সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। কি খবর সবার। ঈদ শেষে এই শহড়টা যেনো কর্ম ব্যস্ততায় মেতে উঠেছে আবার। মাঝে মাঝে মনে হয়। ঈদের ছুটি যদি ১ মাস ধরে দিতো। তাহলে কতই না ভালো হতো। স্পেশালি আমার জন্য। সারাদিন শুধু ঘুমাতাম। অনেক দিনের ঘুম জমা যা এবার ঈদের ছুটিতে পার করতে পারিনি আমি। সে যাই হোক। আবারো একটি ডিজিটাল আর্ট নিয়ে হাজির হলাম। এখন কার আর্ট গুলোর কনসেপ্ট নেই আমারই করা আগের কোনোনা কোনো আর্ট থেকে। তাই ক্রেডিট ও আমার। হেহেহে। মজা করলাম। তো চলুন আমার আর্ট এ চলে যাই ।
আমার তৈরি আর্ট
ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-
- কম্পিউটার
- Adobe Photoshop CC 2019
- ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)
প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ২০০০X১১২৪ পিক্সেল।
প্রথমেই আমি নতুন একটি লেয়ার খুলে নেই।
এবার আমি লেসো টুল ব্যবহার করে নিচের দিকে মাটির অংশ তৈরি করে নেই। তারপর এটিকে গাঢ় খয়েরী রঙ দিয়ে ভরাট করি।
এবার ব্রাশ টুল এর মাধ্যমে ঘাস যুক্ত করি। এতে করে নিচটা দেখতে সুন্দর দেখাবে।
এবার আমি নতুন একটি লেয়ার খুলে সে লেয়ার এ কাস্টম ব্রাশ টুল এর মধ্যমে তাল গাছ ও নারিকেল গাছ যুক্ত করি।
এবার এই ধাপে আমি গ্র্যাডিয়েন্ট থেকে ব্যাকগ্রাউন্ড এ গ্র্যাডিয়েন্ট রং যুক্ত করি।
এই ধাপে আমি ছবিতে একটি চাঁদ যুক্ত করি। যা ছবি কে অনেকটাই আকর্ষনীয় করে তুলে।
এবার ছবির সৌন্দর্য বৃদ্ধির জন্য আকাশে কাস্টম ব্রাশ টুল এর সাহায্যে অনেক গুলো সাদা মেঘ এঁকে দেই।
এবার ছবিতে সামান্য কালার কারেকশন করি। এতে করে একটু ভালো দেখতে লাগে।
আমার নাম যুক্ত করে ড্রইং শেষ করি।

আমার করা আর্ট।
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
দেখতে দেখতে ঈদের ছুটি শেষ হয়ে গেছে। তাই তো শহরটা আবার ব্যস্ত হয়ে পড়েছে। সেই চিরচেনা শহরে আবারো মানুষ ফিরতে শুরু করেছে। নাইটস্কেপ দৃশ্য অঙ্কন দারুন হয়েছে ভাইয়া। আপনি সবসময় নতুন কিছু নিয়ে হাজির হন। আপনার ডিজিটাল আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে।
জ্বি আপু। ঈদ এর ছুটির পর সব আগের মত হতে শুরু করে আবার।
আপনি খুব সুন্দর করে জিডিটাল আর্টের মাধ্যমে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য পেইন্টিং করেছেন। খুবই ভালো লাগলো দেখে।নাইটস্কেপ দৃশ্য বেশ দুর্দান্ত হয়েছে । এত অসাধারণ আর্টিস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ডিজিটাল আর্ট করতে আমার খুবই ভালো লাগে। সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর আর্ট আপনাদের মাঝে তুলে ধরতে।
সত্যি বলতে আপনার অংকনটি অসাধারণ হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে অংকন পদ্ধতি বর্ণনা করেছেন যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ডিজিটাল আর্ট গুলো দেখতে আমার খুবই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।
ধন্যবাদ ভাইয়া আমার আর্ট এর এতো সুন্দর প্রশংসা করার জন্য। আপনাদের সাপোর্টে অনেকদুর এগিয়ে যেতে চাই আমি।
ভাই, একমাস ছুটি পেতে হলে আপনাকে সরকারি কোন স্কুলের শিক্ষক হতে হবে, তাহলে হয়তো এই এক মাসের ছুটি পাওয়া সম্ভব। নতুবা অনেকদিনের জমানো ঘুম ঘুমোতেই পারবেন না। আমার অর্ধাঙ্গিনী সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক, তাই সে প্রায় এক মাসের মত ছুটি পেয়েছিল। তবুও যেন আমার কাছে ছুটি কম মনে হচ্ছিল। যাইহোক ভাই, আপনি তো খুবই চমৎকার ডিজিটাল আর্ট করেছেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
এটা একদম ঠিক বলেছেন। সরকারি চাকরী ছাড়া এই বড় ছুটি সম্ভব নয় কোনো ভাবেই।
ভাইয়া অসাধারণ সুন্দর একটি ডিজিটাল আর্ট করেছেন আপনি। আপনার এই ডিজিটাল আর্টে সাদা মেঘের উপর চাঁদের চিত্র অংকনটি দেখতে অসাধারণ সুন্দর লাগছে। অনেক সুন্দর একটি ডিজিটাল আর্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
চেষ্টা ছিলো আর্টটি সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার। আর আমি পেরেছিও মনে হয়।
প্রাইভেট যোন ছুটি পাওয়া মানে আকাশের চাদ হয়ে গিয়েছে। যাই হোক আপনি খুব সুন্দর একটি রাতের দৃশ্য ডিজিটাল আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি বরাবরই ডিজিটাল আর্ট খুব সুন্দরভাবে করে থাকেন। আকাশ মেঘ চাদ গাছ সব মিলিয়ে অসাধারণ লাগছে দেখতে। ধন্যবাদ ভাইয়া।
একদম ভাই। কোনো ভাবেই ছুটি দিতে চায়না। রাতের দৃশ্য আমার ভালো লাগে। তাই আর্ট এর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা।
কথায় বলে না, আনন্দের দিনগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই ঈদে ছুটি গুলোও খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেলো। ঈদের পর এখন সবাই নিজের কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়েছে। যাই হোক আপনার ডিজিটাল আর্ট গুলো বরাবরই ভালো লাগে। আকাশের কালার কম্বিনেশন এবং তার ওপর সাদা মেঘ সবমিলিয়ে খুব সুন্দর লাগছে দেখতে।
এটা একদম মিলে যায়। আসলেই আনন্দের দিন যেনো অনেক দ্রুতো শেষ হয়ে যায়।
জাস্ট অসাধারন হয়েছে ভাইয়া ডিজিটাল দৃশ্যটি । অনেক সুন্দর ভাবে আপনি পুরো দৃশ্যটি উপস্থাপন করেছেন। অনেকদিন পর সুন্দর একটি ডিজিটাল আর্ট দেখতে পেলাম। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
ডিজিটাল আর্ট খুব একটা করা হয়না এখন আর।
অফিস থেকে একটু ছুটি নিবেন আর ছুটি নেয়ার টপিক লিখবেন একটু মন মত ঘুমাবো হা হা হা।
দেখে মনে হচ্ছে একদম অমাবস্যার রাত।
অনেক বড় চাঁদ উঠেছে আর চাঁদের আলোয় পরিবেশটা একদম দিনের মত হয়ে গিয়েছে। খুবই সুন্দর লাগছে ভাইয়া শুভকামনা রইল আপনার জন্য।
এটা ভালো বুদ্ধি। তবে অফিস আমার এমন ছুটিই দিতে চায়না। কিছু বুদ্ধি দেন পারলে।