টার্গেট ডিসেম্বর সিজন-৪ || 10 steem power-up || ১৮ তম সপ্তাহের পাওয়ার আপ

in আমার বাংলা ব্লগ4 months ago

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



কিছু দিন আগে টার্গেট ডিসেম্বর সিজন-৪ এর ঘোষণা দেওয়া হয়। যদিও এ জন্য কোনো লক্ষ্য টার্গেট করে পোস্ট করিনি। তবে সিজন ৪ এ আমার লক্ষ্য হচ্ছে দ্রুতোতম সময়ে ৫০০০ এসপি অথবা ডলফিন এ পৌছানো। এই টার্গেট এ যদি আমি আগেই পৌছে যেতে পারি তাহলে আমি আমার লক্ষ্য আবার বৃদ্ধি করবো। সিজন ৩ এ যতটা পিছিয়ে গিয়েছি তা চেষ্টা করবো এই সিজন ৪ এ পুষিয়ে নিতে। আশা করি সবাই আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না। আজ টার্গেট ডিসেম্বর সিজন - ৪ এর আরো একটি পাওয়ার আপ করবো। আজ আমি ১০ স্টিম পাওয়ার আপ করবো।


Green and Black Refined Sports Football Event Banner (11).png

ক্যানভা প্রো দিয়ে বানানো।

images (17).jpeg



পাওয়ার আপ করার আগে আমার স্টিম পাওয়ার



image.png

পাওয়ার আপ করার আগে আমার টোটাল স্টিম পাওয়ার ছিলো 3,708.032 STEEM

images (17).jpeg



10 steem পাওয়ার আপ


image.png

এবার আমি 10 steem পাওয়ার আপ দিলাম।

images (17).jpeg



আমার বর্তমান মোট স্টিম পাওয়ার


image.png

আমার বর্তমান স্টিম পাওয়ার 3,718.032 STEEM।

images (17).jpeg


পরিসংখ্যান


পূর্বের এসপি3,708.032 STEEM
পাওয়ার আপ10 steem
বর্তমান এসপি3,718.032 STEEM


তো এই ছিলো আমার এই সপ্তাহ এর পাওয়ার আপ পোস্ট। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।


░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

break .png

Purple Yellow Black Neon SciFi YouTube Banner (800 × 260 px) (800 × 250 px).gif

break .png

আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।

break .png

Banner.png

break .png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 4 months ago 

পাওয়ার বৃদ্ধির সাথে সাথে চাই ধারাবাহিকতা ।ধারাবাহিকতা বজায় রাখতে পারলে অবশ্যই সফলতা আসবে।
আপনি প্রতিনিয়ত পাওয়ার বৃদ্ধির মাধ্যমে এগিয়ে যাচ্ছেন জানতে পেরে খুবই ভালো লাগলো শুভ হোক আপনার পাওয়ার বৃদ্ধি।

 3 months ago 

ঠিক বলেছেন।। ধারাবাহিক ভাবে পাওয়ার বৃদ্ধি করে গেলেই উন্নতি করা সম্ভব।

 4 months ago 

পাওয়ার আপ করা মানেই নিজের সক্ষমতা বৃদ্ধি করা। আপনি ১০ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে নিজের লক্ষ্য এর দিকে আরো একধাপ এগিয়ে গেলেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 3 months ago 

পাওয়ার আপ এর মাধ্যমে নিজের সক্ষমতা অনেক বৃদ্ধি পায়।

 4 months ago 

প্রতি সপ্তাহেই ছোট ছোট পাওয়ার বৃদ্ধির মাধ্যমে এগিয়ে যাচ্ছেন। পাওয়ার বৃদ্ধির ধারাবাহিকতা ধরে রেখে দশ স্টিম পাওয়ার বৃদ্ধি করে নিজের সক্ষমতা বৃদ্ধি করেছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

 3 months ago 

আসলে চেষ্টা করি ছোট ছোট পাওয়ার আপ এর মাধ্যমে এগিয়ে যেতে।

 4 months ago 

পাওয়ার আপের ধারাবাহিকতা বজায় রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যত বেশি পাওয়ার আপ তত বেশি ক্ষমতা বৃদ্ধি। আজ ১০ স্টিম পাওয়ার আপের মাধ্যমে নিজের ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি করে নিয়েছেন। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।।

 3 months ago 

ঠিক আপু। সক্ষমতা বৃদ্ধিতে পাওয়ার আপ এর ভুমিকা অনেক।

 4 months ago 

পাওয়ার আপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যদি এই প্লাটফর্মে স্থায়ীভাবে টিকে থাকতে হয় তাহলে পাওয়ার আপ করতে হবে। আপনি বেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন। ভীষণ ভালো লাগতেছে ভাইয়া। আপনার পোস্ট অনেকদিন পর দেখতেছি। আপনি যেন হাজারো সমস্যা কাটিয়ে আমাদের মাঝে আবারও ফিরতে পারেন।দোয়া করি।

 3 months ago 

ঠিক বলেছেন ভাই। আমাদের জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ।।

 4 months ago 

আপনি টার্গেট ডিসেম্বর সিজন ৪ উপলক্ষে আজকে ১০ স্টিম পাওয়ার আপ করছেন। আপনার ১০ স্টিম পাওয়ার আপ দেখে ভীষণ ভালো লাগলো। আমাদের সবার উচিত কিছু করে হলেও পাওয়ার আপ করার।ধন্যবাদ ভাই পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

আসলে টার্গেট রেখে এগোলে সহজে লক্ষ্যে পৌছানো সম্ভব।

 4 months ago 

৫ হাজার স্টিম পাওয়ার বৃদ্ধির লক্ষ্যমাত্রা সামনে রেখে আজকে আপনার দশ স্টিম পাওয়ার বৃদ্ধি করা দেখে আমার খুবই ভালো লেগেছে। আমি আশা করি আপনি এভাবেই নিয়মিত স্টিম পাওয়ার বৃদ্ধি করার মধ্য দিয়ে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবেন।

 3 months ago 

এই লক্ষ্যমাত্রা আরো অনেক বৃদ্ধি করতে চাই ভাই।

 4 months ago 

পাওয়ার আপ পোস্ট দেখলে আমার কাছে অন্যরকম ভালো লাগে। দীর্ঘ মেয়াদী কাজ করার জন্য ১০ স্টিম পাওয়ার আপ করেছেন। আপনার টার্গেট হচ্ছে পাঁচ হাজার এসপি পাওয়ার আপ পূর্ণ করা। তবে এই টার্গেট পূরণ করে আপনি সামনের দিকে আরো বেশি পাওয়ার আপ করতে পারবেন আমি আশা করি। এবং অতীতের পাওয়ার আপ কমতি তাও পূরণ করতে পারবেন।

 3 months ago 

আসলে পাওয়ার আপ অনেক ভালোবাসি আমি। পাওয়ার আপ করে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব।

 4 months ago 

আপনি ১০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ৩,৭১৮+ এসপি তে পৌঁছে গেলেন ভাই। আমাদের সবার উচিত নিয়মিত পাওয়ার আপ করা। আশা করি পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রেখে, আপনার কাঙ্খিত লক্ষ্য প্রথম ডলফিন সিজন-৪ এ অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

 3 months ago 

দোয়া রাখবেন ভাই যেনো নিয়মিত পাওয়ার আপ করে যেতে পারি।

 3 months ago 

অবশ্যই দোয়া রইল ভাই। নিয়মিত পাওয়ার আপ এর মাধ্যমে আমরা সবাই নিজেদের কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবো ইনশাআল্লাহ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.17
JST 0.032
BTC 63632.98
ETH 2727.39
USDT 1.00
SBD 2.58