টার্গেট ডিসেম্বর সিজন-৪ || 10 steem power-up || ১০ম সপ্তাহের পাওয়ার আপ
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
কিছু দিন আগে টার্গেট ডিসেম্বর সিজন-৪ এর ঘোষণা দেওয়া হয়। যদিও এ জন্য কোনো লক্ষ্য টার্গেট করে পোস্ট করিনি। তবে সিজন ৪ এ আমার লক্ষ্য হচ্ছে দ্রুতোতম সময়ে ৫০০০ এসপি অথবা ডলফিন এ পৌছানো। এই টার্গেট এ যদি আমি আগেই পৌছে যেতে পারি তাহলে আমি আমার লক্ষ্য আবার বৃদ্ধি করবো। সিজন ৩ এ যতটা পিছিয়ে গিয়েছি তা চেষ্টা করবো এই সিজন ৪ এ পুষিয়ে নিতে। আশা করি সবাই আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না। আজ টার্গেট ডিসেম্বর সিজন - ৪ এর আরো একটি পাওয়ার আপ করবো। আজ আমি ১০ স্টিম পাওয়ার আপ করবো।
পরিসংখ্যান
পূর্বের এসপি | 3,577.349 STEEM |
---|---|
পাওয়ার আপ | 10 steem |
বর্তমান এসপি | 3,587.350 STEEM |
তো এই ছিলো আমার এই সপ্তাহ এর পাওয়ার আপ পোস্ট। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
আসলেই প্লাটফর্মের সফলতার সাথে কাজ করতে হলে অবশ্যই প্রতিনিয়ত পাওয়ার বৃদ্ধির মাধ্যমে এগিয়ে যেতে হবে।
আপনার পাওয়ার বৃদ্ধি পোস্টটি দেখে খুব ভালো লাগলো।
শুভ হোক আপনার পাওয়ার বৃদ্ধি।
ঠিক বলেছেন ভাই। দীর্ঘমেয়াদি কাজের ক্ষেত্রে পাওয়ার আপ এর ভূমিকা অনেক।
পাওয়ার আপ করে নিজের একাউন্টকে শক্তিশালী করতে আমরা সবাই চেষ্টা করে যাচ্ছি।আপনি আজ ১০ স্টিম পাওয়ার আপ করলেন। এতে করে ধীরে ধীরে নিজ লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন। এভাবে ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাবেন এমনটাই আশাকরি। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।
জ্বি আপু। নিজের একাউন্টকে শক্তিশালী করতে পাওয়ার আপ এর ভূমিকা অনেক।
আপনি তো দেখতেই পাওয়ার বৃদ্ধির ব্যাপারে অনেক বেশি সচেতন প্রত্যেক সপ্তাহেই কিছু সংখ্যক স্টিম পাওয়ার বৃদ্ধি করে থাকেন। আর এর মাধ্যমে আপনি অনেকটাই নিজের অবস্থান শক্ত করে নিয়েছেন, ধারাবাহিকতা যদি এভাবেই অব্যাহত রাখেন তাহলে হয়তো বা খুব দ্রুতই লক্ষ্যে পৌঁছে যাবেন বলে আশা রাখি। শুভকামনা রইল আপনার জন্য।
জ্বি ভাই। আসলে কিছু কিছু করে পাওয়ার বৃদ্ধি করলেও অনেক উন্নতি সম্ভব।
টার্গেট ডিসেম্বর সিজন ৪ এ অংশগ্রহণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনি ১০ স্টিম পাওয়ার আপকরেছেন এবং আপনি সিজন ৩ এর ঘাটতিটা পূরণ করতে যাচ্ছেন। আশা করি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
জ্বি আপু চেষ্টা চালিয়ে যাচ্ছি সিজন ৩ এর ঘাটতি পূরণ করার।
পাওয়ার আপ করে নিজের এবং কমিউনিটির শক্তি বাড়ানোর জন্য ধন্যবাদ। নিয়মিত কাজের জন্য পাওয়ার আপের কোন বিকল্প নেই।আপনার টার্গেট ডলফিনে পৌছানোর জন্য এভাবেই নিয়মিত পাওয়ার আপ করে যান।
আসলে পাওয়ার আপ হচ্ছে ভবিষ্যতের সেভিংস।
আমরা পাওয়ার আপনাকে ভালোবাসি। আপনি আবারো পাওয়ার আপ করার মাধ্যমে এগিয়ে যাবার চেষ্টা করছেন। আশা করছি আপনি খুব তাড়াতাড়ি ৫০০০ এসপির মাইলফলক স্পর্শ করবেন। প্রতিনিয়ত আপনার পাওয়ার আপগুলো জারি রাখুন। ইনশাল্লাহ ভালো কিছু হবে।
হুম ভাই আমরা সবাই পাওয়ার আপ ভালোবাসি।
আশা করি আপনি সিজন- ৩ তে যতটুকু পিছিয়েছেন সিজন-৪ এ ধারাবাহিকতা ধরে রেখে আপনি তার চেয়েও আগে এগিয়ে যাবেন। তবে এর জন্য আপনাকে আপনার ধারাবাহিকতা কে ধরে রাখতে হবে। যা আপনি ইদানিং করে যাচেছন। এভাবেই এগিয়ে যান ভাইয়া। শুভ কামনা রইল আপনার জন্য।
জ্বি আপু দোয়া রাখবেন যেনো সে ক্ষতি আমি পুষিয়ে উঠতে পারি।
পাওয়ার বৃদ্ধির ধারাবাহিকতা ধরে রেখে এ সপ্তাহে ১০ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছেন। যদি প্রতি সপ্তাহে এরকম ধারাবাহিক পাওয়ার বৃদ্ধি করতে থাকেন তাহলে অবশ্যই ডলফিনে পৌঁছে দিতে পারবেন ইনশাল্লাহ।
ইন শা আল্লাহ । শিগ্রই ডলফিন এ পৌঁছাতে চাই আমি।
পাওয়ার বৃদ্ধি মানে নিজের সক্ষমতাকে বৃদ্ধি করা। যত বেশি পাওয়ার বৃদ্ধি তত বেশি ক্ষমতা অর্জন। পাওয়ার বৃদ্ধি করতে আমি অনেক ভালবাসি। চেষ্টা করি প্রতি সপ্তাহে একটা হলে পাওয়ার বৃদ্ধি পোস্ট দেওয়ার জন্য। এভাবে আপনি প্রতিনিয়ত পাওয়ার বৃদ্ধি করতে থাকলে আপনার লক্ষ্যে পৌঁছাতে বেশি সময় লাগবে না আশা করি। আপনার জন্য শুভকামনা রইল।
সক্ষমতা অর্জন করতে নিয়মিত পাওয়ার আপ করার চেষ্টা করি। জানিনা কতোটা সফল হবো।