স্মৃতির পাতা থেকে।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ11 months ago (edited)

IMG_20230927_194341.jpg

আসসালামু আলাইকুম।
কেমন আছেন আপনারা? সে'দিন গুলো খুবই মিস করি। বেশি দিন আগের কথা না। মাত্র দুই বছর আগের কথা। দু বছর আগে থেকে আমার ব্লগ যারা পড়ে তারা আমার সেই পোস্টগুলো দেখেছে যখন আমি আমার সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতাম প্রতিনিয়ত। সে সময় আমার রেগুলার পাঠক যারা ছিলেন তাদের মধ্যে অনেকেই এখন আর স্টিমিটে নেই। আবার অনেকেই আছেন। যারা নেই তাদেরকে মাঝেমধ্যে মিস করি।

সময়টা ছিল ২০২১, জীবনের সবচেয়ে ফ্রি সময় ছিল তখন। লেখাপড়ার কোন প্রেসার ছিল না, বড় কোন কাজের ব্যস্ততা ছিল না। আর এলাকায় যাদের সাথে ঘুরে বেড়ানো যায় তারা প্রত্যেকেই বাড়িতে ছিল কেউই দূরে কোথাও ছিল না। এখন তো বাড়িতে গেলে কারো দেখাই পাওয়া যায় না। প্রত্যেকেই তার নিজ নিজ প্রয়োজনে দেশের বিভিন্ন জায়গায় চলে গেছে। কি চমৎকার ছিল সেই দিনগুলো। যখনই মন চেয়েছে তখনই বেরিয়ে পড়েছি। আমার ভীষণ পছন্দের একটা সিরিজ ছিল "অচেনার উদ্দেশ্যে"। আমি প্রায় প্রত্যেক সপ্তাহে দুই একটা অচেনার উদ্দেশ্যে টাইটেলের পোস্ট শেয়ার করতাম।

অচেনার উদ্দেশ্যের পোস্টগুলো সাধারণত রিয়েল এক্সপেরিয়েন্স গুলো নিয়েই লিখতাম। সপ্তাহের দুই থেকে তিন দিন আমরা বেরিয়ে পড়তাম এমন এক জায়গার উদ্দেশ্যে যেখানে আমরা কখনো যাইনি। চোখ যেদিকে যায় সেদিকে যাওয়ার মত ব্যাপারটা। সময়টা ছিল শীতের, আর শীতের সময় ঘুরে বেড়ানোর মজাটা অন্য লেভেলের। আমাদের বাড়ির পাশের পদ্মা নদীর চরের সৌন্দর্যটা তখন অনেক অনেক বেড়ে যায়। চারিদিকে সরিষা ফুলের ঘ্রাণ আর হলুদের চাদর। খেসারির ফুলের নীল সাদা আভা যেন মন ছুয়ে যায়। এমন প্রকৃতির মধ্যে মন প্রাণ খুলে চড়ে বেরিয়েছি।

প্রত্যেকটি বিকেল ছিল আলাদা আলাদা এক্সাইটমেন্ট ভরপুর। বিকেল বেলা যে যেখানেই থাকুক বাজারে চলে যাওয়া আর সবাই বসে আড্ডা দেওয়া। সেই সাথে গরম সিঙ্গারা চপ আর চা খাওয়া। মাঝেমধ্যে হঠাৎ সিদ্ধান্ত নিয়ে রাত্রেবেলাতেই পিকনিকের আয়োজন। শীতের রাত, নয়টা দশটার দিকে বাজারে তেমন কেউই থাকত না। রতন চাচার দোকানে পিকনিকের আয়োজন সেরে ফেলতাম। রান্না হয়ে গেলে দোকানে গ্লাস লাগিয়ে দিয়ে ভিতরে বসে সবাই একসাথে পিকনিকের খাবার খেয়ে নিতাম। দারুন সেই অনুভূতি।

এখন আর চাইলেও সেই দিনগুলো ফিরে পাওয়া সম্ভব না। প্রত্যেকেই নিজ নিজ প্রয়োজন এ বিভিন্ন জায়গায়। দশ জনের দুইজন এক জায়গায় থাকে তো বাকি ৮ জন ভিন্ন জায়গায়। এ বছর শীতের কুয়াশা দেখলে হয়তো মনে পড়বে শীতের কুয়াশার মধ্যে বাইক চালিয়ে অচেনার উদ্দেশ্যে ঘুরে বেড়ানোর মুহূর্তগুলো। জীবনের প্রয়োজনগুলো খুবই কঠিন।

হয়তোবা সবার সাথে আবার দেখা হবে কোন অকেশনে। তা ছাড়া আর সম্ভব নয়। চরে গিয়ে সেই মজার মুহূর্তগুলো আর হয়তো রিপিট করা হবে না। পাঁচ-ছয়টা বাইক নিয়ে চরের মাঝখানের রাস্তা দিয়ে ছুটে চলা আর হয়তো হবে না। আমি সবাইকে বলব সুন্দর যে মুহূর্তগুলো মনে প্রাণে উপভোগ করুন। জীবনের এই সময় গুলো খুব মিস করবেন। যাইহোক বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

20230619_2107145.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

সত্যিই কিছু কিছু অনুভূতি আছে যে অনুভূতিগুলো কখনো বলে শেষ করা সম্ভব নয়। ঠিক তেমনিভাবে কিছু কিছু মুহূর্ত আছে যে মুহূর্তগুলো কখনো বর্ণনা করা সম্ভব নয়। দিন অতিবাহিত হবার সঙ্গে সঙ্গে স্মৃতি এবং অনুভূতিগুলো হঠাৎ করেই হারিয়ে যায় ঠিক তেমনি ভাবেই হারিয়ে গিয়েছে সেই শীতের বিকেল বেলা। প্রচন্ড রকম ভাবে সেই সময়টাকে মিস করি, আহ্ ... কতই না ভালো ছিল সেই দিনগুলো।

Posted using SteemPro Mobile

 11 months ago 

সত্যিই অসাধারণ ছিল।

 11 months ago 

আসলেই পুরনো দিনগুলো ভীষণ মজার ছিলো। বন্ধু বান্ধবদের সাথে এখানে সেখানে ঘুরতে যাওয়া, পিকনিক করা,মজার মজার খাবার খাওয়া, মাঠে ক্রিকেট খেলা, শীতের সকালে খেজুরের রস খাওয়া। এমন মধুর স্মৃতি গুলো কখনোই ভুলবার মতো নয়। এমন মধুর স্মৃতি কমবেশি সবার জীবনেই রয়েছে। মাঝে মধ্যে ইচ্ছে করে সেই দিনগুলোতে ফিরে যেতে। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। দিনগুলো স্মৃতি হয়েই থেকে যাক।

 11 months ago 

সময় যেমন চলে যায় তেমনি জীবন থেকে হারিয়ে যায় নিজের আনন্দের দিনগুলো। করোনার সময় সবাই যেহেতু এলাকাতে ছিল তাই তো সময়টা বেশ ভালো কেটেছে। আর এর আগে আপনার পোস্টগুলো আমরা সবাই দেখেছি। কোন এক অজানা গন্তব্যে বেরিয়ে পড়েছেন সবাই। সত্যি ভাইয়া সেই সুন্দর স্মৃতিগুলোর কথা এখনো মনে পড়ে। আপনার সেই সুন্দর পোস্টগুলো দেখতেও ভালো লাগতো। পুরনো সেই অনুভূতি আর ভিডিওগ্রাফি দেখে অনেক ভালো লাগলো ভাইয়া।

 11 months ago 

আপনারা যারা আমার পুরনো পাঠক পাঠিকা ছিলেন তাদের সাথে ওই গল্প ওই মুহূর্তগুলো শেয়ার করতে আমি ভীষণ পছন্দ করতাম। এখনো মনে পড়ে সে দিনগুলি।

 11 months ago 

অবশ্যই সবার উচিত সুন্দর মুহূর্ত গুলো মনে প্রাণে ইঞ্জয় করা....
জীবন মানেই মুহূর্তের সমষ্টি। ছোট ছোট মুহূর্ত গুলোর পরিপূর্ণ ইঞ্জয় করার মাধ্যমে জীবন কে ইঞ্জয় করা হয়।

Posted using SteemPro Mobile

 11 months ago 

জ্বী আপু ঠিক বলেছেন আপনি একদম।

 11 months ago 

সময় যতই পেরিয়ে যাবে অতীতের কাটানো সুন্দর সময় গুলো তত বেশি মিস করবেন। সময়ের সাথে তাল মেলাতে গিয়ে সেই মানুষগুলো ধীরে ধীরে হারিয়ে যায় আর তাই এখন আর সে রকম আনন্দ উপভোগ করা হয় না।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আসলেই বাস্তব।

 11 months ago 

সত্যি হারিয়ে যাওয়া দিনগুলো আনন্দের।সেই সময় আমি ছিলাম না।তাই আপনার পোস্ট আমার দেখার সুযোগ হয়নি।ফেলে আসা দিনগুলোর অনুভূতি গুলো খুবই চমৎকার ছিল। পুরনো দিনের ভিডিও দেখে ভীষণ ভালো লাগলো ভাইয়া। আপনারা বাইক নিয়ে যে ঘুরে ঘুরে হাঁস আনতে গ্রামে ঘুরেছিলেন। সেই পোস্টটি দেখেছিলাম।খুব আনন্দই করেন বন্ধুরা মিলে।ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 11 months ago 

অনেক ভালো লাগলো আপু আপনার মন্তব্য। সেই সময়ে অনেক আপু ভাইয়েরা ছিল যারা নিয়মিত আমার পোস্টগুলো দেখতো। ওই সময় আপনি থাকলে আপনিও ইনজয় করতেন বেশ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59934.86
ETH 2666.82
USDT 1.00
SBD 2.45