"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20240326_111538.jpg

আজকে আমি আপনাদের মাঝে আমার লেখা আরো কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম। আসলে গতকাল রাতে আমি একা একা বসে কিছু অনু কবিতা লিখে রেখেছিলাম। আর এই অনু কবিতাগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। আর মনের অনুভূতি দিয়েই লেখা আমার এই অনু কবিতাগুলো। আসলে আমরা সমাজে বেঁচে আছি, সমাজের মাঝে কতদি বেঁচে থাকবো কেউ জানি না কিন্তু ভালো কোন কাজ কিংবা মানব সেবা মাধ্যমে যদি আমরা নিজেকে প্রতিষ্ঠা করতে পারি। তাহলে আমরা সারা জীবন মানুষের মাঝে বেঁচে থাকব ভালোবাসা নিয়ে। সেই লক্ষ্য নিয়ে আমরা যেন এগিয়ে যাব। এই অনুভূতি নিয়ে লেখা আমার আজকের এই অনু কবিতা গুলো। তো বন্ধুরা চলুন আমার কবিতাগুলো করা শুরু করা যাক।


একগুচ্ছ অনু কবিতা

মোঃরায়হান রেজা

অনু কবিতা-১


পথহারা পথিক হয়ে,
হেঁটে যাচ্ছি আমি নীরবে একা।
পাবো কি আমি সুপথের দেখা।
খুঁজে পাচ্ছি না তো,
সেই সোনালী দিনের কথা।

আজও ভাবতে ভাবতে আমি,
হেঁটে যাই নীরবতার সাথে।
খুঁজে কি পাবো আমি,
সোনালী সেই অতীতটাকে।

অনু কবিতা-২


সুন্দর এই পৃথিবীর মায়া,
দেখি আমি দুচোখ ভরে।
দুচোখ বন্ধ করলে পৃথিবীর এই সৌন্দর্য,
দেখতে পায় না আমি যে কোন ভাবে,

তাইতো অন্ধদের দিকে তাকালেই,
দুচোখ বেয়ে আমার অশ্রু ঝরে।
তাদের কত কষ্ট, দেখতে পায় না তারা,
এই মায়াভরা পৃথিবীর সৌন্দর্য।

অনু কবিতা-৩


সমাজটাকে বদলাতে হবে,
নিজের মত করে।
হাসবো খেলবো থাকব মোরা,
একই দল বেঁধে।

হাসি, কান্নার মাঝে মোরা,
শান্তি খুঁজে পাব।
সকলেই মিলেমিশে চলবো মোরা,
শান্তি বয়ে নিয়ে যে তাই আসবো।

অনু কবিতা-৪


মানবের মাঝে বেঁচে আছি আমি,
নিজের মতো করে।
মানবের মাঝে থাকতে চাই আমি,
সারা জীবন ধরে।

ভালোবেসে সকলেই আমায়,
ডাকবে তাদের বিপদে।
এগিয়ে যাব আমি মানব সেবাই।
ভালোবেসে তাদের হৃদয়ে।

fox-ga73d03b37_1920.png

source

অনু কবিতাগুলো মনের আবেগ এবং ভালোবাসা আর অনুভূতি দিয়েই লেখা হয়ে থাকে। আর ছন্দে মিলিয়ে লেখার চেষ্টা করি। যার কারণে এই কবিতাগুলো আমার কাছে লিখতে অনেক বেশি ভালো লাগে, আর এই কবিতাগুলো পড়তেও আমার ভালো লাগে। তাই আজকে আপনাদের মাঝে আমার মনের অনুভূতি থেকেই এই চারটি অণু কবিতা লিখে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কবিতা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইলো💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 months ago 

GridArt_20250129_234252032.jpg

 2 months ago 

আপনার লেখা এক গুচ্ছ অনু কবিতা গুলো অনেক সুন্দর হয়েছে। আর আমার কাছেও কবিতাগুলো পড়তে খুব ভালো লেগেছে। খুবই সুন্দর কিছু অনুভূতি নিয়ে লিখেছেন আপনি প্রতিটা অনু কবিতা। আপনি সব সময় খুব সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। আপনার লেখা এই কবিতাগুলোর প্রশংসা করতেই হচ্ছে।

 2 months ago 

অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখলেন আপনি। এ ধরনের ছোট ছোট অনুভূতি দিয়ে লেখা অনু কবিতাগুলো পড়তে দারুন হয়। আপনার লেখা চার নাম্বর কবিতাটি পড়ে খুবই ভালো লেগেছে। এছাড়া অন্যান্য কবিতাগুলো দারুন ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আপনি খুব সুন্দর করে কবিতা লিখেছেন। আপনার কবিতা লেখার মাঝে আমি ভালোলাগা খুঁজে পেলাম। এমন কবিতাগুলো সত্যিই মনকে আনন্দ প্রদান করতে। অন্যরকম এক ভালোলাগা আপনার কবিতার মধ্যে বিদ্যমান। চমৎকার লিখেছেন আপনি।

 2 months ago 

কবিতা লিখতে আমিও বেশ পছন্দ করি। কবিতার মাঝে নিজের মনের অনুভূতিগুলো সুন্দরভাবে উপস্থাপন করা যায়। আপনি ওর ঠিক সেভাবেই আপনার কবিতার মাঝে ভালো লাগার অনুভূতিগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এত সুন্দর ভাবে কবিতা লিখে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

ছন্দ মিলিয়ে চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। তবে আপনার অনু কবিতাগুলো খুব চমৎকার হয়েছে। অনু কবিতার মাঝে মনের ছোট ছোট অনুভূতি গুলো প্রকাশ করা যায়। ছন্দ মিলিয়ে অনু কবিতা লিখলে কবিতার ভাষা হয় অসাধারণ। ধন্যবাদ এত সুন্দর সুন্দর অনু কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.23
JST 0.031
BTC 82813.46
ETH 1835.16
USDT 1.00
SBD 0.72