মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার ফলাফল। #০৪steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year (edited)

Cover_20230704_085111_0000.png

হ্যালো বন্ধুরা।
কি অবস্থা সবার? গত সাত দিন আগে আমি আরো একটা ছোট্ট কনটেস্টের আয়োজন করেছিলাম। কনটেস্টের থিম ছিল: সাদাকালো বৃষ্টি / বর্ষার ফটোগ্রাফি দিয়ে কমেন্টের মাধ্যমে অংশগ্রহণ করা। এ সপ্তাহে অনেক ইউজার পার্টিসিপেট করেছে।

আমি ইচ্ছে করেই কনটেস্ট টি পিন করিনি। এর দুটি কারণ ছিলো। প্রথমত এটি কোন অফিসিয়াল কনটেস্ট নয়। দ্বিতীয়তঃ শুধুমাত্র কমেন্ট করে অংশগ্রহণ করতে হবে। এরপর আবার আমি চেয়েছিলাম যারা পোস্ট ভিজিট করে ইন্টারেস্ট ফিল করবে শুধু তারাই পার্টিসিপেট করুক। এসবের জন্যই আমি পোস্টটি পিন করিনি আর কোনরকম প্রচারও করিনি।

এ সপ্তাহের মোট ৮ জন পার্টিসিপেট করেছে । ৮ জন পার্টিসিপেন্ট থেকে সেরাদের সিরিয়াল করা হয়েছে। । প্রত্যেকেই খুব ভালো ভালো ফটোগ্রাফি শেয়ার করেছেন। চলুন প্রথমে প্রত্যেকটি অংশগ্রহণ এক নজরে দেখে নিই।

By: @syamshundor

syamshundor.jpg

ব্যাঙের ছাতার জগৎ

ডিভাইস:পোকো এক্স২।
ফোকাল লেন্থ:২৫মি.মি.(প্রায়)
ফ্ল্যাশ:নো ফ্ল্যাশ
এডিট:শুধুমাত্র ব্রাইটনেস অ্যাডযাস্ট করা হয়েছে।



By: @joniprins

joniprins.jpg

মতামত- অফিস থেকে যখন বের হবো তখন বৃষ্টির দেখা নাও পেতে পারি। তাই অফিসের ভিতর থেকেই জানালা দিয়ে ক্যাপচার করে নিলাম। বৃষ্টি দারুন একটি জিনিষ আমার কাছে খুবই ভাল লাগে,মেঘলা দিন মেঘলা আকাশ সবাই উপভোগ করতে চাই।

By: @maksudakawsar

maksudakawsar.png

মতামত অফিসে যাওয়ার পথে হঠাৎ চোখে পড়লো বৃষ্টির মধ্যে পেটের দায়ে কি করে কাগজ টুকাচ্ছে। আর তখনই আমি এর কয়েকটি ফটোগ্রাফি করে নিলাম।

By: @mohamad786

mohamad786.jpg

মতামতঃ বর্ষার এই মৌসুমে নদী পানিতে থই থই করছে।চারো পাশ পানিতে ভরে উঠেছে।যে দিকে তাকাই শুধু পানি আর পানি।আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে চলছে সুবিশাল ফুলজোড় নদী।পানিতে ভরপুর আমার গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ফুলজোড় নদীর ছবি দিয়ে আমি আপনার এই কনটেস্টে অংশগ্রহণ করলাম।

By: @monira999

monira999.jpg

বিবরণ: এই ফটোগ্রাফিটি বেশ কিছুদিন আগে করেছিলাম। যখন বর্ষাকালীন ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তখন বেশ কিছু ফটোগ্রাফি করা হয়েছিল। হালকা বৃষ্টিতে নদীর পাড়ে ঘুরতে যেমন ভালো লেগেছে তেমনি ফটোগ্রাফি করতেও ভালো লেগেছে। বৃষ্টি ভেজা দিন আর ভেজা মাটির গন্ধ সবকিছু মিলিয়ে বেশ ভালো লেগেছিল।



By: @nevlu123

nevlu123.jpg

বৃষ্টি হওয়ার পর ছাদে পানি জমে যায়।আর সেই জমা পানিতে অনেক কিছুরই প্রতিচ্ছবি দেখা যায়।সেরকমই একটি প্রতিচ্ছবি তুলে ধরলাম যেখানে দেখতে পাবেন একটি বড় বিল্ডিং এর প্রতিচ্ছবি পানিতে দেখাচ্ছে।





By: @bristy1

bristy1.jpg

বাসা বাড়িতে রান্নাবান্নার জন্য পানির খুবই অভাব তাই বৃষ্টি হলে সবাই তাড়াহুড়া করে ছাদে যায় পানি সংগ্রহ করার জন্য।এক্ষেত্রে প্রতিযোগিতা লেগে যায় কে আগে বালতি বসাবে পানি সংগ্রহের জন্য।সেই রকম একটি দৃশ্য তুলে ধরলান।





By: @mohinahmed

mohinahmed.jpg

এই ফটোগ্রাফিটা আমি ২০১৮ সালে করেছিলাম ক্যাবল কার এর ভিতর থেকে। দক্ষিণ কোরিয়ার সরাকসান পাহাড় বিশাল বড়। এক প্রান্ত থেকে যখন অন্য প্রান্তে যাচ্ছিলাম ক্যাবল কার দিয়ে, তখন ঝুম বৃষ্টি শুরু হয়েছিল। আর তখনই আমি এই ফটোগ্রাফিটা করেছিলাম।

উক্ত ৮ টি এন্ট্রি থেকে ছয়জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হচ্ছে। প্রত্যেকে অনেক ভালো ফটোগ্রাফি শেয়ার করেছে। ছয়জন পাচ্ছে ১০ স্টিম পুরস্কার। নিম্নে বিজয়ীদের নাম ঘোষণা করা হলো:

Note: সাবজেক্ট ছিলো বৃষ্টি / বর্ষার ফোটোগ্রাফি। কিছু এন্ট্রি সাবজেক্ট থেকে সরে গেছে। তবুও ফোটোগ্রাফিগুলো সুন্দর ছিলো। যদিও কিছুটা মিল আছে সাবজেক্ট এর সাথে , তাই বিজয়ী তালিকায় তারাও থাকছে। কিন্তু যারা সাবজেক্টে সম্পূর্ণ ফোকাস রেখেছে তাঁরা বিজয়ী তালিকায় বেশি গ্রীব পাচ্ছে।

  • 1st Prize - @maksudakawsar - 3 STEEM - জীবনের ছবি ।
  • 2nd Prize - @mohamad786 -2 STEEM - বর্ষার প্রকৃতির প্রকৃত রূপ ।
  • 3rd Prize - @monira999 - 2 STEEM - ভেজা কাদা আর ভেজা নৌকা ।
  • 4th Prize - @shyamshundor - 1 STEEM - অসাধারণ। তবে বৃষ্টি বা বর্ষার দৃশ্যের সরাসরি প্রতিফলন ঘটেনি।
  • 5th Prize - @bristy1 - 1 STEEM - পানি সংগ্রহ।
  • 6th Prize - @mohinahmed - 1 STEEM - পাখির চোঁখে বৃষ্টি।


IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

20230619_2107145.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

ধন্যবাদ ভাই আমাকে বিজয় ঘোষণা করার জন্য। সত্যি বলতে সেদিন সকালে বৃদ্ধ মহিলাকে দেখে আমার অনেক খারাপ লেগেছিল। তাই ভাবলাম তার ফটোগ্রাফিটি শেয়ার করা যাক না কেন। আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তাদেরকে যারা আমার সাথে সাথে বিজয়ী হয়েছেন।

 last year 

আপনার আয়োজিত ফটোগ্রাফি প্রতিযোগিতায় আমি দ্বিতীয় স্থান অধিকার করতে পেরে খুবই আনন্দিত। অনেক ভালো লাগছে ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি প্রতিযোগিতা আমাদের মাঝে আয়োজন করার জন্য।এরকম প্রতিযোগিতা আরো চাই ভাইয়া।

 last year 

বাহ ছবিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, ব্যাঙের ছবি এবং নৌকার ছবিটা কিন্তু আমার সবথেকে বেশি ভালো লেগেছে, সবগুলো ছবি খুব সুন্দর ছিল।

 last year 

আমার বাংলা ব্লগে এত ভালো ভালো ফটোগ্রাফার আছেন যে তাদের মাধ্যমে যে কোন বিষয় এরই অনেক ভালো ভালো ছবি আমরা দেখতে পাই। বিজয়ী সকলকে অভিনন্দন 🎊🎊।
আর সুমন ভাই আপনাকেও ধন্যবাদ নিজ উদ্যোগে বিচিত্র সব বিষয় নিয়ে ফটোগ্রাফি কনটেস্ট পরিচালনা করার জন্য..

Posted using SteemPro Mobile

 last year 

প্রথমেই অভিনন্দন জানাচ্ছি বিজয়ীদেরকে। সবাই বেশ ভালো ফটোগ্রাফি করেছে। বিজয়ীদের লিস্টে নিজের নাম দেখতে পেয়ে সত্যিই ভীষণ ভালো লাগলো। এতো সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করার জন্য এবং আমাদেরকে পুরষ্কৃত করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। আশা করি সামনেও অনেক সুন্দর সুন্দর প্রতিযোগিতার আয়োজন করবেন।

Posted using SteemPro Mobile

 last year 

মজার প্রতিযোগিতার ফলাফল দেখে অনেক ভালো লেগেছে ভাইয়া।ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল।যারা বিজয়ী হয়েছেন সবাইকে অভিনন্দন।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

প্রথমে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি বিজয়ীদের। অনেকে অনেক ধরনের ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছিল প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে। সেখান থেকে আমাদের সুমন ভাই বিজয়ীদের লিস্ট প্রকাশ করেছে। আসলে ফটোগ্রাফি পোস্টগুলো বেশ দুর্দান্ত ছিল। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

তাড়াহুড়ো করে একটা ইমেজ দিছিলাম। তাই এবার কোন তালিকায় স্থান পেলাম না। যায়হোক নেক্সট টাইম থেকে সতর্ক থাকবো। ধন্যবাদ।

 last year 

আপনার এই ফটোগ্রাফি প্রতিযোগিতার মাধ্যমে দারুণ কিছু ফটোগ্রাফি উঠে আসছে ভাইয়া। মাকসুদা কাওসার আপুর ধারণ করা জীবনের ছবিটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। দুমুঠো খাবারের জন্য তারা কতটা কষ্ট করে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58751.99
ETH 2642.76
USDT 1.00
SBD 2.47