সাদা কাগজের মিনার।
আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা??আশা করছি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
আজ আমি একটি ডাই পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার আজকের পোস্টটি হলো সাদা কাগজের মিনার।
আমি আজ খুব সিম্পল উপায়ে সাদা কাগজের মিনার তৈরি করেছি। জানিনা এই ডাই প্রজেক্ট আপনাদের কাছে কেমন লাগবে। তবুও আমি আশা রাখছি, সাদা কাগজের মিনার আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না।তাহলে চলুন আজকের সাদা কাগজের মিনার তৈরির ধাপ গুলো পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করি।
সাদা কাগজের মিনার তৈরি করতে আমি যেসকল উপকরণ ব্যাবহার করেছি তা হলো:
১.সাদা কাগজ
২.কাঁচি
৩. পেন্সিল
৪. স্কেল
৫. আঠা
প্রস্তুতির ধাপ সমূহঃ
ধাপ-১ঃ
প্রথম স্টেপে সাদা কাগজ, কাঁচি, স্কেল সহ প্রয়োজনীয় উপকরণগুলো একসাথে নিতে হবে।
ধাপ-২ঃ
এর পর কাগজটির মাঝে মাঝে অংশ থেকে সমান করে ভাঁজ করে নিয়ে পেন্সিল দিয়ে মিনারের মতো করে অংকন করে নিতে হবে।
ধাপ-৩ঃ
পেন্সিল দিয়ে অঙ্কন করা অংশটুকু কাঁচি দিয়ে সুন্দরভাবে কেটে নিতে হবে যেন মিনারের মত একটা দৃশ্য ফুটে ওঠে।
ধাপ-৪ঃ
এবার রঙিন কাগজটি পুরোপুরি ছাড়িয়ে নিতে হবে দেখতে পারবেন মিনারের মতো চমৎকার একটি দৃশ্য ফুটে উঠেছে।
ধাপ-৫ঃ
একইভাবে অনেকগুলো কাগজ কেটে নিতে হবে। সবগুলো কাগজ মিনারের মত আকৃতি দিয়ে কেটে নিতে হবে।
ধাপ-৬ঃ
এবারে কাগজের একাংশে সুন্দর করে আঠা লাগিয়ে নিতে হবে।
ধাপ-৭ঃ
আলাদা আলাদা কাগজ কেটে মিনার তৈরি করা কাগজের টুকরোগুলো একসাথে আঠা লাগিয়ে যুক্ত করে দিতে হবে। আঠা যেন ভালোভাবে যুক্ত হয় সেজন্য ক্লিপ জাতীয় কোন কিছু দিয়ে চাপ দিয়ে লাগিয়ে রাখতে হবে। এভাবে কিছু সময় রেখে দিতে হবে যেন ভালোভাবে আঠা লেগে যায়।
ধাপ-৮ঃ
ভালোভাবে আঠা লেগে যাওয়ার পরে কাগজটা সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে দেখবেন চমৎকার একটা মিনারের সৌন্দর্য ফুটে উঠবে।
ধাপ-৯ঃ
গ্লিটার আর্ট পেপার দিয়ে চাঁদের মতো করে কাগজ কেটে মিনারের উপরের অংশে লাগিয়ে দেওয়ার পরে পুরোপুরি সৌন্দর্যটা লক্ষ্য করতে পারবেন। পরবর্তীতে পুরো কাজের এই দৃশ্যটা ফটোগ্রাফির মাধ্যমে ক্যাপচার করে ফুটিয়ে তুলতে হবে।
এভাবেই খুব সহজে সাদা কাগজের মিনার তৈরি করা যায় যেমনটা আপনারা দেখছেন।আশা করি আপনাদের ভালো লেগেছে।আজ এ পর্যন্তই থাকছে। আল্লাহ্ হাফেজ।
VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

সাদা কাগজ কেটে চমৎকার মিনার তৈরি করেছেন দেখতে বেশ ভালো লাগছে ভাই বিশেষ করে মিনারের উপরের অংশে গ্লিটার আর্ট পেপারে তৈরি চাঁদের অংশটা সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগছে।
Wow, @rex-sumon, what a fantastic DIY project! আপনার কাগজের মিনারটি দেখতে খুবই সুন্দর হয়েছে! I love how you've taken something so simple as white paper and transformed it into a beautiful piece of art. The step-by-step instructions with clear photos are so easy to follow, even for someone like me who isn't particularly crafty.
This is a great project for anyone looking for a creative and inexpensive activity. I can already imagine the possibilities – different colors, sizes, and even adding some extra embellishments.
Thanks for sharing your creativity with us! I'm sure many Steemians will be inspired to try this out themselves. What other DIY projects are you planning to share with us in the future? Looking forward to seeing more of your work! Keep creating! 😊
মিনারটির ডিজাইন খুবই সুন্দর হয়েছে! সাদা কাগজ দিয়ে এমন নিখুঁত কাজ করা সত্যিই প্রশংসার যোগ্য।আমিও একবার কাগজের মিনার বানিয়েছিলাম, কিন্তু এত পরিষ্কার কাটা কাগজ পেতে সমস্যা হয়েছিল। আপনারটা দেখে নতুনভাবে অনুপ্রাণিত হলাম!আপনার সৃষ্টিশীলতা দেখে মুগ্ধ! এমনই নতুন নতুন শিল্পকর্ম তৈরি করে যান—ভাই আপনার জন্য অনেক শুভকামনা রইলো ।
বাহ বেশ চমৎকার হয়েছে তো। নিজের প্রতিভাটা দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন ভাই। সাদা কাগজ দিয়ে মিনার টা বেশ তৈরি করেছেন। দেখে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।
সাদা কাগজের মিনার অসাধারণ হয়েছে।সত্যি ভাইয়া কাগজ দিয়েও যে এভাবে সুন্দর মিনার তৈরি করা যায় আগে কখনো জানতাম না। চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। দারুন হয়েছে দেখতে।
বরাবরের মতো এবারও চমৎকার একটি ডাই প্রজেক্ট শেয়ার করেছেন ভাই। সাদা কাগজের মিনার দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। একেবারে নিখুঁতভাবে সম্পূর্ণ কাজটি করেছেন। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।