DIY-এসো নিজে করি ||রঙিন পেপার দিয়ে ওয়ালমেট বানানো|| (10% beneficiary @shy-foxp)
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুর
আমি@razzak00 বাংলাদেশের নাগরিক
১৫কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ
৩১অক্টোবর , ২০২১ খ্রিস্টাব্দ
২২রবিউল আওয়াল, ১৪৪৩ হিজরী
রবিবার
হেমন্তকাল।
আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে আপনারা সবাই খুবই ভালো আছেন। আমাকেও আল্লাহ তায়ালা অনেক ভালো রেখেছেন। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
আজ আমি আপনাদের মাঝে উপস্থাপনা করবো। কিভাবে রঙিন পেপার দিয়ে ওয়ালমেট তৈরি করতে হয়। আশা করি আপনাদের ভালো লাগবে।
Device : itel vision 1poro
What's 3 Word Location :https://w3w.co/sisterly.placed.locomotive
প্রয়োজনীয় উপকরণঃ
★রঙিন পেপার
★আঠা
★কাচি
★কার্টুন
- ধাপ-১ঃ প্রথমে দুই রঙের দুইটা পেপার একই মাপে পাঁচটা করে কেটে নিলাম।
- ধাপ-২ঃ এবারে কাগজটাকে ছোট ছোট করে ভাজ করে নিতে হবে। তারপরে ভাজ করা কাগজের মাঝখান থেকে ভেঙে আঠা দিয়ে লাগিয়ে দিলেই এই রকম ফুলের একটি অংশ হয়ে যাবে।
- ধাপ-৩ঃ এখন ফুলের এই অংশের সাইডে আঠা লাগালাম তারপরে আর একটি অংশ নিতে হবে এবং এইভাবে লাগিয়ে দিতে হবে।
- ধাপ-৪ঃ ফুলের সব গুলো অংশ একটার পর একটা আঠা দিয়ে লাগালে একটা গোল ফুল হয়ে যাবে।
- ধাপ-৫ঃ এখন কালো একটা পেপার থেকে চিকন লম্বা করে পাঁচটি অংশ কেটে নিলাম।
- ধাপ-৬ঃ এবার কালো পেপার ভাজ করে মাঝখানে আঠা লাগিয়ে দিলে একটু শক্ত একটা ঢালের মতো হয়ে যাবে।
- ধাপ-৭ঃ লালা একটা কাগজ ত্রিভুজের মতো করে কেটে নিলাম।
- ধাপ-৮ঃ ত্রিভুজ আকৃতির কাটা পেপার চিকন করে ভাজ করতে হবে। এবং ভাজ করার পরে মাঝখানে আঠা দিয়ে ভাঙলে এই রকম পাতার মতো হয়ে যাবে।
- ধাপ-৯ঃ এবারে কালো কাগজ দিয়ে বানানো ঢালের মাথায় আঠা দিয়ে লাল পাতা গুলো লাগিয়ে দিলাম।
- ধাপ-১০ঃ এইবার টিয়া কালারের একটা পেপার থেকে ছোট ছোট দশ টুকরো কেটে নিলাম। এবং এই রকম ভাবে ভাজ করে নিতে হবে।
- ধাপ-১১ঃ ভাজ করা কাগজটাকে প্রথমে কাচি দিয়ে একটু গোল করে কেটে নিলাম। তারপর গোল অংশ টুকু ছাড়ালে এই রকম ফুল হবে।
- ধাপ-১২ঃ এবার টিয়া কালারের ফুলের নিচে আঠা দিয়ে সবগুলো লাল পাতার ওপর একটা করে লাগাতে হবে।
- ধাপ-১৩ঃ এখন গোল কার্টুনের নিচের সাইডে লাল পাতা লাগানো ঢাল পাঁচটা সুন্দর মতো আগ পিচ করে আঠা দিয়ে লাগিয়ে দিলাম।
- ধাপ-১৪ঃ কার্টুনের ওপর আঠা দিয়ে লাল এবং টিয়া কালার দিয়ে বানানো বড় ফুলটি মাঝ বরাবর লাগিয়ে দিলাম।
- ধাপ-১৫ঃ এখন টিয়া কালারের ছোট ফুল গুলো আঠা দিয়ে বড় ফুলের মাঝে মাঝে লাগিয়ে দিলাম। এবং অবশেষে তৈরি হয়ে গেলো আমার আজকের ডাই প্রোজেক্ট। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে।
আপনার তৈরি রঙিন পেপার দিয়ে ওয়ালমেট দেখতে অনেক সুন্দর হয়েছে। আর দেখেই আমার কাছে বেশ ভালো লেগেছে। তাই আমার পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে।
সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে
রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে আপনি পরিবেশন করেছেন। দেখামাত্রই আমার খুবই ভাল লাগল এবং খুব সময় নিয়ে কাজটি করেছেন। তা অবশ্য ভালো হয়েছে। অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং অনেক ভালো লাগছে কালার কম্বিনেশন টা অনেক ভাল ছিল। আপনার জন্য শুভকামনা রইল
অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য
কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন।এটি আমার খুব ভালো লেগেছে,আপনার জন্য শুভেচ্ছা রইলো।
ধন্যবাদ আপনাকে
রঙিন কাগজ দিয়ে আপনার ওয়ালমেট টি অসাধারণ হয়েছে। রঙিন কাগজ দিয়ে আসলে যে কোন জিনিস বানালে আমার কাছে অনেক সুন্দর লাগে ।আর আপনি আপনার ওয়ালমেট টি নিখুঁত করে তৈরি করেছেন ।প্রতিটি ধাপের বর্ণনা ছিল খুবই সুন্দর। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি করা ওয়ালমেট সুন্দর হয়েছে। তবে ভাইয়া ছবি তোলার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। কারণ আপনি কষ্ট করে প্রত্যেকটা কাজ করছেন এবং একটি ওয়ালমেট তৈরি করা খুব সময় সাপেক্ষ ব্যাপার। তবে কয়েকটা ছবি ঝাপসা হওয়াতে কয়েকটি ধাপ আমরা দেখতে পাচ্ছি না।যাই হোক,মূল বিষয় হলো আপনার ওয়ালমেট টি দেখতে সুন্দর লাগছে ।
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে
কাগজ দিয়ে অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন। এবং প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। কিন্তু প্রথম ছবিটা আরেকটু ভালোভাবে ছবি তুলতে পারতেন তাহলে আরো সুন্দর দেখাতো এবং সব শেষে আপনার একটি ছবি সহ দিলে খুব ভালো হতো। শুভকামনা রইল আপনার জন্য
সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে
খুবই সুন্দর আর সহজ এই ওয়াল্মেট টি
আরও আপনি ধাপে ধাপে এইটা তৈরির কৌশলগুলো দেখিয়ে দিলেন
এখন তো যে কেউ এটা বানিয়্র ফেলতে পারবে
শুভকামনা আপনার জন্য 🥰🥰
ধন্যবাদ আপনাকে
আপনার কাগজ দিয়ে তৈরি ওয়ালমেট অনেক সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর করে ধাপগুলো মাঝে মাঝে উপস্থাপন করছেন। আপনার কাছে আমার খুব পছন্দ হয়েছে। শুভকামনা রইল
এতো সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে
রঙিন কাগজের বানানো আপনার ওয়ালমেটটি খুব সুন্দর হয়েছে।প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে।
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে