রঙিন কাগজের ফুলের তোড়া।
আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা??আশা করছি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
আজ আমি একটি ডাই পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার আজকের পোস্টটি হলো রঙিন কাগজের ফুলের তোড়া।
আমি আজ খুব সিম্পল উপায়ে রঙিন কাগজের ফুলের তোড়া তৈরি করেছি। জানিনা এই ডাই প্রজেক্ট আপনাদের কাছে কেমন লাগবে। তবুও আমি আশা রাখছি, রঙিন কাগজের ফুলের তোড়া আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না। তাহলে চলুন আজকের রঙিন কাগজের ফুলের তোড়া তৈরির ধাপ গুলো পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করি।
রঙিন কাগজের ফুলের তোড়া তৈরি করতে আমি যেসকল উপকরণ ব্যাবহার করেছি তা হলো:
১.রঙিন কাগজ
২.কাঁচি
৩. পেন্সিল
৪. স্কেল
৫. আঠা
প্রস্তুতির ধাপ সমূহঃ
ধাপ-১ঃ
প্রথম স্টেপে রঙিন পেপার, কাঁচি, স্কেল সহ প্রয়োজনীয় উপকরণগুলো একসাথে নিতে হবে।
ধাপ-২ঃ
রঙিন কাগজগুলো বর্গ আকারে ছোট ছোট করে কেটে নিতে হবে।
ধাপ-৩ঃ
বর্গ আকারে কেটে নেওয়া রঙিন কাগজটি কাঁচি দিয়ে লাভ শেপের কেটে নিতে হবে। পরবর্তীতে সেটা ছাড়িয়ে নিলে ফুলের পাপড়ির মতো আকৃতি পাওয়া যাবে।
ধাপ-৪ঃ
একইভাবে বর্গ আকারে কেটে নেওয়া কাগজগুলো দিয়ে ছোট ছোট ফুলের পাপড়ি তৈরি করে নিতে হবে।
ধাপ-৫ঃ
এবার সবুজ রঙের কাগজ পেঁচিয়ে স্টিক তৈরি করে নিতে হবে। বেশ কিছু স্টিক যেন ফুলের পাপড়ির উপরের অংশে যুক্ত করা যায়।
ধাপ-৬ঃ
এবার সবুজ রঙের স্টিকের উপরের অংশে রঙিন কাগজের তৈরি করা ফুলের পাপড়ির অংশ আঠা দিয়ে যুক্ত করে দিতে হবে।
ধাপ-৭ঃ
একইভাবে সবগুলো স্টিকের উপরের অংশে ফুলের পাপড়ি গুলো আঠা লাগিয়ে যুক্ত করে নিতে হবে।
ধাপ-৮ঃ
এবার পর্যায়ক্রমে স্টিক গুলো একসাথে যুক্ত করে রঙিন কাগজ পেঁচিয়ে আঠা লাগিয়ে যুক্ত করে দিতে হবে।
ধাপ-৯ঃ
সবগুলো স্টিক একসঙ্গে যুক্ত করলেই তৈরি হয়ে গেল রঙিন কাগজের ফুলের তোড়া। এখন আপনি চাইলেই ফুলদানির মধ্যে রেখে দিতে পারেন।
এভাবেই খুব সহজে রঙিন কাগজের ফুলের তোড়া তৈরি করা যায় যেমনটা আপনারা দেখছেন।আশা করি আপনাদের ভালো লেগেছে।আজ এ পর্যন্তই থাকছে। আল্লাহ্ হাফেজ।
VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

কাগজ কেটে ছোট ছোট অনেকগুলো ফুল তৈরি করে চমৎকার ফুলের তোড়া তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। চমৎকার এই ফুলের তোড়াটি তৈরি করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
সিম্পলের মধ্যে বেশ সুন্দর হয়েছে ফুলের তোড়াটি। আর কাগজের তৈরি জিনিসগুলো দেখতে বেশ সুন্দর লাগে। এ ধরনের কাগজের বিভিন্ন জিনিস বানিয়ে ঘর সাজালে দেখতে বেশ ভালই লাগে।
রঙিন কাগজের ফুলের তোড়াটি খুবই সুন্দর হয়েছে।এ ধরনের দুই তিনটি ফুলের ডাল দিয়ে ফুলদানিতে সাজিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর লাগে।আপনি অনেক গুলো ফুল তৈরি করে এরপর ডালের মধ্যে লাগিয়ে নিলেন।অনেকটা ই সময় লেগেছিল আপনার এই ডাই পোস্টটি করতে।সময় নিয়ে এতো সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
Wow, @rex-sumon, what a delightful DIY project! Your step-by-step guide to creating these colorful paper flower bouquets is fantastic. The photos are clear and really showcase the process beautifully. I especially love how you transformed simple square pieces of paper into delicate-looking flower petals. This is such a creative and budget-friendly way to brighten up any space!
I can already imagine many users trying their hand at this. Have you considered experimenting with different paper types or adding embellishments like glitter or beads? Thanks for sharing your craftiness with the Steemit community! I am looking forward to your next project.
What color combinations would you like to try next?
রঙিন কাগজের ফুলের তোড়া খুবই সুন্দর হয়েছে। এই ধরনের ফুলের তোড়া গুলো দিয়ে ঘর সাজালে দেখতে ভালো লাগে। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাই।