গানের কভার || দিশেহারা তুই || Cover by @razuahmed

in আমার বাংলা ব্লগ2 years ago

হে লো আমার বাংলা ব্লগ বাসী। আমি রাজু আহমেদ বাংলাদেশ থেকে। আবারো হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে।



সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। কি অবস্থা সবার। মনে তো হচ্ছে সবাই গতকালের বৃষ্টিতে একটু স্বস্তিতেই আছেন। তবে কাল একটু বৃষ্টি হয়ে পরিবেশ ঠান্ডা হলেও আজ কিন্তু আবার একটু গরম পরতেছে। একটু কম তবে। গতকাল পোস্ট করতে পারিনি। কারণ আমার ভার্সিটিতে মিডটার্ম পরীক্ষা চলতেছে। ১ টা পরীক্ষা হলে পোস্ট করতে পারতাম। কিন্তু পরীক্ষা ১ দিনে দুইটা। তাই আর হয়ে উঠেনি। যাই হোক, তো আজ একটা পছন্দের গান নিয়ে আসলাম । আশা করি আপনাদের ও পছন্দ হবে। হয়তো খুব বেশি কেউ জানেন না এই গানটা নিয়ে।



দিশেহারা তুই

আজো একটি গান করার নতুন প্রচেস্টা। গান খুব ভালো একটা পারিনা। আজ যে গানটি গাবো সেটি হচ্ছে দিশে হারা তুই। এই গানটি আমার অনেক পছন্দের। আসলে গান গাওয়া একটু কঠিনই আমার জন্য। প্রথমত অফিস এর জন্য সুযোগ পাইনা। আর ২য় তো বাসায় সবাই থাকে। তখন গান গাইতে একটু অপ্রস্তুত লাগে। আপনি ভাবুন আপনি গান গাচ্ছেন আর পেছনে আপনার আম্মু আব্বু। আমার কাছে একটু লজ্জা লাগে আরকি। তবুও এক বুক সাহস নিয়ে গেয়ে ফেলি। তো আর কথা না বাড়িয়ে চলুন আমার গানে যাওয়া যাক -


Sun Yellow Chill Mix Music Youtube Thumbnail.png

ক্যানভা প্রো দিয়ে বানানো।

গানটির তথ্য
  • গানঃ দিশেহারা তুই।
  • গায়কঃ শুভ্রো।

আমার গান -






গানের লিরিক্স


তুই আর একটু
আনমনে থাক
উড়ে যাক তোর
কবিতা মাখা চুল

এ শহরের হাজারো
বোকা প্রেমিকেরা তোর
ভাল চায় বলে তাই
উপন্যাসের বন্যা দিয়ে

মিছিল করে যায়
আমি অলস তাই
পিছে পড়ে রই

দিশেহারা তুই আর
আমি মিলে দুই
আমার নীলাকাশ ছিড়ে
উড়ে গেলি তুই

আমার বোকা অভিমান
তাসে হেরে যাওয়া দান
তোর পুরনো কাগজে
আমি মাথা গুজে শুই

দীর্ঘ তেপান্তরে
বাঁধ ভেঙে যায়
কোনো এক আকাশ
শুধু তোকে পেতে চায়

তোর প্রেমে বুঁদ হয়ে
এতো আয়োজন
মন খারাপের রাতে
তোকে প্রয়োজন

তাই এতো আয়োজন
দিশেহারা তুই আর
আমি মিলে দুই
আমার নীলাকাশ ছিড়ে
উড়ে গেলি তুই
লিরিক্স সোর্স


তো এই ছিলো আজকের পোস্ট এ। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।


░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

break .png

Purple Yellow Black Neon SciFi YouTube Banner (800 × 260 px) (800 × 250 px).gif

break .png

আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।

break .png

Banner.png

break .png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

দিশেহারা তুই এই গানটা এর আগেও অনেকবার শোনা হয়েছে। আপনি নিজের খালি কন্ঠে অসাধারণ ভাবে গানটার কভার করেছেন দেখে খুব ভালো লাগলো। এরকম গানগুলো আমি অনেক বেশি পছন্দ করি শুনতে। আর যদি হয় খালি কন্ঠে তাহলে তো কোন কথা নেই। নিজের মতো করে খুব সুন্দর করে সম্পূর্ণটা কভার করলেন। পরবর্তীতেও আপনার গানগুলো শোনার জন্য অপেক্ষায় থাকলাম। আশা করছি পরবর্তীতেও এরকম গানগুলো শেয়ার করবেন।

 2 years ago 

এই গানটা আমার অনেক পছন্দের আপু। তাই গাওয়ার চেস্টা।

 2 years ago 

আসলে সবার সামনে গান গেয়ে রেকর্ড করে একটু কেমন লজ্জা লজ্জা লাগে।।
তারপরে আপনাকে অনেক সুন্দর ভাবে গানটি কাভার করেছেন গানটি অনেকদিন পরে শুনতে পেলাম খুবই ভালো লাগলো।।

 2 years ago 

একদম। কেমন যেনো লাগে।

 2 years ago 

ভাই এই প্রথম আপনার কন্ঠে কোন গান শুনলাম। আসলে গান নির্জন নিরালায় গান বলতেও ইচ্ছা করে গান গাইলে অনেক সুন্দর হয়ে থাকে। যদিও প্রথম প্রচেষ্টা তারপর অনেক ভালো গেয়েছেন। এভাবেই লেগে থাকেন সামনের দিন অবশ্যই আরো ভালো করতে পারবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আহা বলেন কি। আমি তো অনেকদিন ধরেই গান গাই। তবে অত বেশি না যদিও।

 2 years ago 

আসলে গান শিখে গান না গাইলে মানুষের সামনে গান গাইতে একটু লজ্জা লাগে। এজন্য হয়তো বাসায় লোকজনের সামনে গান গাইতে আপনার একটু অসুবিধা হয়। তাছাড়া সাহস করে গান গাওয়াটাই বড় বিষয়। আপনার পছন্দের খুব সুন্দর একটি গান পরিবেশন করেছেন। এই গানটি প্রথম শুনলাম। খুব ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

আসল গানটা শুনিয়েন আরো ভালো লাগবে।

 2 years ago 

ভাই আপনার গানটা বেশি চমৎকার, এই গান আজও আমি শুনিনি। কিন্তু গানটা শুনে আমার বেশ ভালো লেগেছে ধন্যবাদ ভাই এত সুন্দর একটি মধুর সুরে গান উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

হুম ভাই। এই গান সম্পর্কে খুব কম মানুষই জানে।

 2 years ago 

আপনি আমার খুবই পছন্দের একটি গান কভার করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আমরা ভাই ব্রাদার যখন একসাথে হই তখন এই গান সবাই মিলে একত্রে গাই। আপনার কন্ঠে শুনে খুবই ভালো লাগলো আসলেই এই গানটার মাঝে কি যেন আছে সকলেই খুবই পছন্দ করে। এত সুন্দর একটি গান কভার করে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

বাহ আপনারো পছন্দ৷ এক সাথে বন্ধুরা মিলে গাইলে আরো ভালো লাগে।

 2 years ago 

ভাইয়া আপনি খুব ব্যস্ততার মাঝে পরীক্ষার মধে গানটি আমাদের মাঝে শেয়ার করেছেন জেনে খুবই ভালো লাগলো। গানটি খুবই সুন্দর হয়েছে। আমাদের মাঝে গানটা শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনার পরীক্ষা ভালো হবে।

 2 years ago 

জ্বি আপু। পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে।

 2 years ago 

গানটি আমি এর আগে কখনো শুনিনি। কিন্তু আপনার কন্ঠে খুব ভালো লেগেছে। পুরো গানটি শুনেছি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে ভাইয়ার সুন্দর করে গানটা কভার আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

গানটা খুব একটা পরিচিত না। তাই অনেকেই শুনেনি।

 2 years ago 

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শুভর একটি গান নিজ কন্ঠে গেয়ে শুনিয়েছেন। আপনার কন্ঠ অনেক ভালো চাইলে আপনি আমাদের মাঝে আরো অনেক গান গাইতে পারেন। খুবই ভালো লেগেছে আপনার নতুন গান শোনার প্রত্যাশা রইলাম।

 2 years ago 

মাঝে মাঝে চেস্টা করবো ভাই। আসলে রেকর্ড করার সুযোগ হয় কম।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.033
BTC 116888.02
ETH 4510.84
SBD 0.86