কি সুন্দর দিনগুলি!! পার্ট -২ (শেষ)

in আমার বাংলা ব্লগ3 days ago

হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। গত পর্বে শেয়ার করেছিলাম সুন্দর একটি ঘুরতে যাওয়ার মুহূর্তের গল্প। সাথে অনেক অনেক ফটোগ্রাফিও শেয়ার করেছিলাম। সেই সেই দিনের গল্পের আজ দ্বিতীয় পর্ব।

হালকা নাস্তা শেষ করে আমরা আবার সামনের দিকে অগ্রসর হতে শুরু করলাম। অনেক আগে থেকে যারা আমার ব্লগ পড়েন অর্থাৎ আমাদের অনেক পুরনো মেম্বার আমার কোন একটা পোস্টে দেখে থাকবেন চরের একটি খোলা জায়গায় আমরা পিকনিক করেছিলাম। ওই পাশ দিয়েই আমরা মেইন পদ্মায় যেয়ে থাকি। নভেম্বর মাসের এই সময়টাতে প্রায় প্রতিটি জমি নতুন জীবন নিয়ে যাত্রা শুরু করে। বিভিন্ন এলাকার চাষাবাদের ভিন্নতার ফলে বিষয়টি আলাদাও হতে পারে।

1720361617320-01.jpeg

1720361633134-01.jpeg

1720361648012-01.jpeg

ওই সময়টাতে প্রচুর পরিমাণে হারভেস্টিং হয় আমাদের এদিকে। জমিতে আবার নতুন ফসলের সূচনা ঘটে। এই সকল এক্টিভিটিস দেখতে কার না ভালো লাগে। এসব দেখতে দেখতেই আমরা মেইন পদ্মায় চলে গেলাম। সেখানে অল্প একটু জায়গাতে অনেকগুলো কাশফুল ছিলো।

1720361669687-01.jpeg

1720361690497-01.jpeg

1720361708887-01.jpeg

1720361722832-01.jpeg

1720361739167-01.jpeg

এবার আমরা সবাই নদীর পাড়ে গিয়ে আড্ডায় গল্পে সময় কাটালাম। অনেকক্ষণ থাকার পর সূর্য প্রায় অস্ত যাবে যাবে ভাব। আমাদের মধ্যে কয়েকজন নদীর পাড়ে উপর দাঁড়িয়ে সূর্য নিয়ে বিভিন্ন অ্যাক্টিং করছিল আর আমরা কয়েকজন নিচে দাঁড়িয়ে ফটোগ্রাফি করছিলাম। ফটোগ্রাফিগুলোর মধ্যে কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করলাম।

1720361765661-01.jpeg

1720361780372-01.jpeg

1720361796910-01.jpeg

1720361824788-01.jpeg

1720361842438-01.jpeg

1720361871444-01.jpeg

নভেম্বর ডিসেম্বর মাসের ওই সময়গুলোতে একটু দ্রুতই সন্ধ্যে নেমে যায়। সন্ধ্যে সন্ধ্যে ভাব এমন সময় আমরা ওখান থেকে চলে আসলাম। ধুলোর পথ অতিক্রম করে আবার সেই অল্প পানির মধ্য দিয়ে বাইক চালিয়ে উপরে আসতে হলো। সেদিনের বিকেলটা মারাত্মক সুন্দর ছিলো। সবাই বাড়িতে থাকলে এরকম সুন্দর সময় কাটে সবার। সেদিন রাতে আবার আমরা একসাথে পিকনিকও বলেছিলাম। সবাই যখন বিভিন্ন প্রয়োজনে আবার দূরে দূরে চলে যাই তখন এই দিনগুলো খুব মিস করি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

20230619_2107145.gif

Sort:  
 3 days ago 

এর আগে আপনারা সবাই মিলে পিকনিক করেছিলেন সেই পোস্ট আমার দেখা হয়েছিল।আজকের এতো চমৎকার পরিবেশ আর এতো সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো ভাইয়া।সবাই মিলে খুব সুন্দর সময় কাটিয়েছেন। আপনার অনুভূতি গুলো পড়ে ভীষণ ভালো লাগলো ভাইয়া।একসাথে সবাই থাকলে সময়টা খুব ভালো ই কাটে।তেমন ই একটি দিনের সুন্দর ফটোগ্রাফি ও অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই ভাইয়া আপনাকে।

 3 days ago 

ভাইয়া শেষের ছবিটা কি আপনার। আপনি তো দারুন খেলা দেখাইতে পারেন মনে হচ্ছে।

হা এর আগে এই পথ সম্পর্কে জেনেছিলাম একটা ভেরা কিনতে গেছিলেন পিকনিক এর জন্য সেই একই পথ দেখা যাচ্ছে।চরে এই সময় প্রচুর ক্ষেত হয় যা দেখতে অনেক সুন্দর লাগে।

 3 days ago 

আসলেই নভেম্বর ডিসেম্বরের দিকে দিন একেবারে ছোট। তখন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় বলে অনেক সময় আফসোস লাগে। কারণ ঘুরাঘুরি করার জন্য সেই সময়টা একেবারে পারফেক্ট। যাইহোক গত পর্বের মতো এই পর্বটিও বেশ উপভোগ করলাম ভাই। ফটোগ্রাফি গুলো দেখে তো চোখ দুটি একেবারে জুড়িয়ে গিয়েছে। সবমিলিয়ে আপনারা এককথায় দুর্দান্ত সময় কাটিয়েছেন সেদিন। সবাই মিলে এভাবে সময় কাটাতে সত্যিই ভীষণ ভালো লাগে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 days ago (edited)

সবাই মিলে এরকম ভাবে সময় কাটানোর মুহূর্ত টাই হয়ে থাকে আলাদা। আর যদি হয় এরকম সময় তাহলে তো কোনো কথাই নেই। নভেম্বর ডিসেম্বর মাসের দিনগুলো এমনিতেই অনেক বেশি ছোট। আর ওই সময় গুলো আমার অনেক বেশি পছন্দের। আর ওই সময় এরকম জায়গায় গেলে তো আরো ভালো সময় কাটে। সূর্যের সাথে দেখছি ভিন্ন ভিন্ন রকম ভাবে আপনারা ছবি তুলেছেন। দেখতে তো অনেক বেশি দারুণ লাগতেছে। দেখে তো যেন মনে হচ্ছে সূর্যটাকে আপনারা তুলেই নিয়ে আসবেন। শেষের ফটোগ্রাফি টা আমার কাছে বেশি ভালো লেগেছে। বাইক চালানোর দৃশ্যটা দারুন ছিল। ধুলবালি গুলো খুব সুন্দর ভাবেই উড়ে যাচ্ছে।

 2 days ago 

আপনার আগের বিভিন্ন পোষ্টের মাধ্যমে অপূর্ব পদ্মা নদীর দৃশ্যগুলি চোখে পড়েছে।আজো সুন্দর কিছু দৃশ্য দেখলাম।আসলে সুন্দর সময়গুলো অল্প পাওয়া যায় আর স্মৃতি হয়ে থেকে যায়।আপনারা নদীর চরে পিকনিক করে দারুণ সময় পার করেছিলেন জেনে ভালো লাগলো।ধন্যবাদ দাদা।

 yesterday 

বেশ দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পিকনিকের পোস্ট আমার পড়া হয়েছিল।পার্ট ২পর্বটি পড়ে এবং ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম।এত দারুন ভাবে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন যা দেখে মনে হচ্ছে সব জীবন্ত। নভেম্বর ডিসেম্বরের মাসের দিনগুলো সত্যিই অনেক ছোট। কিন্তু ঘোরাফেরা করার জন্য উপযুক্ত সময়।আপনার অনুভূতিগুলো পড়ে ভীষণ ভালো লাগলো।অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ ভাই আপনাকে।

 22 hours ago 

অসাধারণ একটি পোষ্ট। এই সিরিজের আগের পোস্টগুলি আমি পড়িনি ঠিকই, কিন্তু আপনার এই পোস্টটি আমাকে টেনে রাখল। ছবিগুলো অসাধারণ। ছবির মাধ্যমে এমন আর্ট ফর্ম সচরাচর দেখা যায় না। বিশেষ করে সূর্যের দুদিকে হাত দিয়ে তোলা ছবিটি। অসাধারণ দক্ষতা ও মুন্সিয়ানার ছাপ রেখে গেছে। আপনার আগের পোস্টগুলো আমি অবশ্যই পড়বার চেষ্টা করব।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 58981.94
ETH 3097.70
USDT 1.00
SBD 2.38