মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার ফলাফল। #১৬
হ্যালো বন্ধুরা।
কি অবস্থা সবার? গত ১১ দিন আগে আমি আরো একটা ছোট্ট কনটেস্টের আয়োজন করেছিলাম। কনটেস্টের থিম ছিল: কৃষকের কাজের দৃশ্যের ফোটোগ্রাফি। । এ সপ্তাহে ৪ জন ইউজার পার্টিসিপেট করেছে।
কনটেস্ট টি পিন করা হয়নি। এর দুটি কারণ ছিলো। প্রথমত এটি কোন অফিসিয়াল কনটেস্ট নয়। দ্বিতীয়তঃ শুধুমাত্র কমেন্ট করে অংশগ্রহণ করতে হবে। এরপর আবার আমি চেয়েছিলাম যারা পোস্ট ভিজিট করে ইন্টারেস্ট ফিল করবে শুধু তারাই পার্টিসিপেট করুক। এসবের জন্যই আমি পোস্টটি পিন করিনি আর কোনরকম প্রচারও করিনি।
এ সপ্তাহের মোট ৪ জন পার্টিসিপেট করেছে । ৪ জন পার্টিসিপেন্ট থেকে সেরাদের সিরিয়াল করা হয়েছে। । প্রত্যেকেই খুব ভালো ভালো ফটোগ্রাফি শেয়ার করেছেন। চলুন প্রথমে প্রত্যেকটি অংশগ্রহণ এক নজরে দেখে নিই।
By: @ah-agim
বিবরণ: আমন ধান মাড়াইয়ে কৃষকেরা বেশ ব্যস্ত। কৃষকেরা মেশিন দিয়ে ধান মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছে। কেউ ধানের আঁটি বাঁধছে, কেউ মেশিনের ধান মাড়াই করছে আর কেউ অন্য জনকে সহযোগিতা করছে। কৃষকদের কাজ করার দৃশ্য সত্যি বেশ অসাধারণ।
By: @green015
বিবরণ: বর্তমানে কৃষকদের গরু ও লাঙল দিয়ে
জমি চাষ করার দৃশ্যটি প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে।কিন্তু
আজ সকালে বাড়ি থেকেই দেখলাম, একফালি জমিতে গরু ও লাঙল দিয়ে চাষ করার দৃশ্য।তাই তৎক্ষণাৎ ছুটে ছবি তুলে আসলাম,মজার বিষয় হচ্ছে একটি গরু কিছুতেই হাঁটতে চাইছিল না।
By: @mohinahmed
এই ফটোগ্রাফিটা কিছুক্ষণ আগে করেছিলাম। আমরা কক্সবাজার থেকে রামু হয়ে, যখন বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপবন পর্যটন কেন্দ্রে যাচ্ছিলাম,তখন রাস্তার পাশের একটি ক্ষেতে দেখলাম দু'জন কৃষক ধান রোপণ করছে। সবুজের সমারোহ দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গিয়েছিল। সব মিলিয়ে এই দৃশ্যটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। তাই আমি সিএনজি থামিয়ে ফটোগ্রাফি করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করতে।
By: @tithyrani
ছবিতে শখের কৃষক আমার বাবা-মা 😍।বাবার রিটায়ারমেন্টের পরে গ্রামের বাড়িতে কিছুটা জমিতে আম, সুপারি গাছ লাগিয়েছেন। মাঝে দিয়ে কুমড়া গাছ, আর কিছুটা অংশে লাল শাক, পালং শাক আর ধনিয়া পাতা বিছানো হয়েছিলো। এই ছবিটা রান্না শুরুর আগে দিয়ে নিজ হাতে ক্ষেত থেকে ধনিয়া পাতা তোলার ছবি।
উক্ত ৪ টি এন্ট্রি থেকে ৪ জনকেই বিজয়ী হিসেবে ঘোষণা করা হচ্ছে। প্রত্যেকে অনেক ভালো ফটোগ্রাফি শেয়ার করেছে। ৪ জন পাচ্ছে নির্ধারিত পুরস্কার। নিম্নে বিজয়ীদের নাম ঘোষণা করা হলো:
- 1st Prize - @ah-agim - 3 STEEM -
- 2nd Prize - @green015 -2 STEEM -
- 3rd Prize - @mohinahmed - 2 STEEM -
- 4th Prize - @tithyrani - 1 STEEM-
- 5th Prize - @X - 1 STEEM-
- 6th Prize - @X - 1 STEEM-
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
This post was upvoted by @upex upvoting Services with 1.16%. To learn more Join our Discord community here.
এই প্রতিযোগিতার মাধ্যমে কয়েকটি সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পেলাম। সবাই খুব ভালো ফটোগ্রাফি করেছে। যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমাকে বিজয়ী নির্বাচিত করার জন্য এবং এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
বাহ প্রতিযোগিতায় চারজন অংশগ্রহণ করছেন চারজন বিজয়ী হয়েছেন অনেক ভালো লেগেছে। সবার ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে। গ্রাম বাংলার খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেয়েছি। সত্যি বলতে আমাদের গ্রাম বাংলার দৃশ্য গুলো খুবই সুন্দর। বিশেষ করে ধান ক্ষেতে কাজ করার দৃশ্যগুলো অসাধারণ। অনেক ভালো লেগেছে সবাইকে বিজয়ী করার জন্য।
আপনার মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার বিষয় গুলো বরাবরই বেশ মজার হয়ে থাকে। অংশগ্রহণ করে ভালো লাগে। আর বিজয়ী তালিকায় নাম দেখে তো ভীষণ ই খুশি হলাম। বাকি বিজয়ীদেরও অভিনন্দন 😍। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এমন মজার প্রতিযোগিতা আয়োজন করার জন্য।
আপনাকেও ধন্যবাদ আপু।
যারা যারা এই এই প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছে, তাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কৃষকের কাজ করার ফটোগ্রাফি না থাকার কারণে এমনকি এরকম দৃশ্য আশেপাশে না দেখার কারণে, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারিনি। তবে অংশগ্রহণ করার অনেক ইচ্ছে ছিল। যাইহোক পরবর্তী প্রতিযোগিতায় অবশ্যই চেষ্টা করব অংশগ্রহণ করার জন্য।