My Village in Ten Pics → 11-01-2021→Goshaidangi & its adjoining villages

in Steem Bangladesh4 years ago (edited)

IMG_20210107_182643-01.jpeg

Describe↓↓↓
এই ব্যাক্তি মধু সংগ্রহ করছেন। তার প্রচুর মৌমাছি আছে। বিভিন্ন স্থানে গিয়ে তারা মৌমাছি বক্স রেখে দেয়। মৌমাছিগুলো আশে পাশের শরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহ করে বক্সের মদ্ধে নিয়ে আছে। এই মৌমাছি অন্যত্র চলেযায়না। এই ছবিতে আপনারা দেখছেন বক্স থেকে মধুর ডালা বেড় করছেন একজন মধু সংগ্রহকারি।


1609395782193-02.jpeg

Describe↓↓↓
এটি একটি কামারশালা। আপনারা দেখতে পাচ্ছেন একটি বৃদ্ধ কাজ করছেন । তিনি অনেক পূর্ব থেকে এই কাজের সাথে সম্পৃক্ত । এই বৃদ্ধ টি একটি কাস্টমারের কাজ করে দিচ্ছেন। এই কামারের কোন সহযোগী নেই । তিনি সমস্ত কাজ নিজেই করেন ।এই কাজটি তার জন্য কঠিন হলেও তিনি জীবিকা নির্বাহের জন্য এ কঠিন কাজটি করে যাচ্ছেন।

1609395782213-01.jpeg

Describe↓↓↓
এটা হলো আমাদের পাশের গ্রামে অবস্থিত একটি জায়গা । এটি বাচ্চাদের খেলার জন্য তৈরি করা হয়েছে । বিকেলে বাচ্চারা এই স্থানে এসে খেলাধুলা করে । এই স্থানটি অনেক সুন্দর কার্টুন বিভিন্ন খড়কুটো দিয়ে বানানো হয়েছে । আমি যখন এই ছবিটি তুলেছে তখন এইখানে দুইটা বাচ্চা ছিল। তারা ভিতর খেলা করছিল।

IMG_20210107_182258-01.jpeg

Describe↓↓↓
এটি আমার একজন সিনিয়র বড় ভাই । তিনি মধু সংগ্রহ করার পর একটি বড় বোতলে মধু ভরে, সেগুলো নিয়ে দাড়িয়ে আছে । আমার ভাইয়ের হাতে যে বোতলটি রয়েছে এই বোতলে কমপক্ষে 10 কেজি মধু রয়েছে।

IMG_20210104_105101-01.jpeg

Describe↓↓↓
একটি বক্সের মধ্যে প্রচুর মৌমাছি রয়েছে ।মৌমাছিগুলো বিভিন্ন স্থান থেকে মধু সংগ্রহ করে বক্সের মধ্যে এনে রেখেছে ।একজন মধু সংগ্রহকারী সেই মধু গুলো বক্স থেকে বের করছে খুব সাবধানে।

IMG20210103095152-01.jpeg

Describe↓↓↓
এটি আমাদের বাড়ির পাশেই অবস্থিত একটি মাঠ। এই মাঠে প্রতি বছর শীতের সময় শরিষা চাষ করা হয় ।এ বছরেও সরিষা চাষ করা হয়েছে । প্রচুর সরিষা হয়েছে । সরিষা ক্ষেতে ফুলের কারণে সরিষা ক্ষেত হলুদ বর্ণ ধারণ করেছে ।দেখতে অনেক সুন্দর লাগছে।

WipeOut25_08_2021_022545.295000.jpg

Describe↓↓↓
মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করে সেই মধু একটি পাত্রে ঢেলে দেয়া হচ্ছে ,সেই মুহূর্তে এই ছবিটি তোলা হয়েছে । এই মধু গুলো সরিষা ফুল থেকে সংগ্রহ করেছে মৌমাছি । শীতের সময়ে সাধারণত মৌমাছি গুলো সরিষা ক্ষেত থেকেই বেশিরভাগ মধু সংগ্রহ করে থাকে।

1609395782199-01.jpeg

Describe↓↓↓
এটি একটি হাতির প্রতিকৃতি । আমাদের গ্রাম থেকে কিছু দূরে অবস্থিত একটি বাগানে এই হাতিটিকে তৈরি করে রেখেছে এলাকার কিছু যুবক । এটি তৈরি করা হয়েছে কিছু বাঁশ দিয়ে ।এই হাতিটা অনেক দিন পূর্বে তৈরি করা হয়েছে । অনেকটা নষ্ট হয়ে গিয়েছে।

Sort:  
 4 years ago 


Polish_20201009_015638739.jpg

Your post has been upvoted by @steem-bangladesh courtesy of @tarpan

JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 SP50 SP100 SP250 SP500 SP

Follow @steem-bangladesh & @steemitblog for last updates

প্রতিটি ছবিই সুন্দর হয়েছে ভাই। আপনার গ্রামে কি অনেকেই এরকম মৌমাছি পালে?

আপনার ভাগ্নেকে একটা ছোট সাইকেল কিনে দেন ভাই। বেচারার সাইকেল চালানোর শখ জেগেছে।

Haha..
Or barite ace.. Amader barite kicudiner jonno beraite asce...

 4 years ago 

প্রতিটি ছবি অনেক সুন্দর বিশেষকরে সরিষা জমির ছবিটি আমাকে বিমোহিত করে

dear my friend your city is very much beautiful, really i liked every picture , really amazing clicks, dear brother @rex-sumon

Thanks dear brother

big hug and welcome dear brother,

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 63192.94
ETH 2476.52
USDT 1.00
SBD 2.69