অল্পের মধ্যেই রয়েছে প্রশান্তি||১০% @shy-fox এর জন্য বরাদ্দ ||@razuan12

in আমার বাংলা ব্লগ2 years ago
আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আলোচনা করব অল্পের মধ্যেই রয়েছে প্রশান্তি।আশা করি সবাই দেখবেন
🤲মানুষ হয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু মন মানসিকতা বড় রাখা অনেক কঠিন 🤲

friends-gf46b2afee_1920.jpg

Sourch



LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

আসলে দুনিয়ায় বিভিন্ন মানুষ বিভিন্ন পর্যায়ে বসবাস করছে। কেউ বা চাকরি করছে, কেউ বা ব্যবসা করছে, কেউবা দিনমজুরি খাটছে কেউবা অনেক কষ্ট পরিশ্রম করে মানুষ একবেলা ভাত অর্জন করছে তাতেই সন্তুষ্ট থাকছে।আসলে আমি এমনও অনেক কিছু দেখেছি। একটা মানুষ যদি এ মাসে 5000 টাকা ইনকাম করে তার 5000 টাকার ভেতর আবার 2000 টাকা রয়ে যায় মাস শেষে কিন্তু একটা জিনিস দেখা যায় একটা মানুষ মাসে 100000 টাকা ইনকাম করলেও তার 80 90 হাজার টাকা খরচ হয়ে যায় সংসার এবং অনেক অসুখ।তাহলে ভালো থাকলো কে? আমার জানা মতে অল্পর ভিতরে মানুষের সুখ নিহিত।আসলে কষ্ট পরিশ্রম করে অর্জিত টাকা আয়ের মানুষের গায়ে লাগে।

আসলে আমার জানামতে আমরা কী করি আমরা 2000 টাকা দিয়ে একটা মানিব্যাগ কিননি এবং তাতে 10 টাকা রাখি। আমাদের উচিত হবে আমাদের 500 টাকা দিয়ে মানিব্যাগ কিনে ওর ভিতর। 1500 টাকা রাখা।তাহলে কিন্তু আপনি অল্পর ভিতরে সাধারন ভাবে জীবন যাপন করতে পারবেন।

💔

আসলে বর্তমান সমাজে মন-মানসিকতার খুবই অভাব। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে একটা মানুষ 300 টাকা দিয়ে একটি জিনিস কিনলো। সামনে একটা মানুষ না খেয়ে আছে তাও কিন্তু কিছু মানুষ একবারও ভাব্বে না। সেই ছেলেটি বা মেয়েটি খেয়েছে কিনা কিন্তু একটা অভাবগ্রস্ত মানুষ। যার মন মানসিকতা যদি ভালো ভালো মনের অধিকারী হয়। সে নিজে না খেয়ে অন্যকে খাওয়ানোর জন্য চেষ্টা করে। আসলেই এজন্যই আমাদের উচিত বড়লোক না এমন বড় মনের মানুষ হওয়া উচিত

LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

sunset-ge67601a51_1920.jpg

Sourch

বর্তমান সময়ে এ আপনি যদি একটা মানুষকে 100 টাকা দিয়েন তাহলে কিন্তু মানুষ বলবে যে টাকা মেলা গেছে। এসেছে টাকা দেখাতে। আসলে মানুষের মন-মানসিকতা এমন কেন? টাকা কম হোক মানুষকে উৎসাহ দিন।সে যেন এ কাজটি আরও করতে পারে।আসলে এটাই সব থেকে খারাপ লাগে। একটা মানুষকে সাহায্য করতে না পারলেও তাকে উৎসাহ দিন।একটা সাধারন মানুষ জানে যে আমার কতটুকু সম্বল আছে সে কিন্তু বেশি চাহিদা করেনা। তার ছেলে মেয়ে ও বাবার দিকে তাকিয়ে থাকে।চাহিদার বাইরে যায় না।আসলে সবকিছু পরিস্থিতি মানুষকে বুজিয়ে দেয় কিভাবে লড়তে হবে।

benches-gfbbad449e_1920.jpg

Sourch



আসলে আমি এমন কথা শুনেছিলাম একটা লোক ছিল তিনি কোটি কোটি টাকার মালিক কিন্তু তার ছেলেমেয়ে নাই এবং সে ক্যান্সারে আক্রান্ত। এখন আমার কথা হচ্ছে তিনি যে এত টাকা-পয়সা অর্জন করলেন। এত কষ্ট পরিশ্রম করে গেলেন। এখন এগুলো ভোগ করবে কে। সারা জীবন টাকার পিছে ছুটে গেলেন। তিনি অতিরিক্ত চাওয়ার মধ্যে থেকে গেলেন। তিনি শেষ বয়সে এসেও পেলেন না সুখ। আসলে একটা মানুষ অল্প এর মানুষ যে সুখ টা পাই কিন্তু অতিরিক্ত চাহিহাসম্পন্ন একটা মানুষ তা পায় না।হয়তো তারা অনেক আরামে থাকে কিন্তু মনের একটা প্রশান্তি। সেটা অনুভব করতে পারে না।

LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

আসলে দুনিয়ায় যারা টাকা-পয়সা, জমি নাই সেই একমাত্র আমার জানামতে সুখী একজন ব্যক্তি। আসলে আমি যতদূর দেখেছি টাকা পয়সা জমিয়ে মানুষ মৃত্যুর পর ছিনিমিনি হয়ে যায়। এটাই অনেক সংঘর্ষের কারণ হয়।

আসলে আমাদের একটা কথায় মনে রাখতে হবে। আমরা কেউ এখানে থাকতে আসিনি ।সকলেই চলে যাব তাই অতিরিক্ত চাওয়া টা বন্ধ করতে হবে। আসলে আমি একটা কথা বলি যে সৃষ্টিকর্তা কারো রিযিক মেরে কাউকে দেন না। যার যেটুকু রিজিক আসে সে সময় মতো সেইটুকুই পাবে। তাই সবকিছু অল্পের ভিতরে থাকার চেষ্টা করবেন। অতিরিক্ত কোন কিছুই ভালো না

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

আজকের মতো এখানেই শেষ করছি। আমার যদি কোন ভুল-ভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমি খেয়াল করে দেখেছি অল্পের মধ্যে প্রশান্তি ।


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

আসলে যার যতবেশি থাকে তার তত চাহিদা বেশি থাকে।আমরা মানুষরা কেন জানি অল্পতেই সন্তুষ্ট থাকি না। যার যত সম্পদ থাকে, তার তত বেশি চিন্তা বেশি থাকে।আসলে আমরা কেন জানি নিচের দিকে তাকাই না।সব সময় উপরের সাথে তুলনা দেয়।যে ব্যাক্তি নিচের সাথে তুলনা দিবে তাহলেই প্রশান্তি আসবে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ আপনি ঠিক বলেছেন আমরা কখনোই নিচের দিকে তাকায় না।সবসময় উপরের দিকে তাকায়

 2 years ago 

2.2.png

সত্যি অল্পতে সন্তষ্টি হওয়া টা একটা বড় গুন আমি মনে করি। এই পৃথিবীতে আমরা এসেছি শুধু চাওয়া পাওয়ার জন্য নয় । কিন্তু সেটি আমরা ভুলে যাই লোভের কারনে। আমাদের আরো চাই এই রোগ যেন চেপে বসে। ফলে আমরা অল্পতে সন্তষ্ট হই না। আপনি ঠিক বলেছেন আমাদের অল্পতেই সন্তষ্টি হওয়া উচিত। তাহলে আমারা মানসিক শান্তি পাবো যাই হোক আপনার লেখা আমার ভাল লেগেছে। আপনার জন্য শুভ কামনা রইল। ধন্যবাদ।

2.2.png

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম

 2 years ago 

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে শুভকামনা জানাই আপনি খুবই সুন্দর একটি বাস্তবধর্মী পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পোষ্টটি পড়ে আমার অনেক অনেক ভালো লেগেছে, আপনার পোষ্টের সারাংশ হল অল্পতেই প্রশান্তি লাভ করা সম্ভব, যেমন আমার কাছে এক দৃষ্টান্ত উদাহরণ অনেকেই লাখ লাখ টাকা ইনকাম করে প্রশান্তি পায়না কিন্তু মসজিদের ইমাম মাসে 5000 টাকা ইনকাম করে অনেক প্রশান্তি লাভ করে। শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

 2 years ago 

সুন্দর বর্ণনা দিয়েছেন ভাইয়া। এটাই বাস্তব। ধন্যবাদ

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

যে অল্পতে সুখী থাকতে পারে সেই প্রকৃত সুখী। আপনি অনেক সুন্দর লিখেছেন। আপনার লেখা পড়ে অনেক ভালো লাগলো। আপনার পোস্টের মাঝে অনেক কিছু শেখার আছে। আপনাকে অনেক ধন্যবাদ অসাধারণ একটি বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

হ্যাঁ দারুন মন্তব্য করেছেন। ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

ভাই আপনার লেখাগুলো একদম যৌক্তিক ছিল।অনেক এ অনেক বেশি পরিমাণ অর্থ উপার্জন করার পরও সুখী নয়।আবার অনেকে অল্পতেই খুশি। আসলে সুখ এবং অর্থ উপার্জন এ দুটি বিষয় পরস্পরের সঙ্গে সম্পর্কিত নয়।এত সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনার মন্তব্যের জন্য শুভেচ্ছা রইল। ভাইয়া ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58659.71
ETH 3164.52
USDT 1.00
SBD 2.43