টার্গেট ডিসেম্বর সিজন-৩ পাওয়ার বৃদ্ধি ৫০ স্টিম।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago

20230108_205736_0000.png

টার্গেট ডিসেম্বরের নতুন সিজন ১৭ সপ্তাহ আগে চালু হয়েছে । ইতিমধ্যেই আমি আমার নতুন টার্গেট সেট করে নিয়েছি । আমি আগামী ডিসেম্বর মাসের মধ্যে ৫০,০০০ স্টিম পাওয়ার বানাতে ইচ্ছুক । প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট এমাউন্টের পাওয়ার বৃদ্ধি করতে না পারলেও ধীরে ধীরে আমার টার্গেটে পৌঁছে যাব আশা করি।

এসপ্তাহে আমার ওয়ালেটে ১২৭ স্টিম ছিল। ১২৭ স্টিম থেকে ৫০ স্টিম পাওয়ার বৃদ্ধি করলাম। আজ আমি যে স্টিম পাওয়ার বৃদ্ধি করেছি সেটির পর্যায়ক্রমিক স্টেপগুলো নিম্নে দেওয়া হলঃ

আমার ওয়ালেট থেকে নেওয়া : পাওয়ার বৃদ্ধি করার পূর্বে আমার ওয়ালেটে ৩৯০৬০ স্টিম-পাওয়ার ছিল।

IMG_20230430_074024.jpg

এরপর ৫০ স্টিম, পাওয়ার বৃদ্ধির কাজে ব্যবহার করলাম।

IMG_20230430_074041.jpg

অবশেষে আমার ওয়ালেটে ৩৯১১০ স্টিম-পাওয়ার পূর্ণ হলো।

IMG_20230430_074101.jpg

৫০,০০০ স্টিম পাওয়ার পূর্ণ হতে আমার আরও ১০৮৯০ স্টিম পাওয়ার প্রয়োজন। আশাকরি আগামী ডিসেম্বর মাসের মধ্যে ১০৮৯০ স্টিম পাওয়ার বৃদ্ধি করতে সক্ষম হব। আপনারাও আপনাদের প্রচেষ্টা চালিয়ে যান। আমরা সবাই একসাথে সফল হব ইনশা আল্লাহ্।







IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

৫০০০০ হাজার পাওয়ার আপ করার টার্গেট নিয়ে আপনি প্রতি সপ্তাহে ৫০ স্টিম করে পাওয়ার আপ করে যাচ্ছেন। আশা করা যায় এভাবে পাওয়ার আপ করতে থাকলে আপনি আপনার লক্ষ্য অবশ্যই অর্জন করতে পারবেন। এগিয়ে যান ভাইয়া দোয়া রইল।

 2 years ago 

ভাইয়া আপনার পাওয়ার আপ পোস্ট দেখে খুব ভালো লাগলো।আপনি ৫০ হাজার স্টিম পাওয়ার বানাতে প্রতিনিয়ত পাওয়ার আপ করে যাচ্ছেন।আশাকরি আপনি আপনার টার্গেট পূরণ করতে সক্ষম হবেন। অনেক শুভকামনা রইলো ভাইয়া আপনার জন্য।

 2 years ago 

আপনাদের অনুপ্রেরণা আমাদেরকে পাওয়ার বৃদ্ধি করতে উৎসাহিত করে। সেই ধারাবাহিকতা অনুযায়ী প্রতি সপ্তাহে পাওয়ার বৃদ্ধি করে চলেছি। অনেক ভালো লাগলো আপনার পাওয়ার বৃদ্ধি দেখে।

 2 years ago (edited)

আমি আগামী ডিসেম্বর মাসের মধ্যে ৫০,০০০ স্টিম পাওয়ার বানাতে ইচ্ছুক

হিউজ পরিমাণ পাওয়ার তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন। এভাবে এগিয়ে যান ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

টার্গেট ডিসেম্বর সিজন-৩ আপনি নিয়মিতভাবে পাওয়ার আপ করে যাচ্ছেন। প্রতি সপ্তাহে আপনি ৫০ স্টিম করে পাওয়ার আপ করেছেনম এভাবেই আপনি আপনার লক্ষ্যের দিকে পৌঁছে যাবেন দোয়া রইল।

 2 years ago 

পাওয়ার আপ মানে নিজেকে শক্ত অবস্থানে এগিয়ে নিয়ে যাওয়া। পাওয়ার আপ মানে নিজেকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়া এবং পাওয়ার আপ করে নিজেকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব যেটি অন্যথায় কোনভাবেই সম্ভব নয়।্ধন্যবাদ পাওয়ার আপ করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।।

 2 years ago 

পাওয়ার বৃদ্ধি করা মনেই নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করা। আপনি একটি বড় এমাউন্ট স্টিম পাওয়ার বৃদ্ধি করেছেন। আপনার পাওয়ার বৃদ্ধি কে সাদুবাদ জানাই।আপনার পাওয়ার বৃদ্ধি করা দেখে আমিও উৎসাহ পাই। আশা করছি আপনি খুব শিঘ্যরই আপনার লক্ষে যেতে পারবেন।
শুভকামনা রইল।

 2 years ago 

৫০,০০০এসপি পূরণ হতে আপনার এখন মাত্র আপনি ৫০ স্টিম পাওয়ার আপ করেছেন।১০,৮৯০ এসপি বাকি আছে।আশা করি ডিসেম্বরের মধ্যেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনার ৫০ স্টিম পাওয়ার বৃদ্ধির পোস্টটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। পঞ্চাশ স্টিম পাওয়ার বৃদ্ধির ফলে আপনার ওয়ালেটে ৩৯১১০ স্টিম-পাওয়ার পূর্ণ হয়ে গেল। আমি আশা করি, আপনি এভাবেই নিয়মিত পাওয়ার বৃদ্ধি করে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য ৫০ হাজার স্টিম পাওয়ার বৃদ্ধি নির্ধারিত সময়ের মধ্যেই করতে সক্ষম হবেন।

 2 years ago 

একাউন্টঃ @rex-sumon
পাওয়ার বৃদ্ধিঃ = 0.128008%

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.31
JST 0.034
BTC 111214.75
ETH 3958.59
USDT 1.00
SBD 0.60