | 20 STEEM |
৫ | @tanjima | 1.04662% | 11 STEEM |
৬ | @md-razu | 0.718907% | 10 STEEM |
৭ | @moh.arif | 0.0293301% | 15 STEEM |
৮ | @marufhh | 24.0385% | 25 STEEM |
৯ | @robinsiddiqui | 10.084% | 24 STEEM |
১০ | @mayedul | 2.41546% | 15 STEEM |
১১ | @litonali | 1.47059% | 26 STEEM |
১২ | @rayhan111 | 0.93668% | 20 STEEM |
১৩ | @ashikur50 | 1.29955% | 20 STEEM |
১৪ | @narocky71 | 0.129685% | 10 STEEM |
১৫ | @razuahmed | 1.18483% | 20 STEEM |
১৬ | @fensi46 | 5.39419% | 13 STEEM |
১৭ | @jibon47 | 1.01764% | 15 STEEM |
১৮ | @sikakon | 0.930044% | 23 STEEM |
১৯ | @limon88 | 2.18914% | 50 STEEM |
২০ | @sajjadsohan | 11.9929% | 136 STEEM |
২১ | @ripon40 | 5.17063% | 100 STEEM |
২২ | @aflatunn | 5.65611% | 50 STEEM |
২৩ | @tangera | 2.46696% | 50 STEEM |
২৪ | @rokibulsanto | 10.2881% | 100 STEEM |
২৫ | @rex-sumon | 0.206911% | 50 STEEM |
২৬ | @emranhasan | 12.1024% | 350 STEEM |
২৭ | @mohamad786 | 2.45165% | 90 STEEM |
২৮ | @bristy1 | 46.9373% | 2000 STEEM |
২৯ | @selinasathi1 | 1.94401% | 50 STEEM |
এই সপ্তাহে মোট পাওয়ার বৃদ্ধি করা হয়েছে ৩৩৬৫ স্টিম।
যারা কনটেস্টে পার্টিসিপেট করেছে কিন্তু নিয়ম মানেনি তাদেরকে উইনার লিস্টে রাখা হচ্ছে না। নিম্নে তাদের লিস্ট প্রদান করা হলোঃ-
ক্রমিক | নাম | পাওয়ার বৃদ্ধি | স্টিমের পরিমান |
---|---|---|---|
১ | @nevlu123 | 0.122669% | 10 STEEM |
২ | @alsarzilsiam | 0.498008% | 30 STEEM |
৩ | @kawsar | 0.494743% | 32 STEEM |
৪ | @milon.roy | 24.6914% | 20 STEEM |
৫ | @tanjima | 1.04662% | 11 STEEM |
৬ | @md-razu | 0.718907% | 10 STEEM |
৭ | @moh.arif | 0.0293301% | 15 STEEM |
৮ | @marufhh | 24.0385% | 25 STEEM |
৯ | @robinsiddiqui | 10.084% | 24 STEEM |
১০ | @mayedul | 2.41546% | 15 STEEM |
১১ | @litonali | 1.47059% | 26 STEEM |
১২ | @rayhan111 | 0.93668% | 20 STEEM |
১৩ | @ashikur50 | 1.29955% | 20 STEEM |
১৪ | @narocky71 | 0.129685% | 10 STEEM |
১৫ | @razuahmed | 1.18483% | 20 STEEM |
১৬ | @fensi46 | 5.39419% | 13 STEEM |
১৭ | @jibon47 | 1.01764% | 15 STEEM |
১৮ | @sikakon | 0.930044% | 23 STEEM |
পাওয়ার বৃদ্ধি কনটেস্টের প্রাইজ পুল রাখা হয়েছিল ৭৫ স্টিম। আজকে অ্যানাউন্সমেন্ট এর মাধ্যমে উক্ত পুরস্কার বিতরণ করা হবে। যে সকল ইউজার এই কনটেস্টে পার্টিসিপেট করেছে তাদের পাওয়ার বৃদ্ধির পরিমাণ এবং পাওয়ার বৃদ্ধির পারসেন্টেন্স নিচে উল্লেখ করা হলোঃ-
অবস্থান | নাম | পাওয়ার বৃদ্ধি | পুরস্কার এর পরিমান |
---|---|---|---|
১ | @bristy1 | 46.9373% | ২০ STEEM |
২ | @emranhasan | 12.1024% | ১৮ STEEM |
৩ | @sajjadsohan | 11.9929% | ১৫ STEEM |
৪ | @rokibulsanto | 10.2881% | ১০STEEM |
৫ | @aflatunn | 5.65611% | ৭ STEEM |
৬ | @ripon40 | 5.17063% | ৫ STEEM |
যেভাবে কনটেস্টের উইনার সিলেকশন করা হয়েছেঃ-
ইউজাররা যে পরিমাণ পাওয়ার বৃদ্ধি করেছেন , সেই পরিমাণটি পূর্বে তার ওয়ালেট এ থাকা মোট এস.পি'র কত পারসেন্ট সেটি নির্ণয় করা হয়েছে । যতজন পার্টিসিপেন্ট এই কনটেস্টে পার্টিসিপেট করেছে তাদের সবার মধ্যে যাদের পারসেন্টেন্স টা সবচেয়ে বেশি, পর্যায়ক্রমিকভাবে তাদেরকেই উইনার লিস্টে রাখা হয়েছে ।
উদাহরণঃ-
মিস্টার ক-এর ওয়ালেটে একশত এস.পি আছে। সে আরো দশ স্টিম পাওয়ার আপ করেছে। তারমানে মিস্টার ক টেন পার্সেন্ট পাওয়ার বৃদ্ধি করেছে।
এবার মিস্টার খ-এর ওয়ালেটে ১০০০ এস.পি আছে। সে আরো একশত স্টিম পাওয়ার আপ করেছে। তারমানে মিস্টার খ টেন পার্সেন্ট পাওয়ার বৃদ্ধি করেছে।
তাহলে মিস্টার ক এবং মিস্টার খ আলাদা এমাউন্টের পাওয়ার বৃদ্ধি করা সত্ত্বেও তাদের পারসেন্টেন্স সেম এসেছে। ক্যালকুলেশন টা মূলত এভাবেই করা হবে।
এই কনটেস্ট টি আগামী সাতদিন পুনরায় সচল থাকবে। আগামী সাত দিন পর কমিউনিটি হ্যাংআউটে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং একটি অ্যানাউন্সমেন্ট পোস্ট করে দেওয়া হবে। আগামী সপ্তাহেও সবার অংশগ্রহণ কামনা করছি।
কনটেস্টে পার্টিসিপেট করার জন্য যে সকল নিয়ম অনুসরণ করতে হবে সেগুলো নিম্নে দেয়া হলঃ-
সপ্তাহে একবার পাওয়ার আপ করে সেটি দিয়ে পোস্ট করতে পারবেন। একাধিকবার পাওয়ার আপ করার ডকুমেন্ট দিয়ে একটি পোস্ট করা যাবে না। (একজন ইউজার যতবার খুশি ততবার পাওয়ার আপ করতে পারবে কিন্তু কনটেস্টে পার্টিসিপেট করার জন্য শুধুমাত্র একবার পাওয়ার আপ করে উক্ত ডকুমেন্ট দিয়ে একটি পোস্ট তৈরী করতে পারবে)
পাওয়ার আপ করে আপনাকে একটি পোস্ট করতে হবে। যেখানে উল্লেখ করতে হবে কি পরিমান STEEM পাওয়ার বৃদ্ধি করলেন। পাওয়ার বৃদ্ধির পূর্বের এবং পরের, ওয়ালেট এর স্ক্রিনশট যুক্ত করতে হবে আপনার পোস্টে।
>আপনি এভাবেও উল্লেখ করতে পারেন। [ss From @kawsar ]
সর্বনিম্ন ৫০ স্টিম পাওয়ার বৃদ্ধি করতে পারবেন। সর্বোচ্চ: আনলিমিটেড। (টার্গেট ডিসেম্বরের জন্য যেকোনো এমাউন্ট কিন্তু কনটেস্টে পার্টিসিপেট করার জন্য মিনিমাম ৫০ স্টিম)
কনটেস্ট অংশগ্রহণ করতে হলে আপনার ওয়ালেট এ minimum-50 স্টিম পাওয়ার থাকতে হবে।
আপনার পোষ্টের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ট্যাগ হিসেবে ব্যবহার করুন যথাক্রমে #abb-powerup #TargetDecember , #welovepowerups [ বাধ্যতামূলক ট্যাগ -#abb-powerup ]
কনটেস্টে অংশগ্রহণের পোস্ট শুধুমাত্র আমার বাংলা ব্লগ কমিউনিটিতে বাংলা ভাষায় করতে হবে।
কন্টেস্টের প্রাইজ পোলের স্পন্সর: All Admin and Mods
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
পাওয়ার আপ প্রতিযোগিতার ফলাফল দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। যারা অংশগ্রহণ করেছেন সকলের জন্য রইল শুভকামনা এবং বিজয়ী তালিকাই যাদের নাম লেখাতে পড়েছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা রইলো।
যারা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সবার জন্য শুভকামনা রইলো। আসলে বিজয়ী হওয়াটাই বড় বিষয় নয় অংশগ্রহণ করাটাই বড় বিষয়। 💬
পাওয়ার আপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার বাংলা ব্লগ কর্তৃক প্রতি সপ্তাহে পাওয়ার আপ প্রতিযোগিতা আয়োজন করার মধ্য দিয়ে আমরা প্রতিনিয়ত আমাদের পাওয়ার আপের ধারাবাহিকতা ধরে রাখতে পারছি।তার জন্য আমার বাংলা ব্লগ কমিউনিটি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
যে সকল ইউজার নিয়ম মেনে পাওয়ার আপ কনটেস্ট এ অংশগ্রহণ করেছেন তারা পুরস্কৃত হয়েছেন দেখে খুব ভালো লাগলো। আশা করছি পরবর্তী সপ্তাহে নিয়ম মেনে কনটেস্ট অংশগ্রহণ করতে পারব। চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ।
গুড মর্নিং স্যার, অনুগ্রহ করে আমি ঘানা থেকে এসেছি এবং আমি এই মহৎ সম্প্রদায়ে আমার দক্ষতা এবং সৃজনশীলতা লিখতে এবং ভাগ করতে চাই, আমি বাংলা ভাষায় লিখব। আমি এখানে যোগদান এবং আমার লেখা শেয়ার করতে পারি?
দুঃখিত। এখানে বাংলাদেশ এবং ভারতের বাংলা ভাষাভাষী ইউজারদের ছাড়া নেওয়া হয়না। আপনি চাইলে অন্য একটা কমিউনিটিতে কাজ করতে পারেন। কমিউনিটি লিংক: https://steemit.com/trending/hive-144064
পাওয়ার আপ প্রতিযোগিতার প্রত্যেকটি বিষয় কে জানাই অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। দীর্ঘমেয়াদি ভাবে কাজ করার জন্য আমাদের পাওয়ার আপ এর কোন বিকল্প নেই। এই প্রতিযোগিতার কারণে আমাদের পাওয়ার আপ করার ধারাবাহিকতা বজায় রাখার জন্য খুবই উপকার হচ্ছে।
পাওয়ার আপ প্রতিযোগিতার ফলাফল দেখে অনেক ভালো লাগলো। যাঁরা এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। পাওয়ার আপ করা আমাদের সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আশা করছি সকলেই নিজেদের সাধ্যমত স্টিম পাওয়ার বৃদ্ধি করবে এবং নিজেকে আরও বেশি সমৃদ্ধশালী করবে।
পাওয়ার বৃদ্ধি মানে নিজের সক্ষমতার জানান দেওয়া। এটা সবারই করা উচিত নিজের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাচ্ছি। যেটা আমাদের সফলতা অনেকদূর নিয়ে যাবে সবসময় সেটাই কামনা করি।
ধন্যবাদ ভাই।
আমার আজকের এই পাওয়ার আপ করা এবং এতদূর এগিয়ে আসার পেছনে আপনার এবং দাদার বড় একটা অবদান রয়েছে। মন থেকে দোয়া করি সবার জন্য আর ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো।
এ সপ্তাহে সবাই ভালো পাওয়ার আপ করছে দেখে অনেক ভালো লাগলো। সকল বিজয়ীদের কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবার জন্য শুভ কামনা রইলো 🤲