মিশন নড়াইল - যাত্রা পথের গল্প।
হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের সকালটা আমার জন্য স্পেশাল ছিলো। সিলেট ট্যুরের আগেই প্ল্যান করেছিলাম আমরা নড়াইলে একটা রাত কাটাবো। প্ল্যানটা ছিল হাল্কা কুয়াশাচ্ছন্ন সকালে আমরা বেরোবো বাসা থেকে। দুপুর নাগাদ নড়াইলে পৌছাবো। বিকেলে মাছ ধরবো ঘের থেকে। সারারাত ঘেরেই কাটাবো। রাতে মাছ ভাজি আর বারবিকিউ পার্টি হবে। ঘেরের নৌকায় ঘেরে ঘুরে বেড়ানো হবে।
সেই দিন ছিল আজ। সকাল ছয়টার দিকে সবাই বের হব এরকম পরিকল্পনা করেছেন। আমরা টোটাল ১১ জন। নয় জন যাচ্ছি এলাকা থেকে আর বাকি দুজন ঢাকা থেকে। সবাই একসাথে ম্যানেজ করে বেরোতে গেলে টাইম বিলম্ব হবেই। ছয়টায় বেরোনোর প্ল্যান ছিল কিন্তু সাড়ে ছয়টা বেজে গেল। এরপর সবাই একসাথে রউনা দিলাম।
সকালবেলা ভালোই কুয়াশা পরে এখন। ফাঁকা মাঠের আশেপাশে গেলে কুয়াশার ফিল পাওয়া যায়। হালকা শীতের অনুভূতি ছিল, বাইক চালানোর কারণে সেটা বেশি মনে হচ্ছিল। যাইহোক সকালের নাস্তাটা আমরা পথেই একটি হোটেল থেকে সেরে নিলাম। খিচুড়ি, আলু ভর্তা, মরিচ ভর্তা আর সাথে ডিম ভাজি। সকালের নাস্তাটা ভালই হল। এরপর আবার চলতে শুরু করলাম। চলতি পথে কতবার যে থেমেছি তার হিসেব নেই।
যখনই একটু ক্লান্ত লাগছিল তখনই দাঁড়িয়ে কিছুক্ষণ আড্ডা গল্প এরপর আবার যাত্রা শুরু। সাধারণত আমার এলাকা থেকে বাইক নিয়ে গেলে তিন থেকে চার ঘন্টা লাগে। সাড়ে ছটায় বেরিয়ে পাক্কা বারোটার সময় এসে পৌঁছেছি। অনেকবার দাঁড়িয়েছি, অনেক সময় স্পেন্ড করেছি বলে অনেক বেশি সময় লেগেছে।
সবাই একসাথে চলতি পথে থেমে থেমে যাওয়ার মজাই আলাদা। অনেক সুন্দর রাস্তা, পেয়েছি অনেক খারাপ রাস্তা পেয়েছি। সব ধরনের রাস্তার অভিজ্ঞতা হয়েছে এ যাত্রায়। সাড়ে বারটার সময় নড়াইল শহরে পৌঁছানোর পর আমাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে বাকি দুজনের জন্য। তাদের আসতে আরো আধা ঘন্টার মত লেট হয়েছে।
শেষমেষ আমরা সবাই বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন রেস্ট করছি। বিকেল চারটার দিকে আমরা ঘেরের উদ্দেশ্যে বের হব। সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশা আল্লাহ। এখন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া সবাই এক সাথে বের হতে হলে একটু লেট হবে এটাই স্বাভাবিক। যাইহোক এভাবে চার পাঁচ ঘন্টা এক সাথে বাইক জার্নি করলে মাঝে মাঝে রেস্ট নিতেই হয়।ভালোমতো পৌঁছাতে পেরেছেন যে অনেক ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাদের এবারের ট্যুর কিন্তু দারুণ এডভেঞ্চারাস। সারারাত ঘেরে কাটাবেন,এটা শুনেই তো বেশ ইন্টারেস্টিং লাগছে। যাইহোক বাইক জার্নিটা আসলেই বেশ উপভোগ করেছেন। তাছাড়া ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে ভাই। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
রায়হান ভাইয়ের থেকে আগেই শুনেছিলাম আপনাদের নড়াইল ট্যুর এর ব্যাপারে। বেশ দারুণ করেছেন ট্যুর প্ল্যান টা। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকলাম। বিশেষ করে মাছের ঘেরে মাছ ধরা এবং বারবিকিউ করার ব্যাপার টা বেশ আগ্রহের সৃষ্টি করেছে।
সবাই মিলে ভ্রমণের আনন্দই অন্যরকম।আর বিশেষ করে রাস্তার এক একরম অভিজ্ঞতা।ঘুরে বেড়ালে মন ভালো হয়ে যায়।আপনারা গ্রুপসহ প্রায় ঘুরতে যান বেশ ভালো একটি লাইফ আপনাদের।ভালো লাগলো পোস্টটি,ধন্যবাদ ভাইয়া।