সমস্যা → সমাধান = জীবন
হ্যালো বন্ধুরা। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা মানুষদের সমস্যার যেন শেষ নেই। সমস্যা নিয়েই আজকে দুটো কথা বলতে আসলাম। আমি খুবই ঝামেলার মধ্যে রয়েছি আর টেনশন কাজ করছ অনেক। সব শেয়ার করব দুদিন পর আপনাদের সাথে ইনশাআল্লাহ্।
হ্যাঁ এ সকল সমস্যা জীবনের একটি সাধারন বিষয়। সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনেই আছে। সমস্যা ছাড়া জীবন আছে এমন জীবন বোধ হয় পৃথিবীতে নেই। আপনি যত ভালো পরিবেশে থাকেন না কেন আপনি জীবনে কখনো না কখনো সমস্যার সম্মুখীন হবেনই। শারীরিক মানসিক সামাজিক যাই হোক , সমস্যা আসবেই। কিছু সময় সমস্যাগুলো হয় খুবই ছোট আর খুব সহজেই সমাধান করা যায়। আবার কিছু সময় অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হতে হয় যেগুলো মোকাবেলা করা সত্যিই অনেক কঠিন। বড় সমস্যা গুলো অনেক সময় জীবনকে লন্ডভন্ড করে দেয়। যে সমস্যার সম্মুখীন হয় সেই বুঝে আসল কষ্ট।
আমরা জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে পারি। কেউ সম্পর্ক নিয়ে, কেউ কাজ, কেউবা আর্থিক দিক থেকে, কেউ আবার স্বাস্থ্য, ব্যক্তিগত অন্য কোন বিষয়ে। কিছু সমস্যা থাকে যেগুলো আমরা নিজেরাই কাটিয়ে উঠতে পারি। আবার কিছু সমস্যা থাকে সেগুলা এতই বিশাল যে সমাধানের ক্ষেত্রে আমাদের কোন হাত থাকে না।
যাইহোক, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে সমস্যাগুলি জীবনের একটি স্বাভাবিক অংশ, এবং তারা বৃদ্ধি এবং শেখার সুযোগ দেয়। সমস্যা মোকাবেলা এবং কাটিয়ে ওঠার মাধ্যমে, আমরা স্থিতিস্থাপকতা, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের দক্ষতা বিকাশ করতে পারি যা আমাদের ভবিষ্যতের চ্যালেঞ্জগুলিকে আরও কার্যকরভাবে মোকাবেলা করতে সাহায্য করতে পারে।
আমার মনে হয় মানুষ সবচেয়ে বেশি আতঙ্কিত আর অসহায় হয়ে পড়ে যখন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। শারীরিক অসুস্থতার বিভিন্ন পর্যায় আছে। কেউ দুদিনের মধ্যে সুস্থ হয়ে যায় কেউ আবার তার জীবনটাকেই হারিয়ে ফেলে। কোন কোন সমস্যার তীব্রতা আমাদের জীবনে খুব ভালোভাবেই প্রভাব ফেলে। অনেক সময় আবার ছোট কোন সমস্যা বড় সমস্যা ডেকে আনে। এই ধরুন কখনো ঠুনকো বিষয় নিয়ে আপনার আর আপনার বন্ধুর মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছে। সেক্রিফাইস, কমপ্রোমাইস এই ধরনের মন-মানসিকতা না থাকলে ছোট এ সকল সমস্যা অনেক বড় আকার ধারণ করে। যদিও বন্ধুদের সাথে কখনো কোন আর্গুমেন্টে যাওয়া ঠিক নয়। বন্ধুরাই বিপদের সময় ছুটে আসে, অন্য কেউ আসে না।
জীবন সাথে সমস্যা খুব দারুণভাবে সম্পৃক্ত। জীবন আছে তো সমস্যা আছে। একটি সমস্যা আসবে সেটা কাটিয়ে আবার উঠে দাঁড়াতে হবে, পথ চলতে হবে। আমাদের মধ্যে আমরা অনেকেই আছি যারা কোন সমস্যার সৃষ্টি হতে দেখলেই সেটি থেকে দূরে থাকার চেষ্টা করি, যতদূর পারি ইগনোর করি। আসলে সমস্যা যদি আমরা সামনাসামনি ফেস না করি তাহলে সমাধান কখনোই আমরা বের করতে পারবো না। যত বেশি সমস্যা সমাধান করব আমরা জীবন চক্রে ততো বেশি দক্ষ হব।
যাই হোক, সমস্যা আমাদের জীবনে ছিল -আছে -থাকবে। একজন সফল একজন ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য হল একজন সমস্যার সমাধান করে জীবন পরিচালনা করে আর একজন সেখানেই থেমে যায়। এটার অর্থ জীবন নয় জীবন অনেক কঠিন, আর এই কঠিন কেই মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে। আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো পোস্টে ইনশা আল্লাহ্। আল্লাহ্ হাফেজ।

image source & credit: copyright & royalty free PIXABAY
VOTE @bangla.witness as witness

OR



Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
সত্যিই ভাই সমস্যা ছাড়া কোন জীবন নেই। আমরা সবাই বিভিন্নরকম সমস্যায় জর্জরিত। তবে প্রতিটি সমস্যা আসে আর আমাদের কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়। জীবনে আর্থিক সমস্যা কাটিয়ে ওঠা যায় কিন্তু স্বাস্থ্যগত সমস্যা কাটিয়ে উঠতে বেগ পেতে হয়। এমনকি অনেক সময় জীবনটাই চলে যায়। আবার আপনজন যখন ধোঁকা দেয় তখন আরো বেশি মারাত্মক সমস্যা শুরু হয়ে যায়। যাক সমস্যা থাকবেই আর এটা যেভাবেই হোক কাটিয়ে উঠতেই হবে। উপর ওয়ালা আপনার সমস্ত সমস্যার অবসান করুক এই কামনা করছি।
আমরা সাধারণত বলে থাকি যেখানে সমস্যা আছে সেখানে সমাধান আছে। যদি না থাকে তাহলে সমাধান কেমনে দিব। প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা রয়েছে আর এই সমস্যাগুলো এক একটা এক একটা এঙ্গেলে। সুস্থতা আল্লাহর একটা বড় নেয়ামত। যে অসুস্থ হয় সেই বোঝে সুস্থতার কতটা মূল্য। জীবনের সমস্যা আছে বলেই মানুষ জীবনটাকে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারে। সমস্যা থাকলে সমাধান করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। যদি সেখানে দাঁড়িয়ে থাকা যায় তাহলে জীবন ওখানেই থেমে যাবে। সমস্যা ও সমাধান = জীবন এটা নিয়ে আপনি খুবই সুন্দর লিখেছেন ভাই। আপনার লেখাটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো। এই ধরনের লেখাগুলো পড়লে নিজেকে অনেক উজ্জীবিত করা যায়। কোন জন্য শুভকামনা রইল।
আসলে আমিও মনে করি সমস্যাটা আমাদের জীবনের একটা অংশ। তবে এই সমস্যা গুলো আসলে বিভিন্ন রকমের হয়ে থাকে। আপনি ঠিকই বলেছেন কিছু কিছু সমস্যা একদম মানুষের জীবনটাই বদলে দেয়। আবার কিছু কিছু সমস্যা মানুষের জীবনটাই কেটে নেয়। আবার আমরা কিন্তু প্রতিনিয়ত নানা ধরনের সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে পারছি। তবে আমি মনে করি যে কোন সমস্যায় ভেঙে না পড়ে সেটার মোকাবেলা করা উচিত। আশা করি আপনি আপনার সমস্যা থেকে বের হতে পেরেছেন। আর আমাদের সাথে শেয়ার করবেন বলেছেন, আশা করি পরবর্তীতে জানতে পারবো।