ট্রাভেল পোস্ট ||নাটোরের গ্রিন ভ্যালি পার্কে ভ্রমন 🫰🌿🌺

in আমার বাংলা ব্লগ2 months ago

IMG_20240506_104200.jpg

স্ন্যাপড ফটোরুম থেকে এডিট করা

Device : Realme 8 5G

💗💗💗

🔥আমার বাংলা ব্লগ 🔥

💗💗💗

ট্রাভেল

আপনারা সকলে কেমন আছেন?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি। আমি আজকে আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটি পোস্ট নিয়ে আসছি। আজকে আপনাদের মাঝে ট্রাভেল পোস্ট নিয়ে হাজির হলাম।আজকে আমি আপনাদের মাঝে ভ্রমণ কাহিনী পোস্ট নিয়ে চলে আসলাম। আমি দুই বছর আগে বন্ধুদের সাথে নাটোরের গ্রীন ভ্যালি পার্কে ঘুরতে গিয়েছিলাম বন্ধুদের সাথে। এটাই ছিল শেষ ভ্রমণ। বিয়ের পর আর ঘোরাঘুরি হয় না বন্ধুদের সাথে অনেক মিস করি। ভ্রমণগুলো স্মরণীয় হয়ে রাখার জন্য স্টিমিট এ রেখে দিলাম এগুলো স্মৃতির পাতায় রয়ে যাবে।ভ্রমণ করলে শরীর ও মন দুটোই ভালো থাকে । আপনারা যখনই সুযোগ পাবেন ভ্রমণ করবেন। ভ্রমণ একটা জীবনের অংশ। আমি আস্তে আস্তে প্রতিটা পর্ব আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো।

IMG20220731091355.jpg

Device: Relame 8 5G

বন্ধুরা মিলে আমরা মাঝেমধ্যেই ঘুরতে যাই, তো হঠাৎ প্লান করলাম।চলো আমরা কোথায় ঘুরতে যাই। আমরা সিদ্ধান্ত নিলাম নাটোরের গ্রিন ভ্যালি পার্কেতে যাব। পার্কটি নতুন চালু হয়েছে এবং নতুন অবস্থায় বেশ সুন্দর পরিবেশ।চারিদিকে সুন্দর গাছপালা ও ফুল।তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম উঠে ফ্রেশ হইলাম তারপর ব্যাগে কিছু জিনিসপত্র নিলাম। প্রয়োজনীয় জামাকাপড় নিলাম ওখানে গোসল করার জন্য।ইতিমধ্যে আপনারা দেখেছেন আমি ড্রিম ভ্যালি পার্কে গিয়েছিলাম ওটা ঝিনাইদাহ।ওখানে পৌঁছাতে আমাদের এক ঘন্টা সময় লাগলো। তারপর আপনারা দেখতে পারতেছেন গেটের ছবিটি ভীষণ ভালো লাগছিল। গেটের ছবিটি অত্যন্ত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। তারপর আমরা টিকিট কাটলাম টিকিটের মূল্য ছিল 50 টাকা করে। তারপর ভিতরে ঢোকার জন্য প্রস্তুতি নিলাম।

IMG20220731092422.jpg

Device: Relame 8 5G

তারপর গেটের ঢোকার আগে আমি একটা সেলফি তুলে আপনাদের মাঝে তুলে ধরলাম। এটা দুই বছর আগেকার মুহূর্ত তখন আসলে জীবনটা অনেক সুন্দর ছিল। এখন অনেক চাপ ও দায়িত্ব বেড়ে গেছে। জীবনের আনন্দ মনে হচ্ছে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। মানুষ বলতো যে বড় হও বুঝতে পারবি দায়িত্ব কি জিনিস ? এখন বুঝতে পারতেছি প্রতিটা মুহূর্তে দায়িত্ব।তা ও পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। সৃষ্টিকর্তা পাশে আছে আমার বাংলা ব্লগ পাশে থাকার কারণে বেশ সুন্দরভাবে চলতে পারতেছি।তারপর আমরা ভিতরে ঢুকলাম ভিতরের পরিবেশটা আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি।চারিদিকে সুন্দর গাছপালা ও সুন্দর পরিবেশ

IMG20220731092440.jpg

তারপর আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে ঢোকার রাস্তা. কি সুন্দরভাবে সাজানো গাছগুলি সুন্দরভাবে তৈরি করা হয়েছে কাটিং করে।প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য মনকে মুগ্ধ করে। ভ্রমণ করলে অত্যন্ত সুন্দর সুন্দর জিনিস উপভোগ করা যায় তাই আমি চেষ্টা করি মাঝে মাঝে ভ্রমণ করার জন্য। চার ধারে এত সুন্দর সুন্দর দৃশ্য ছিল আমি দেখে মুগ্ধ না হয়ে পারলাম না।

Screenshot_2024-05-06-10-39-40-10_99c04817c0de5652397fc8b56c3b3817.jpg

তারপর অনেক ক্ষুধা লাগছিল খাওয়া দাওয়ার জন্য একটি ভিতরের রেস্টুরেন্টে গিয়েছিলাম। ওখানে খাবারের দাম অনেকটাই বেশি। খুব একটা খেতে ইচ্ছা করছিল না তাও আমরা নুডুলস অর্ডার দিলাম। খেতে মোটামুটি ভালোই ছিল তারপর ওখান থেকে আসার পর আমরা সুইমিংপুলে গোসল করার জন্য রেডি হয়ে গেলাম। এখানেও গোসল করার জন্য ২০০ টাকা টিকিট। গোসল বেশ সুন্দরভাবে উপভোগ করলাম এবং ছবি তুললাম ভীষণ ভালো লেগেছিল সবথেকে সুইমিং পুলের এইটা।

IMG20220731144528.jpg

তারপর গোসল করার পর আমি রেডি হয়ে নিলাম নতুন ড্রেস পড়ে।অতঃপর সামনে আয়না দেখছিলাম তখন আমি একটা মিরর ছবি তুলেছিলাম।আজকে আইফোন থাকলে মিররটা আরো ভালোভাবে ফুটে উঠত 🫰🙈😴অতঃপর আমি বাইরে গিয়ে ছবি উঠালাম বেশ কিছু। তারপর আমরা ভিতরে বেশ ঘোরাফেরা করলাম।এখানেই শেষ করলাম আজকের মত আবারও পরবর্তী পর্বে আপনাদের মাঝে দারুন কিছু শেয়ার করব

↙️সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়↘️

1692528345289.jpg

আমার নাম মোঃ রেজুওয়ান আহমেদ। আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি।আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানা বামুন্দীতে।আমি একজন বিবাহিত মানুষ।২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের স্টিমেট যাত্রা শুরু হয়। প্রথমে কোন কিছুই পারতাম না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে । আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোন কিছু নেই। আমি কিছুই পারতাম না আমার ভিতরে অনেক ধৈর্য।পড়াশোনা পাশাপাশি আমার ভ্রমণ করার খুব ইচ্ছা। ঘুরতে অনেক ভালো লাগে আমার এবং বিভিন্ন রেস্টুরেন্টে যেতে অনেক ভালো লাগে।আমি নিজেকে নিয়ে কিছু একটা করতে চাই। আমি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই । মানুষ বলে আমার দ্বারা কিচ্ছু হবেনা। আমি দেখিয়ে দিতে চাই আমিও একটা মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য।
Sort:  
 2 months ago 

নাটোরের গ্রিন ভ্যালি পার্কে আমি বেশ কিছুদিন আগে গিয়েছিলাম। খুবই সুন্দর একটি জায়গা। বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে রাখা হয়েছে যা দেখে মুগ্ধ হয়ে যায় পর্যটক। আপনার মাধ্যমে পুরনো স্মৃতি আবার জাগ্রত হল। সুন্দর একটি ভ্রমণ পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 
 2 months ago 

নাটোরের এই গ্রীন ভ্যালি পার্ক আমরা গ্রহণ করেছি ভাই। পার্কটা দেখতে অনেক বড় এবং দেখার মতো অনেক কিছু এর মধ্যে তৈরি করা হয়েছে। আপনি যে সমস্ত ফটোগুলো শেয়ার করেছেন ঠিক এই সমস্ত জায়গায় দাঁড়িয়ে আমারও অনেকগুলো ফটো রয়েছে যা এখনো শেয়ার করা হয়নি। তবে চেষ্টা করব খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থাপন করতে। আপনাদের ভ্রমণ বিষয়টা খুবই ভালো লাগলো আমার।

 2 months ago 

ডিয়ার হ্যান্ডসাম ভাই চিমটি। আমিও কিন্তু আজ ট্রাভিল পোস্ট শেয়ার করেছি। তবে আপনার ট্রাভেল পোস্টটি আমার চেয়ে অনেক ভালো ছিল। বেশ ভালো লেগেছে আপনার ভ্রমণের কাহিনী পড়ে। জায়গাটিও বেশ ‍সুন্দর। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

ভালো করেছেন বিয়ের আগে বন্ধুদের সাথে ঘোরাঘুরি কমপ্লিট করে ফেলেছেন ,কারণ বিয়ের পরে বউ রেখে ঘোরাঘুরি করা একদম ঠিক না । এটা ভালো করেছেন গোসলের জন্য এক্সটা কাপড় নিয়ে গিয়েছেন তা না হলে পরে গিয়ে আফসোস লাগে । ঘোরাঘুরি শেষে তো খাবার খেতেই হবে দাম যতই নিক না কেন । আর সুইমিং পুল দেখলে কি গোসল না করে পারা যায় । ভালো লাগলো ভাইয়া আপনার পোস্টটি পড়ে ।

 2 months ago 

ঘোরাঘুরি করতে পছন্দ করে না এরকম মানুষকে খুব কমই আছে আর সাথে যদি বন্ধুরা থাকে তাহলে তো আর কোন কথাই নেই। নাটোরের গ্রিন ভ্যালি পার্কের কথা শুনেছি তবে যাওয়া হয়নি, ভাবছি এবার বাসায় গিয়ে ভাই ব্রাদার সবাই মিলে একত্রে সেখানে যাব। বোঝাই যাচ্ছে জায়গাটা অনেক বেশি সুন্দর আপনি দারুন মুহূর্ত অতিবাহিত করেছেন। ঘুরা ঘুরির মুহূর্তগুলো আমাদের মাঝে চমৎকারভাবে তুলে ধরবেন বলে আশা রাখি। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 months ago 

বিয়ের পরে বন্ধু-বান্ধব সবকিছুই কিন্তু একজন হয়ে যায় তাইনা।আর ঠিক বলেছেন আসলেই আমাদের মাঝেমধ্যে ঘুরতে বের হওয়া উচিত। এমনিতেই আমরা প্রতিনিয়ত কাজের মধ্যে ব্যস্ত থাকি। তবে ঘুরতে গেলে মনটা একটু ফ্রেশ থাকে। আপনি নাটোরের গ্রিন ভ্যালি পার্কে ঘুরতে গিয়েছেন দেখে খুবই ভালো লাগলো। আবার দেখছি এখানে এসে গোসল করার প্রস্তুতি নিয়ে আসলেন। পার্কের পরিবেশটাও দেখতে ভীষণ ভালো লাগছে। নিশ্চয়ই পরবর্তীতে আরো সুন্দর কিছু দেখতে পারবো।

 2 months ago 

ভাইয়া আপনি অনেক সুন্দর একটি পার্ক ভ্রমণ করেছেন দেখছি। আপনার এই ভ্রমণ করা পোস্ট দেখে অনেক কিছু জানার সুযোগ হলো। আমারও খুব ইচ্ছে রয়েছে এই সমস্ত পার্কগুলো ঘুরে আসার। তবে তেমন সুযোগ পায় না কখনো। ভালো লাগলো আপনার এই পোস্ট দেখে।

 2 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে গ্রিন ভ্যালি পার্কে ভ্রমন নিয়ে দারুন একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আসলে আমি অনেক আগে একবার গিয়েছিলাম গ্রিন ভ্যালি পার্কে। আসলে এখানে বেশ মনোরম পরিবেশ। ঠিক বলেছেন ভাই আপনি আসলে ভিতরে একটা রেস্টুরেন্ট আছে সেখানে খাবারের দাম বাইরের থেকে কিছুটা বেশি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট লিখে শেয়ার করার জন্য।

 2 months ago 

নাটোরের গ্রিন ভ্যালি পার্কের কথা আমি অনেকবার মানুষের কাছে থেকে শুনেছিলাম। তবে আজকে আমি আপনার পোস্টের মাধ্যমে নাটোরের গ্রিন ভ্যালি পার্কের সব কিছু সৌন্দর্য দেখতে পারলাম। ভাইয়া আপনাকে চিনতে একটু সমস্যা হচ্ছে আমার।দুই বছর আগে আপনি অনেকটা ছোট বাচ্চার মতো ছিলেন। যাইহোক আপনারা বন্ধুদের সাথে নাটোরের গ্রিন ভ্যালি পার্কে বেশ ভালো সময় কাটিয়েছেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 64294.06
ETH 3427.66
USDT 1.00
SBD 2.59