সাইকেল চালানোর প্রতিযোগিতায় অংশগ্রহণ// পর্ব- ১

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম/🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আমাদের জীবনে অনেক স্মৃতিময় গল্প রয়েছে। আসলে ফেলে সেই দিনগুলো যেন এখন আমাদের স্মৃতি হয়ে মনে করে দেয় সেই দিনের কথা। স্কুল জীবনে অনেক স্মৃতিময় গল্প যেন আমাদের জীবনে রয়েছে।আসলে স্কুল জীবনের দিনগুলোর কথা মনে করতে পেরে আমার খুবই ভালো লাগে। আমার জীবনের শ্রেষ্ঠ সময় আমি পার করেছি স্কুল জীবনের পাঁচটি বছর। বিশেষ করে এই পাঁচটি বছর আমি বন্ধুদের সাথে হাজারো আনন্দময় মুহূর্ত উপভোগ করেছি। হাজারো গল্প রয়েছে বন্ধুদের সাথে।সেই দিনের কথা মনে করতে পেরে খুবই ভালো লাগে। মনে হয় যেন আবারো স্কুল জীবনে ফিরে যাই এবং বন্ধুদের সাথে সেই দিনগুলো উপভোগ করি। আসলে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে স্কুল জীবনের সেই দিনগুলো সবচাইতে বেশি ভালো এবং বেটার লাইফ ছিল। তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম স্মৃতিময় স্কুল জীবনের সাইকেল চালানোর প্রতিযোগিতার গল্প নিয়ে।


bicycle-384566_1280.jpg

source

আসলে স্কুল জীবনে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে প্রতিবছরই খেলাধুলার আয়োজন করা হয়। অনেকেই বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে। আমিও অনেক খেলা অংশগ্রহণ করেছি এবং অনেক খেলায় আমি বিজয় হয়েছি এবং প্রথম স্থান অর্জন করেছি। স্কুল জীবনে এই পুরস্কার নেওয়ার অনুভূতি ছিল অসাধারণ। কিন্তু আমি যখন ক্লাস এইটে উঠলাম, তখন আমাদের স্কুল থেকে ধীর গতিতে সাইকেল চালানোর প্রতিযোগিতার আয়োজন করা হলো। তার এই প্রতিযোগিতাটি হবে যারা সাইকেল চালাতে পারে এবং যাদের সাইকেল রয়েছে তাদের নিয়ে। তবে এই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করলাম। প্রথমে ভেবেছি অনেক রাস্তা যেতে হবে আর সবার আগে যেতে হবে। কিন্তু তারপরে স্যার বললো সবচাইতে পড়ে আসতে পারবে এবং ধীর গতিতে সাইকেল চালাতে পারবে সেই বিজয়ী হবে। বিষয়টি অনেকটাই ইন্টারেস্টিং মনে হলো। কারণ এর আগে আমি কখনোই দীর্ঘ গতিতে সাইকেল চালানোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করিনি।


এই ধীরগতিতে সাইকেল চালানোর কথা শুনে আমাদের ক্লাসের তিনজন অংশগ্রহণ করল, কারণ ওরা এর আগে অংশগ্রহণ করেছিল। তারপরে আমার কিছু বন্ধু অংশগ্রহণ করলো। আমার মতনই ওরা নতুন ছিল এবং নাইন ও টেনের বড় ভাইয়ের অংশগ্রহণ করলো এবং স্যার এসে বলল আজকে শুধু প্রস্তুতি হিসেবে প্রতিযোগিতায় আয়োজন করলাম। দেখব তোমরা কে কি রকম পারো ধীরে সাইকেল চালাতে।এই প্রতিযোগিতায় আয়োজন করল আমাদের স্কুল মাঠেই।আমি প্রথমে অংশগ্রহণ করতে চাইলাম না, কিন্তু স্যার বলল যে আজকে তো ফাইনাল খেলা না মআজকে প্রস্তুতি দেখা যাক কিরকম হয়। তাই আমিও অংশগ্রহণ করলাম এবং স্কুল মাঠে আসলাম। তবে আমার অনেকটাই ভালো লাগতেছিল কারণ এই প্রথম আমি অংশগ্রহণ করতে যাচ্ছি, এবং আমার বন্ধুগুলো বলরো সবচাইতে ধীরে চালাবি এবং আগে কিন্তু যাওয়া যাবে না। আগে গেলেই কিন্তু এই প্রতিযোগিতাটি থেকে বাদ পরবি।আর আগে পার হলে কিন্তু বিজয় হবে না। যে পরে আসবে সেই বিজয়ী, সত্যি অদ্ভুত ছিল এই প্রতিযোগিতাটি।


cyclist-4910488_1280.jpg

source

তারপর এই প্রস্তুতি প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করলাম। এবং প্রতিযোগিতা শুরু হয়ে গেল, আমি অনেক আস্তে আস্তে চেষ্টা করছিলাম সাইকেল চালিয়ে যেতে। তারপরেও আমি দেখতে পেলাম আমি এবং আমার বন্ধুরাই সবার আগে লাইনেও, আর বড় ভাইরা সবার পিছে রয়েছে এবং টেনের এক বড় ভাই দেখতে পেলাম সে সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আসলে এভাবে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা যায়। এই দৃশ্যটি আমি প্রথম দেখলাম খুবই অবাক হয়ে গেলাম। কারণ সাইকেল আগাচ্ছে না কিন্তু সাইকেল নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে।


তারপরে এই প্রস্তুতি ম্যাচে আমরাই যেন আগে পার হয়ে গেলাম। নাইন টেনের বড় ভাইরা পার হচ্ছে না এবং আমরা যখন পার হয়ে গেলাম দেখতে পেলাম বড় ভাইরা খুবই আস্তে আস্তে চালাচ্ছে। আর যে ভাই দাঁড়িয়েছিল সেই ভাই ফার্স্ট হলো। তখন ভাবলাম যে এই প্রতিযোগিতায় আসলে আমি পারবো না, এই বড় ভাই ফাস্ট হবে। তখন স্যার বলল যে চেষ্টা করলে সবই পারবে। এভাবে দাঁড়িয়ে থাকার একটা সিস্টেম রয়েছে। এটা তোমাকে শিখতে হবে, তখন আমি বন্ধুদের সাথে কথা বললাম যে আমাদের যেভাবেই হোক আমাদের ক্লাসের ভিতরে একজনকে ফাস্ট হতে হবে। হয়তো আমার বন্ধু না হলে আমি, যেভাবেই হোক এই সাইকেল চালানোর প্র্যাকটিস আমাদের করতেই হবে, প্রতিযোগিতার তখন তিন দিন বাকি ছিল, আর এই তিনদিন পর ফাইনাল হবে।


তারপরে বন্ধুদের সাথে কথা বলে আমি বাড়িতে আসলাম। বাড়িতে এসে দেখে আমার ছোট মামা এসেছে। ছোট মামাকে বললাম মামা আমাদের স্কুলে ধীরগতিতে সাইকেল চালানোর প্রতিযোগিতা দিয়েছে, তুমি কি এই সাইকেল চালাতে পারো। মামা বলল হ্যা আমি খুবই ভালো পারি এবং আমিও অনেকবার ফার্স্ট হয়েছি। যখন আমি স্কুল লাইফে ছিলাম। তখন বললাম তাহলে আমাকে শিখাতে হবে। আমাদের স্কুলে আয়োজন করেছে, আর আমাকেও ফার্স্ট হতে হবে। মামা বলল কোন সমস্যা নেই, তোকে আমি শিখাবো। কিভাবে দাঁড়িয়ে থাকতে হয়। তার জন্য ভালো একটা সাইকেল লাগবে, কিন্তু মামা বলল যে আমার বাড়িতে ভালো একটা সাইকেল রয়েছে। যেটা আমি কালকে নিয়ে আসব। সেই সাইকেলটা অনেক দামি ছিল। যার কারণে এই সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা আরো ভালো হবে।তাই মামা সেই সাইকেল নিয়ে আসলাম এবং মামা আমাকে শিখিয়ে দিচ্ছিল। তো বন্ধুরা পরবর্তী অংশ আপনাদের সাথে শেয়ার করব দ্বিতীয় পর্বের মাধ্যমে, আশা করছি সেই পর্ব পড়ার জন্য আপনারা সবাই অপেক্ষা করবেন। 🙏🤲🙏

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 4 months ago 

বাহ্! শৈশবের চমৎকার একটি স্মৃতি শেয়ার করেছেন ভাই। আসলেই স্কুল জীবনে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হতো। তবে আমি দ্রুত গতিতে সাইকেল চালানোর প্রতিযোগিতার নাম শুনেছি সবসময়। কিন্তু ধীরগতিতে সাইকেল চালানোর প্রতিযোগিতার কথা কখনোই শুনিনি। আসলেই বেশ অদ্ভুত একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল আপনাদের স্কুলে। যাইহোক প্রস্তুতি পর্বে তো আপনাদের সিনিয়র ভাই ফার্স্ট হয়েছিল। দেখা যাক মূল প্রতিযোগিতায় কে জিতে। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম ভাই।

 4 months ago 

খুব সুন্দর একটি স্মৃতি শেয়ার করেছেন আপনি। আসলে যখন বিভিন্ন জায়গায় সাইকেলের প্রতিযোগিতা দেখতাম তখন সেখানে কত জোরে সাইকেল চালানো যায় এরকম প্রতিযোগিতার কথা শুনেছি। তবে আপনাদের স্কুলের কত ধীরে সাইকেল চালানো যায় সেই প্রতিযোগিতার কথা শুনে খুব ভালো লাগলো৷ এই প্রতিযোগিতা কিছুদিন আগে আমাদের স্কুলেও সম্পন্ন হয়েছিল এবং অনেকেই সেই প্রতিযোগিতা গ্রহণ করেছিল৷ আমিও ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম৷ পরবর্তীতে কি হয় তা জানার আগ্রহে রইলাম৷

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57034.02
ETH 3084.35
USDT 1.00
SBD 2.41