বর্ষাকালে বাবার সাথে মাছ ধরতে যাওয়ার স্মৃতিময় গল্প
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
বাবার সাথে আমাদের জীবনের হাজারো স্মৃতি জড়িয়ে রয়েছে। বাবার সাথে কাটানো মুহূর্তগুলো এখন মনে করতে পেরে খুবই ভালো লাগে। আসলে ছোটবেলার সেই দিনগুলো অনেক আনন্দের ছিল। বাবার কাঁধে করে ঘুরতে যাওয়ার অনুভূতি যেন প্রত্যেকেরই রয়েছে। তাই বাবার সাথে ঘটে যাওয়া একটি স্মৃতিময় গল্প আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। বিশেষ করে এই গল্পটি ছোটবেলার গল্প। স্মৃতির পাতায় থেকে এই গল্পটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি আনন্দিত। আসলে প্রত্যেকটা বাবাই তার সন্তানকে আগলে রাখে এবং জীবনের সকল কিছু দিয়ে সন্তানকে সুখী করে।এবং সেই তার জন্য কাজ করে যায়। বাবা যেন বটে ছায়ার মত আমাদের সবসময় পাহাড়া দিয়ে থাকে। তাই বাবারা প্রত্যেকটা সন্তানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর আজকে আমি বাবার সাথে একটি সৌন্দর্যময় গল্প শেয়ার করতে পেরে আনন্দিত। তো বন্ধুরা চলুন স্মৃতিময় এই গল্পটি পড়া শুরু করা যাক।
আমি তখন ক্লাস ফাইভে পড়ি, তখন বর্ষাকাল আর বর্ষার পানি সবেমাত্র আমাদের নদীতে প্রবেশ করেছে। এই সময় সকলেই মাছ মারতে যায়। গ্রামের সকলেই যেন মাছ ধরার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আমি স্কুল থেকে আসাম মাত্রই দেখতে পেলাম বাবা মাছ ধরার জান্য নদীর দিকে যাচ্ছে। আমি বাবার সাথে যেতে চাইলাম কিন্তু আম্মা আমাকে যেতে দিল না। কারণ আমি মাত্র স্কুল থেকে এসেছি, তাই আগে খাওয়া-দাওয়া। খাইতে বলল, খাবার পরে যেন বাবার সাথে যেতে বললো কিন্তু বাবা তো আমাকে রেখে চলে যাবে। তাই আমি কান্না শুরুকরে দিলাম। বাবা বলল ঠিক আছে তুমি খেয়ে নাও। তোমার খাওয়া হয়ে গেলে আমি তোমাকে নিয়ে মাছ ধরতে যাবো।তাই আমি খাওয়া-দাওয়া করতে লাগলাম। আমি তারাতাড়ি কারণে বাবা একটু খেয়ে নিলাম।তারপর মাছ ধরার থলিটি নিয়ে বাবার সাথে নদীর দিকে রওনা দিলাম।
মাছ ধরতে নদীর পাড়ে এসে দেখতে পেলাম অনেকেই মাছ ধরার জন্য এসেছে। অনেকেই বিভিন্নভাবে মাছ ধরছে। আসলে নদীর পানি বৃদ্ধি পেয়েছে বর্ষার পানি প্রবেশ করেছে। আর এই বর্ষার পানি প্রবেশ করলে তে অনেক মাছ ও নদীতে প্রবেশ করছে। এই সময় তাই সকলেই যেন মাছ ধরা নিয়ে ব্যস্ত হয়ে পরে। অনেক বড় বড় মাছ তারা ধরছে। সেই মুহূর্তগুলো দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগতেছিল এবং বাবা যখন নদীতে মাছ ধরার জন্য জাল ফেলছিল, আমি খুবই আনন্দের সাথে সেই জাল তোলার মুহূর্তগুলো উপভোগ করতে ছিলাম। আর দোয়া করতে ছিলাম আমাদের জালে জানে বেশি মাছ ধরে।
মাছ ধরার যে মুহূর্তগুলো অনেক আনন্দে ছিল, বাবা নদীতে জাল ফেলছিল এবং জাল তোলার পরে দেখতে পেলাম নদীর টেংরা পুঁটি থেকে শুরু করে বিভিন্ন জাতের মাছ ধরা পড়েছে। বাবা সেই মাছগুলো জাল থেকে ছাড়িয়ে মাছ ধরার থলে মধ্যে রাখতে বললো।সেই থলেটি আমার কাছে দিল বাবা মাছগুলো জাল থেকে ছাড়িয়ে দিতেছিলো আর আমি সেই থলের মধ্যে মাছ রাখতে ছিলাম।আমি মাছগুলো খুব যত্ন সহকারে ধরতেছিলাম,আমরা অনেক মাছ ধেছিলাম।তারপরে ভাবছিলাম যদি একটি বড় মাছ ধরা পড়ে তাহলে খুবই ভালো হবে, অনেকক্ষণ আমি সেদিন বাবার সাথে মাছ ধরলাম। সেই মুহূর্তগুলো আমার খুবই ভালো লাগতেছিল। তারপরে হঠাৎ করে দেখতে পেলাম বাবা বলল তুমি দোয়া করো যেন এই মাছটি আমি জাল থেকে তুলতে পারি।
আমি বাবাকে বললাম বাবা কোন মাছটি, বাবা বলল আমার জালে একটি বড় মাছ ধরা পড়েছে। আমি এটা বুঝতে পারছি। দোয়া করো এই মাছ যেন আমি জাল থেকে তুলতে পারি। বাবা আস্তে আস্তে সেই জাল তুলতে লাগলো। আমিও দোয়া পড়তেছিলাম। এমন সময় যখন বাবা জাল মাঠিতে উঠিয়ে নিয়ে আসলো, তখন দেখতে পেলাম দুটি বড় বড় বোয়াল মাছ আমাদের জালে ধরা পড়েছে। আর এই বোয়াল মাছ দুটি দেখে আমি আনন্দে চিৎকার করতে লাগলাম। বাবা বলল চিৎকার করো না। তারপরে এই বড় বড় বোয়াল মাছ দুটি যখনই জাল থেকে ছাড়িয়ে ব্যাগে রাখল। তখন আমি আর এই ব্যাগটি ধরে রাখতে পারলাম না। কারণ এত বড় বড় বোয়াল মাছ ছিল এবং অনেক শক্তিশালী মাছগুলো লাফালাফি করতে ছিল। আমাদের জালে এই বড় বোয়াল মাছ ধরা দেখতে পেয়ে আশেপাশের সকলেই যেন দৌড়ে চলে আসলো এবং দেখল যে এত বড় বড় বোয়াল মাছ আসলে এত বড় বোয়াল মাছ আজকে ধরা পড়বে সেটা আমি কখনোই কল্পনা করিনি। তাই বাবা বলল আজকে আর মাছ ধরবো না চলো এখনই বাড়ি যাই।ব্যাগ আমি নিতে পারলাম না।বাবার কাছে দিলাম, আসলে এত বড় বোয়াল মাছ ধরা পড়বে আমরা বুঝতে পারিনি।
https://twitter.com/rayhan111s/status/1719750652816228795?t=ZwMA_0MZGFiLzEyawdndag&s=19