ব্যস্ততার চাপে পৃষ্ঠ আমি.........

in আমার বাংলা ব্লগ4 months ago

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



pedestrians-400811_1280.jpg

Image by Brian Merrill from Pixabay

বাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। দিন কাল কেমন যাচ্ছে আপনাদের? আমার খুব একটা ভালো যাচ্ছেনা। এর প্রধান কারণ হচ্চে প্রচুর রকম এর ব্যস্ততা। দিন দিন ব্যস্ততার চাপে যেনো শেষ হয়ে যাচ্ছি। আমার বেশি খারাপ লাগে আমার বাংলা ব্লগে প্রিয় মানুষদের থেকে দূরে সরে যাওয়ার জন্য। অনিচ্ছা সত্যেও দিন দিন যেনো এই দুরত্ব আরো বেড়ে যাচ্ছে। আমার করারই বা কি আছে। কোনো ভাবেই সময় মেলাতে পারছিনা আমি।



business-2846221_1280.jpg

Image by 6689062 from Pixabay


আমি চাকরীতে যুক্ত হওয়ার পর শুরুর দিকে খুব ভালোই সময় পেতাম। যার অনেকটাই আমি এবিবিতে কাটাতাম। আমার কাছে আমার বাংলা ব্লগ হচ্ছে একটা পরিবার। কতো মজার মজার স্মৃতি রয়েছে এখানে আমার। বিশেষ করে দাদার অবদান কখনই বলে শেষ করা যাবেনা। মিস করি সবাইকে। সত্যি আমার বাংলা ব্লগ এর সবাইকে খুবই মিস করি আমি। আসলে অফিস এর চাপ এরপর ভার্সিটির পড়াশুনা সব মিলিয়ে এক বিশ্রী অবস্থা আমার। দম ফেলানোর সুযোগ পাইনা। প্রতিদিন ভোর ৬ টায় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া গোসল করে বের হয়ে যাই ৭ টা ৩০ এর ভিতর। আর অফিস থেকে বাসায় ফিরতে ফিরতে বেজে যায় আবার রাত ১০ টা থেকে ১১ টা। তখন আর শরীরে শক্তি থাকেনা যে পিসি টা অন করে বসবো আর কিছু লিখবো। কারন খুব ক্লান্ত থাকে শরীর আর এর জন্য দ্রুতোই ঘুমিয়ে যাই। আবার তো সকাল থেকে নতুন করে ডিউটি। এইতো গেলো সপ্তাহে ৬ দিন ডিউটি। বৃহস্পতিবার আগে হ্যাং আউটে থাকতে পারতাম। কতো মজা হতো। কুইজ পর্ব থেকে গুগল ম্যান নাম ও পেয়েছিলাম। আর সে আমি এখন অনেক গুলো হ্যাং আউটেই নাই। থাকবো কিভাবে। অফিস করবো নাকি ক্লাস। সব কিছু কেমন গুলিয়ে গিয়েছে আমার কাছে। সময় সাথে যুদ্ধ করতে হচ্ছে রীতিমত।

startup-3267505_1280.jpg

Image by StartupStockPhotos from Pixabay

আসলে চাকরী সাথে পড়া শোনা দুইটা একসাথে করে অন্য কিছু করাটা আসলেও খুব কঠিন। আমি ঠিক মতন পড়াশোনা করার সময় ও পাচ্ছিনা। সেখানে এবিবির জন্য যে কিছু করবো তাও পারছিনা। আমাদের জীবনটা মনে হয় এমনই। সপ্তাহে ৬ দিন ডিউটির পর শুক্রবার একদিন যে বিশ্রাম নিবো সে সুযোগ আর হয়ে উঠেনা। কারণ সেদিন আবার থাকে ভার্সিটির ক্লাস। সেদিন তো আরো আগে ঘুম থেকে উঠতে হয়। কারণ নাইলে সকালের ক্লাস ধরতে পারবোনা। সকালের প্রথম ক্লাস থাকে ৭ টা ৩০ মিনিটে। ক্লাস শেষ করে বাসায় আসতে আসতে বিকেল হয়ে যায়। এবার বলুন বিশ্রামটা পাবো কিভাবে। দিন আমার এভাবেই কেটে যাচ্ছে। যদি কয়টা দিন বিশ্রাম পেতাম তাইলে হয়তো ব্যস্ততার এই এক ঘেয়েমি ব্যাপারটা কেটে যেতো। কিন্তু সে সুযোগ ও পাবোনা। যাক চলছে জীবন। এভাবেই চলে যাবে হয়তো। ভালো না থাকলেও ভালো আছি দেখাতে হয়। আসলে বাস্তবতা বড়ই কঠিন। তবে যাই হোক আমি সব কিছুর সাথে মানিয়ে নিতে পারি। আমার কাছে দায়িত্ববোধ আগে। কখনো এমনটা হয়নি যে অফিসের কাজে ফাঁকি দিয়েছি। এমনকি অসুস্থতার পরো অফিসের কাজ আমি ঠিক রেখেছি।

despaired-2261021_1280.jpg

Image by kirill_makes_pics from Pixabay

জানিনা এভাবে আর কয়দিন। চেষ্টা করছি এই চাপের মাঝেও ফ্রি সময় বের করার। পারবো হয়তো। আমি আবারো ফিরতে চাই আপনাদের মাঝে। সেই আপনাদের গুগল ম্যান হয়ে। দোয়া রাখবেন সবাই আমার জন্য। যেনো আপনাদের মাঝে আবারো আগে মতন একটিভ হতে পারি আমি।


তো আজ এই পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেননা। ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে নতুন এক পোস্ট এ।



░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

break .png

Purple Yellow Black Neon SciFi YouTube Banner (800 × 260 px) (800 × 250 px).gif

break .png

আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।

break .png

Banner.png

break .png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 4 months ago 

আসলে জীবনটা খুবই কঠিন । অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে পার করছেন। চাকরি তার পাশাপাশি লেখাপড়া আবার এখানে সময় দেওয়া যেটা খুবই কঠিন কাজ। এটা খারাপ লাগারই বিষয়। দোয়া করি যেন চাপ উক্ত হওয়ার ইচ্ছাটা পূরণ হয়। আমাদের মধ্যে আবার আপন শক্তিতে ফিরে আসুন। ভালোবাসার জায়গায় ফিরে পাওয়াটা সত্যিই অনেক আনন্দের হবে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

চাকরি জীবন মানেই নিজেকে ব্যস্ততার মাঝে হারিয়ে ফেলা। এখন আপনার সিডিউল ফাঁকাই থাকে না এজন্যই কুইজ পর্বে আমরা এই google man কে খুব মিস করি ভাই। যাইহোক দোয়া করি আপনি যেন নিজেকে গুছিয়ে নিয়ে আবার আমাদের মাঝে আগের মত সময় দিতে পারেন।

Posted using SteemPro Mobile

 4 months ago 

ভাই ব্যস্ততা আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে গেছে ৷ আপনার ব্যস্ততা শুনে আমি অবাগ ৷সেই ৬ টায় উঠে ১০টা পযন্ত অফিস ৷ যা হোক তবুও যে এই পরিবারের সাথে কাজ করছেন সেটা শুনে ভালো লাগলো ৷
আসলে আমার বাংলা ব্লগ মানেই একটা অন্য রকম মায়া কাজ করে ৷ তাই আমিও শত ব্যস্ততার মধ্যে ও এই পরিবারের সাথে আছি ৷
অসংখ্য ধন্যবাদ ভাই ৷ আপনার জন্য শুভকামনা রইল অবিরাম ৷

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.12
JST 0.027
BTC 64593.80
ETH 3405.02
USDT 1.00
SBD 2.32