ভিডিওগ্রাফি || হজ ক্যাম্পের ভিতরে সকল হাজীদের সাথে কাটানো মুহূর্তের ভিডিওগ্রাফি

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20250508_165910.jpg

আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওটি আমি করেছি ঢাকা শহরের হাজী ক্যাম্প থেকে। আসলে হজ করার উদ্দেশ্যে প্রতিবছর পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে পবিত্র মক্কা নগরীতে হাজার হাজার মুসলমানরা আসে পবিত্র হজ পালন করতে, আর ইসলামের এই পাঁচটি স্তম্ভের মধ্যে হজ অন্যতম। হজ প্রত্যেকটা মানুষের উপরে ফরজ নয়। যাদের আর্থিক অবস্থা ভালো এবং যাদের উপরে হজ করা ফরজ হয়েছে তারাই শুধু হজ করতে পারে। আর হজ জীবনে একবার ফরজ, আর যতবার করবে এটি নকল হবে। বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ হজ করার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আর আমার মা-বাবা দুজনই যাচ্ছে হজ করার উদ্দেশ্যে, মহান আল্লাহতালার মেহমান হিসেবে। আল্লাহতালা যেন কবুল করেন এই দোয়া আপনাদের কাছে। তাই মা-বাবাকে সাথে নিয়ে হজ ক্যাম্পের ভিতর এসেছিলাম। আর হাজার হাজার এই হাজীদের দেখে আমি ভিডিওগ্রাফি করেছি যে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম।


ভিডিওগ্রাফি👇


হজ ক্যাম্পের ভিতরে আমি প্রবেশ করেছিলাম সকাল ১১ টার দিকে। সেই ১১ টা থেকে রাত আটটা পর্যন্ত ক্যাম্পের ভিতরেই ছিলাম। নানান ব্যস্ততার মধ্যে দিয়ে তবে সকল হাজীদের দেখে অনেক ভালো লাগতেছিল। তাদের সাথে নামাজ আদায় এবং তাদের সাথে কথা বললাম আসলে মহান আল্লাহতালা তাদেরকে কবুল করেছে তার মেহমান হিসেবে। এই সকল ব্যক্তিদের সাথে কথা বলতে অনেক বেশি ভালো লাগতেছিল। এবং হজ ক্যাম্পের ভিতর কোথায় গিয়ে রয়েছে সকল কিছু আমি দেখতেছিলাম। আসলে হজ ক্যাম্পের ভিতরে হাজীদের ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেয় না। তবে আমার পরিচিত বড় ভাই থাকার কারণে আমি প্রবেশ করেছিলাম। মা বাবার সাথে শেষ বিদায়ের মুহূর্ত পর্যন্ত ছিলাম।তাই আপনাদের মাঝে শেয়ার করার জন্যই ভিডিওটি করেছিলাম। আর এই ভিডিওটি শেয়ার করতে পেরে ভালো লাগছে।🙏🎥🙏

IMG_20250508_165752.jpg


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণভিডিওগ্রাফি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.29
JST 0.036
BTC 102204.93
ETH 3426.30
USDT 1.00
SBD 0.55