একাউন্টস অফিসার হিসেবে একদিন.........

in আমার বাংলা ব্লগ4 months ago

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



calculator-385506_1280.jpg

Image by Steve Buissinne from Pixabay

বাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। আজ মোটামুটি সকাল থেকেই অফিসে ব্যস্ত ছিলাম খুব। আমার অফিস এর একাউন্টস অফিসার এর গুটি বসন্ত হয়েছে তাই তিনি অফিসে আসছেন না কয়েকদিন ধরে। আর এই কয়দিন আমার ঘাড়ে এই দায়িত্ব পরেছে। এমনিতে আমি স্পেয়ার পার্টস ইনচার্জ। তবে এখন সাথে একাউন্টস অফিসার এর দায়িত্ব ও পালন করছি। আপাদত স্পেয়ার পার্টস চালাচ্ছে আমার দুই এসিস্ট্যান্ট। বিল এর অনেক ঝামেলা তাই আমাকে সারাদিন একাউন্টস এই কাটাতে হয়েছে।



keyboard-338510_1280.jpg

Image by Daniel Friesenecker from Pixabay


একাউন্টস এর কাজ আমি আগে থেকেই পারতাম। পারতাম বলতে শিখেছি। আগে মাঝে মাঝে একাউন্টস অফিসার দুপুরের খাবার খেতে গেলে আমি সময় দিতাম সেখানে। আর ধিরে ধিরে রিপোর্ট তৈরি করাও শিখে নিয়েছিলাম আমার আরেক কলিগ এর মাধ্যমে। কিছু দিন আগে আমাদের একাউন্টস অফিসার রাব্বি ভাই কন্যা সন্তানের জনক হয়েছিলেন। তখন ১ সপ্তাহ ছুটিতে ছিলেন। তখন আমি আর সার্ভিস সুপারভাইজর মুহিন ভাই মিলে একাউন্টস সামলিয়ে ছিলাম। তবে প্রথমদিন রিপোর্ট করতে উনি আমায় হেল্প করেছিলেন। বলতে গেলে উনিই পুরো রিপোর্ট তৈরি করেছিলেন। আমি শুধু বিল নিয়েছিলাম। তবে এরপর থেকে আমিই রিপোর্ট করেছি। কোনো সমস্যা হয়নি। তাই এবার রাব্বি ভাই অসুস্থ হওয়ার পর আর আমাকে বলা লাগেনি। আমি নিজে থেকেই একাউন্টস এ বসে গিয়েছিলাম। জানি আমার উপর ই এই মহা দায়িত্ব বর্তাবে। গতকাল ছিলো প্রথম দিন। আর আজ ছিলো দ্বিতীয় দিন। তো চলুন ২য় দিনের কিছু অনুভুতি শেয়ার করা যাক।

financial-4560047_1280.jpg

Image by Mohamed Hassan from Pixabay

আজ সকালে বাসা থেকে বের হতে একটূ দেড়ি হয়ে যায়। তাও বাইক যেহেতু আছে এখন আর টেনশন হয়না। মেইন রোডে যেয়েই দিলাম টান। ৭০-৮০ কি.মি. গতিতে ছুটে চলছিলাম। এম.ই.এস ফ্লাই ওভার পার করার পর দেখি সিগন্যাল এর জ্যাম লেগে গিয়েছে। একটু ভয় পেলাম যদিও। তবে সেটা অল্পতেই ছুটে যায়। তখন আমি টেনে চলে যাই। অফি শুরু হওয়ার ২০ মিনিট আগেই আমি হাজির। যাক অফিস খোলার পর আগে যেয়ে আমার স্পেয়ার পার্টস সেকশন খুলে ফেললাম । এরপর চলে গেলাম একাউন্টস এ। সেখানে যেতে যেতেই শুনি ইন্সপেকশন শিট লাগবে। সেগুলো প্রিন্ট করে দিলাম। এরপরের কাজ হলো অনলাইন বুকিং এর রিপোর্ট তৈরি করা। এসিআই মটরস এর ডিএমএস থেকে সে লিস্ট ডাউনলোড করে সুন্দর ভাবে সাজিয়ে প্রিন্ট করে বুঝিয়ে দিলাম। এবার অপেক্ষা বিল আসার। মাঝে ফোন নিয়ে একটু ফেসবুক ব্রাউজিং করলাম। এরপর থেকেই বিল আসা শুরু হলো। সারাদিন বিরতি দিয়ে দিয়ে একাউন্টস এ সময় কাটালাম।

data-3938447_1280.jpg

Image by Mohamed Hassan from Pixabay

একাউন্টস এ ঝামেলার কাজ একটাই সেটা হচ্ছে ভাংতি টাকার জোগার। কিছুক্ষন পর পরই ভাংতি শেষ হয়ে যায় আর আমার প্যারা খাইতে হয়। বেশি ভালো লাগে বিকাশ পেমেন্ট বা কার্ড পেমেন্ট হলে। কোনো ভাংতি টাকার ঝামেলা নাই। আজ শেষের দিকে বিলের ভালোই প্যারা হয়। বেশি ঝামেলা হয় একদম শেষে। সাধারানত আমাদের ক্লোজিং ৮ টায়। তবে একজন বিল দিতে দেড়ি করতেছিলো তাই ৮ টা ৩০ বেজে যায়। এরপর উনি বিল দেওয়ার পর আমি ক্যাশ মিলাই। ভাগ্য ভালো শর্ট ছিলোনা কোনো। যাক এরপর রিপোর্ট তৈরি করে বাসায় চলে আসি।


তো আজ এই পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেননা। ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে নতুন এক পোস্ট এ।



░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

break .png

Purple Yellow Black Neon SciFi YouTube Banner (800 × 260 px) (800 × 250 px).gif

break .png

আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।

break .png

Banner.png

break .png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 4 months ago 

সবশেষে রাত সাড়ে আটটার সময় ক্লোজ করার পরে ক্যাশ মিলিয়ে সব ঠিকঠাক হয়েছে যাই হোক প্রথম দিনের দায়িত্বটা একদম পারফেক্ট ভাবে পালন করতে পেরেছেন।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.11
JST 0.029
BTC 66255.12
ETH 3564.10
USDT 1.00
SBD 3.15