স্টিমিট বিড বট এর প্রফিট ক্যালকুলেটর। বিড করার পর।
হেলো স্টিমিট এর সকল বন্ধুরা আপনাদের সুবিধার জন্য আমি আমার লাস্ট পোস্ট এর বাংলা টা দিচ্ছি এখানে। তো যাই হোক আমি আপনাদের সাথে একটি মজার টুল শেয়ার করব। যে টুল দিয়ে আপনারা বিড বট থেকে আপভোট নেওয়ার পর লাভ লস হিসাব করতে পারবেন। এটি আমি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে সামান্য কোডিং দিয়ে তৈরি করেছি। যদি আপনাদের কেউ পাইথন সম্পর্কে জেনে থাকেন তাহলে আমি আপনাদের জন্য কোড দিয়ে দিব।
তো প্রথমত আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপ এ পাইথন সফটওয়ার ইন্সটল করা থাকতে হবে যদি আমার টুল ব্যবহার করতে চান। আপনি সেটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেনঃ https://www.python.org/downloads/
পাইথন ইন্সটুল করার পর আমার টুল ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
টুল টি এমন দেখাবে। যদি আপনি পাইথন ইন্সটল করে থাকেন তাহলে এমনটা দেখতে পাবেন
এখন ডাবল ক্লিক করে চালু করেন। এমনটি দেখতে পাবেন। প্রথমে এটি আপনাকে জিজ্ঞাসা করবে "What amount you invested" যার মানে আপনি কত এসবিডি বিড বট রে পাঠিয়েছিলেন। ওই এমাউন্ট টা দেওয়ার পর ইন্টার কি তে চাপ দিবেন।
আমি আমার শেষ পোস্ট এ @minnowbooster রে ৯.৮৫ এসবিডি ইনভেস্ট করে ছিলাম। তাই আমি সেটা দিয়েছি। এখন এটা আপনাকে জিজ্ঞাসা করবে "What amount you got in the post?" যার মানে আপনি পোস্ট এ কত পেয়েছেন বিড বট ভোট দেওয়ার পর। সেই এমাউন্ট টা দিয়ে ইন্টার চাপুন।
এখন এটা আপনাকে স্টিম এর মেডিয়ান প্রাইস মানে স্টিম এর মধ্যমা দাম। এটি আপনি আমার দেওয়া লিঙ্ক থেকে দেখতে পারবেন যেটা টুল এ দোয়া আছে খেয়াল করে দেখেন। অথবা http://steemnow.com/ এখান থেকেও দেখতে পারেন।
উদাহরন
এটা steemnow থেকে।
এটা টুল এ দেওয়া আমার লিঙ্ক থেকে। এখন সেটি দিয়ে আবারো ইন্টার চাপুন।
এখন এটা আপনাকে সব দেখাই দিবে। আপনি কত এসবিডি পাবেন। কত স্টিম পাবেন। আর কত লাভ হবে অথবা লস হবে। যদি + দিয়ে সংখ্যা আসে তাহলে লাভ আর যদি - দিয়ে সংখ্যা আসে তাহলে লস হয়েছে।
ব্যবহারকৃত কোড
a=float(input("What amount you invested????:"))
b=float(input("What amount you got in the post????:"))
print("To see the madian price of steem visit: https://evildido.github.io/ShowMeMySteemReward/index.html")
c=float(input("What is the madian price of steem????:"))
d= (25/100)*b
e= (b-d)/2
f= e/c
profit= (e+f)-a
print("You will get amount of sbd:",e)
print("You will get amount of steem:",f)
print("Your profit or loss is:",profit)
print(" Note: If (-) then you will get loss & if (+) you will get profit")
g=input("Type end")
print("End:",g)
Your post has been selected to be presented in "Steemit Bangladesh curation competition episode # 10" . If you are from Bangladesh and would like to present the article in voice hangout during the competition, Please join the hangout on discordapp
Steemit Bangladesh curation competition episode # 10
Time : 10 PM BDT
Date: 27/07/2018 (Friday).