সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। কি খবর সবার। ঈদ শেষে এই শহড়টা যেনো কর্ম ব্যস্ততায় মেতে উঠেছে আবার। মাঝে মাঝে মনে হয়। ঈদের ছুটি যদি ১ মাস ধরে দিতো। তাহলে কতই না ভালো হতো। স্পেশালি আমার জন্য। সারাদিন শুধু ঘুমাতাম। অনেক দিনের ঘুম জমা যা এবার ঈদের ছুটিতে পার করতে পারিনি আমি। সে যাই হোক। আবারো একটি ডিজিটাল আর্ট নিয়ে হাজির হলাম। এখন কার আর্ট গুলোর কনসেপ্ট নেই আমারই করা আগের কোনোনা কোনো আর্ট থেকে। তাই ক্রেডিট ও আমার। হেহেহে। মজা করলাম। তো চলুন আমার আর্ট এ চলে যাই ।
আমার তৈরি আর্ট
ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-
- কম্পিউটার
- Adobe Photoshop CC 2019
- ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)
প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ২০০০X১১২৪ পিক্সেল।
প্রথমেই আমি নতুন একটি লেয়ার খুলে নেই।
এবার আমি লেসো টুল ব্যবহার করে নিচের দিকে দুই পাশের পাড় তৈরি করি। নিচের দিকের সাদা অংশটুকু হবে পানি।
যেহেতু সন্ধ্যার আবহাওয়া হবে সেহেতু পানি একটু গ্রাডিয়েন্ট রঙ করলাম আবছা লাল কালোর মতন রঙ।
এবার আমি নতুন একটি লেয়ার খুলে সে লেয়ার এ লেসো টুল এর মাধ্যমে একটি বড় পাহাড় এঁকে দেই।
এবার বড় পাহাড় এর দুই পাশে আরো দুইটি ছোট পাহাড় এঁকে দেই।
এই ধাপে পুরো ছবির ব্যাকগ্রাউন্ড এ গ্র্যাডিয়েন্ট লেয়ার যুক্ত করি।
এবার ছবির সৌন্দর্য বৃদ্ধির জন্য আকাশে এলিপ্টিক্যাল মারকিউ টুল এর মাধ্যমে একটি অস্ত যাওয়া সূর্য এঁকে দেই।
এবার সূর্য মামার গ্লো বৃদ্ধি করি।
আমার নাম যুক্ত করে ড্রইং শেষ করি।

আমার করা আর্ট।
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ডিজিটাল আর্ট সব সময়ই আমার কাছে খুব ভালো লাগে।আর তা যদি সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় তা ভালো না লেগে পারে।খুব শখ আমার এই আর্ট শেখার।আপনার পাহাড় আর সূর্য মামার আর্টটি খুব সুন্দর হয়েছে। আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।
আপনাদের যেমন ডিজিটাল আর্ট ভালো লাগে তেমনি আমারো ডিজিটাল আর্ট করতে অনেক ভালো লাগে।
ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন পাহাড় ও সূর্য মামার দৃশ্য অঙ্কন এর ডিজিটাল আর্ট। আপনার তৈরি ডিজিটাল আর্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে ভাই। সূর্যের কালার দেখতে বেশ দারুন লাগছে। ধন্যবাদ এত সুন্দর ভাবে তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।
আমার আর্ট দেখে আপনার ভালো লেগেছে যেনে খুশি হলাম অনেক ভাই।
ঠিকই বলেছেন ভাইয়া ঈদ পরবর্তী সময়ে মানুষের খুব কর্মব্যস্ততায় দেখা যাচ্ছে শহরটা কেমন যেন তাকালে মনে হয় ব্যস্ত।।
আমারও আপনার মত অনেক ঘুমের ব্যাক লোড রয়েছে ইচ্ছে করে মাঝে মাঝে অফিস বাদ দিয়ে বাসায় ঘুমিয়ে থাকি।।
অনেক সুন্দরভাবে ডিজিটাল চিত্রের মাধ্যমে সূর্যমামা এবং পাহাড়ের সুন্দর চিত্র ফুটিয়ে তুলেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।।
একদম ভাই। ছুটি শেষ হওয়ার পর সবাই অনেক ব্যস্ত হয়ে যায়।
ভাইয়া আপনি খুবই চমৎকার একটি ডিজিটাল আর্ট শেয়ার করেছেন আমাদের মাঝে। পাহাড়ের কোল ঘেঁষে থাকা সূর্য মামাকে দেখতে দারুণ সুন্দর লাগছে। পাহাড়ের এবং সূর্যের অসাধারণ সুন্দর ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হুম সন্ধ্যা বেলার এই সূর্য আসলেই অনেক ভালো লাগে। স্পেশালি এগুলো দেখতে জোশ লাগে।