বৃত্তের ভিতর একটি রোমান্টিক দৃশ্য অঙ্কন || ডিজিটাল আর্ট #30
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। তো আজ আপনাদের সাথে শেয়ার আমার তৈরি আরো একটি ডিজিটাল আর্ট আশা করি সাথেই থাকবেন। তো আমার আজকের আর্ট এর কনসেপ্ট এসেছে @rimon03 ভাই এর একটি ছবি থেকে। চাইলে তার পোস্ট টি এখানে ক্লিক করে দেখতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি।
ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-
- কম্পিউটার
- Adobe Photoshop CS6
- ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। (এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)
প্রথমে আমি ফটোশপ এপ্লিকেশনটি চালু করে নিউ মেনুতে যেয়ে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করি। সাইজ রাখি 2000X2000 পিক্সেল।
এবার নতুন একটি লেয়ার তৈরি করে সেটার উপর পেইন্ট বাকেট টুল দিয়ে একটি সলিড রঙ দিয়ে ভরাট করি। যদিও পরে আমি এটাকে পরিবর্তন করে দিবো।
এবার আমি এলিপ্স টুল ব্যবহার করে ১৬০০*১৬০০ পিক্সেল সাইজ এর একটি বৃত্ত আঁকি। যার আউট লাইন থাকে ৬.৩৫ পিক্সেল। তারপর এটিকে পেজ এর মাঝে বসাই।
এবার নতুন একটি লেয়ার খুলে তার উপর মারকিউ টুল ব্যবহার করে ব্রিজ এর মতন শেপ বানাই।
এবার পেন টুল ব্যবহার করে প্রথমে আমি বৃত্ত্যের বাইরে ব্রিজ এর অতিরিক্ত অংশ গুলো সিলেক্ট করি। তারপর সেগুলো মুছে দেই।
এবার আমি নতুন একটি লেয়ার খুলে সেটায় কাস্টম ব্রাশ টুল ব্যবহার করে দুইটি নারিকেল গাছ এঁকে দেই।
এবার আমি একই ভাবে বৃত্তের মাঝে ব্রিজ এর উপর একটি কাপল ডুডল এঁকে দেই কাস্টম ব্রাশ টুল দিয়ে।
এবার আমি কাপল ডুডল এর উপর একটি তীর গাথা লাভ এঁকে দেই।
এবার প্রথমে আমি পেন টুল ব্যবহার করে বৃত্তের বাইরে গাছের অতিরিক্ত অংশ গুলো মুছে দেই। তারপর বৃত্তের মাঝে হলুদ রঙ দিয়ে ভরাট করি। আর বাইরের অংশ একটু কমলা হলুদ রঙ এর করি।
এবার আমার নাম যুক্ত করে ড্রইং শেষ করি।
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
খুব চমৎকার করে বৃত্তের ভেতর রোমান্টিক দৃশ্যের ডিজিটাল আর্ট করেছেন। ডিজিটাল আর্ট টি দেখে আমার খুব ভালো লাগলো। ডিজিটাল আর্ট গুলোর কালার কম্বিনেশন খুব সুন্দর ফুটে উঠে সে কারণে আমার অনেক ভালো লাগে। আপনি অনেক চমৎকার করে আর্টের প্রত্যেকটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ডিজিটাল আর্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাই
বৃত্তের মধ্যে দুটি গাছ এবং একটি রোমান্টিক দৃশ্য সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন আমার কাছে বেশ ভালো লেগেছে বিশেষ করে কালার কম্বিনেশন ধন্যবাদ আপনাকে সুন্দর একটি দৃশ্য আমাদের মাঝে তুলে ধরার জন্য
অনেক অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
ওয়াও ভাইয়া বৃত্তের ভেতর একটি রোমান্টিক দৃশ্য আপনি চিত্র অঙ্কন করেছেন। দেখতে অনেক চমৎকার লাগছে। আপনি পুরো চিত্রটি নিখুঁত ভাবে আমাদের মাঝে সম্পন্ন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
বৃত্তের ভিতর একটি রোমান্টিক দৃশ্য অঙ্কন সত্যিই অসাধারণ হয়েছে।
ভালো লাগলো দেখে 🤗
আপনার অংকনের প্রচেষ্টা বরাবরই সুন্দর।
খুব ভালো, এগিয়ে যান ✨
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
বৃত্তের ভিতর রোমান্টিক দৃশ্যের ডিজিটাল পেইন্টিং টি অসাধারণ হয়েছে। আপনার পেইন্টিংটি আমার কাছে বেশ ভালো লেগেছে ।ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা বুঝতে সুবিধা হয়েছে ।শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য
ভাইয়া, অসাধারণ সুন্দর লাগছে আপনার এই বৃত্তের ভিতর রোমান্টিক দৃশ্য ডিজিটাল আর্ট। কালো ও হলুদ কালার কম্বিনেশন এ চমৎকার একটি রোমান্টিক দৃশ্যের ডিজিটাল আর্ট তৈরি করেছেন। যা দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর এই সুন্দর ডিজিটাল আর্ট শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে অঙ্কন করা যায় তার প্রতিটি ধাপ অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।
গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাই
বৃত্তের ভেতরে আপনি অনেক রোমান্টিক একটি দৃশ্য অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই অঙ্কিত রোমান্টিক দৃশ্যটি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে এরকম রোমান্টিক দৃশ্য শেয়ার করেছেন যেটা দেখে নিজের কাছে অনেক বেশি ভালো লাগলো। এত সুন্দর একটি রোমান্টিক দৃশ্য অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। শুভেচ্ছা রইলো।
বৃত্তের ভেতরে খুবই সুন্দরভাবে একটি রোমান্টিক দৃশ্যের চিত্র অঙ্কন করেছেন ভাইয়া। আপনার অঙ্কন করা বৃত্তের মধ্যকার এই চিত্রটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটা চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
ভাই এ যাবৎ আপনি ৩০ টা ডিজিটাল আর্ট সম্পন্ন করেছেন বিষয়টা আমায় অবাক করেছে।আমি এই আর্ট তেমন একটা পারি না।আপু আপনার ডিজিটাল আর্টটা শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করে সম্পন্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।শুভকামনা রইলো আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য
ভাইয়া চমৎকার একটি ডিজিটাল আর্ট করেছেন তো আপনি! ডিজিটাল আর্ট আমার খুবই ভালো লাগে। আপনি আজকে বৃত্তের মধ্যে খুব সুন্দর একটি কার্টুন এর আর্ট সম্পন্ন করেছেন এবং সম্পূর্ণ ধাপগুলো আমাদের মাঝে খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর একটি চিত্রাংকন আজকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।