অফিসে আমার ক্যাম্পেইন এর দিন গুলো.....
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
কি অবস্থা সবার। আশা করি আপনারা সবাই জোশ মুড এ আছেন। আমিও আছি চমৎকার। কাল বৃষ্টিতে আবহাওয়া ঠান্ডা থাকলেও আজকে মোটা মুটি ভালোই গরম পরতেছে। যাই হোক গরম তো সহ্যই হয়না আমার। একদমই ভালো লাগেনা। তো আজ আপনাদের শেয়ার করবো আমার অফিস এ পার করা ব্যস্ততার সময় নিয়ে কিছু কথা। আশা করি ভালোই লাগবে।
অফিস মানেই আমার জন্য ব্যস্ততার এক সময়। যেহেতু পুরো স্পেয়ার পার্টস এর দায়িত্বে আমি রয়েছি তাই একটু বেশি সময় দিতে হয় সব দিক থেকেই। প্রথমত পার্টস এর সাপ্লাই সঠিক ভাবে চলছে কিনা সেদিকে নজর দিতে হয়। আমার দুই এসিস্ট্যান্ট কে দেখতে হয় যে তারা তাদের দায়ীত্ব ঠিক ভাবে পালন করছে কিনা। এছাড়া ওয়ারেন্টির সাইড টা পুরোই আমার হ্যান্ডেল করতে হয়। এ জন্যই ইদানিং আমার উপর চাপটা একটু বেড়ে গিয়েছে। যাক মানিয়ে নিয়েছি। হয়তো অফিস এর দায়িত্ব এর জন্য আমার বাংলা ব্লগ এ আমার এক্টিভিটি অনেকটাই কমে গিয়েছে। সুপার একটিভ লিস্ট এ ও থাকতে পারছিনা। তবুও আমার দায়িত্বে ফাঁকি দেইনা। হয়তো আমার বাংলা ব্লগ এর মতন পরিবার না থাকলে হয়তো এতোদিনে স্টিমিট ও ছেড়ে দিতাম। আসলে শরীর কুলায়না কোনো ভাবেই। ঢাকা শহর জ্যাম এর শহর। আর এই জ্যাম এর জন্যই আমাকে সকালে অফিস শুরুর ২ ঘন্টা আগে রউনা দিতে হয়। আবার অফিস ছুটি হওয়ার পর ও ২ ঘন্টা লাগে বাসায় আসতে। এই জ্যাম যদি না থাকতো তাইলে হয়তো আমার যাওয়া আসা মিলিয়ে ১ ঘন্টা ৩০ মিনিট এর মতন লাগতো। যেখানে এখন লাগে ৪ ঘন্টা। যাক কি আর করা এর সাথেই মানিয়ে নিতে হবে। অপেক্ষায় আছি ঢাকার বাইরে কবে চাকরী পাবো। সোজা চলে যাবো আমি।
আমাদের সার্ভিস সেন্টারে একটি ক্যাম্পেইন চলতেছে। উক্ত ক্যাম্পেইন এর নাম হচ্ছে REVIVE YOUR RIDE, THRIVE ON THE ROAD । এই ক্যাম্পেইন এর আওতায় কিছু ফ্রি সার্ভিস দেওয়া হয় আমাদের ভ্যালুয়েবল কাষ্টমারদের। যার মধ্যে ১০ পয়েন্ট এর একটি চেক আপ রয়েছে। এ ছাড়াও সকল প্রকার স্পেয়ার পার্টস ও লুব অয়েল এর উপর থাকে ১০ শতাংশ ছাড়। এটা অনেক কাস্টমারই লুফে নেয়। ক্যাম্পেইন এর পুরো সময়টাতেই আমার উপর খুব প্যারা থাকে। প্রথমত স্পেয়ার পার্টস সব ধরনের যেনো পরিপূর্ণ থাকে তা দেখতে হয়। আর এ ছাড়া বিলিং এর সময় একটু হিসাব রেখে বিল করতে হয়। যদিও বিল হয় একাউন্টস এ । তবে আমার সেকশন থেকে কি পরিমান পার্টস বের হয় প্রতিদিন তার হিসাব ও রাখতে হয়। এক্ষেত্রে সর্বশেষে আমি একাউন্টস এর সাথে হিসাব মিলিয়ে নেই। এতে করে একটা সচ্ছতা থাকে এখানে। কিন্তু যেহেতু ছাড় চলছে। তাই ঝামেলাটা একটু বেশি। ডিসকাউন্ট দিয়ে হিসেব করাটা ঝামেলার। কারন অনেক সার্ভিস এই ছাড় পায়না। সেগুলোর জন্যই এই প্যাচটা লেগে যায় আরকি। তাই হিসেব মিলিয়ে আসতে আমার আরো বেশি সময় চলে যায়। দেখা যায় অফিস ছুটি হয় ৮ টায়। কিন্তু আমার হিসেব মিলিয়ে বের হতে হতে ৯ টা ৩০ এর মতন বেজে যায়। কিন্তু কিছু করার ও নাই।
আমাদের ক্যাম্পেইনটা অল্প কয়দিনের। আর আগামীকালই রয়েছে। এরপর শান্তি। অন্তত হিসেব করার ক্ষেত্রে। তখন একটু হাফ ছেড়ে বাচা যাবে। গতকাল ছিলো ক্যাম্পেইন এর ২য় দিন। রাতে স্যার বলেছিলেন এই নিয়ে সবাইকে পোস্ট করতে। আর এই ক্যাম্পেইন নিয়ে আমি এখনো একটা পোস্ট ও করিনি। তাই ভাবলাম স্যারকে একটু খুশি করাতে হলেও ছবি পোস্ট করা দরকার। তাই চলে গেলাম শুরুতেই ব্যানার গুলোর ছবি তুললাম। এরপর ভাবলাম আমি সহ একটা ছবি তুলে নেই। এরপর আমারো দুইটি ছবি তুললাম। দেখলাম ভালোই হয়েছে। সাথে সাথেই একটা ছবি ফেসবুক এর স্টোরিতে দিয়ে দিলাম। আজ সে ছবি গুলো দেখেই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এইতো এভাবেই চলে যাচ্ছে অফিস এর ক্যাম্পেইন এর দিন গুলো।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আসলে জীবন মানে ব্যস্ততা, জীবনে সফলতা অর্জন করতে গেলে কষ্ট করতে হবে অবশ্যই। বেশ বড় একটি দায়িত্ব পালন করছেন তবে আপনার কাছ থেকে পার্টস এর সঠিক দাম গুলো জানতে পারা যাবে যেহেতু আপনি পার্টস এর দায়িত্বে আছেন।
জ্বি ভাই। যে কোনো প্রয়োজনে নক দিবেন। যতটা পারি হেল্প করবো।