আজকে আমি আপনাদের মাঝে ভালোবাসার একটি কবিতা নিয়ে হাজির হলাম। মনের অনুভূতি এবং কল্পনার অনুভূতি দিয়ে লেখা আমার এই কবিতাটি। আসলে ভালোবাসার এই কবিতা গুলো লিখতে অনেক বেশি ভালো লাগে। তাই তো সময় পেলেই কবিতা লিখতে ব্যস্ত হয়ে পড়ি। আজকে তাই আপনাদের মাঝে কবিতা লিখে শেয়ার করলাম। এই কবিতাটি আমি গতকাল বিকেলবেলা বৃষ্টির মধ্যে রুমে বসে লিখেছিলাম আর প্রিয় মানুষের কথা অনুভব করতেছিলাম। আশা করছি আমার লেখা এই কবিতাটি আপনাদের ভালো লাগবে।
মনের মাঝে একটি ঘর,
নীরব রাতে জ্বলে প্রহর।
ছায়া ঘেরা সেই নিবিড় কোণে,
হৃদয় বুনে যায় কথা বোনে।
দেয়ালে টাঙানো পুরোনো ছবি,
হাসিমুখে লুকিয়ে কান্না রবি।
চোখে পড়ে কুয়াশার চিহ্ন,
ভিতরে জমে থাকে ব্যথার ঋণ।
মনের মাঝে নদী বয়,
কখনো শান্ত, কখনো বন্য জয়।
জলের সুরে বাজে স্মৃতি,
যার প্রতিটি ঢেউ যেন অমৃতি।
নদীর ধারে বসে থাকে কেউ,
ভাঙা স্বপ্ন নিয়ে তার চোখের নৌ।
সে কি আমি? নাকি তুমি?
না কি হারিয়ে যাওয়া কোনো সুমি?
মনের মাঝে বনবিথী,
বাঁশির সুরে জেগে ওঠে পাখির গীতি।
ভোরের হাওয়ায় কান্নার ঘ্রাণ,
আধো আলোয় মিশে যায় প্রাণ।
ভালোবাসা ঘুমায় এক কোণে,
চুপচাপ বসে আছে কারো মনে।
নাম না জানা একটি চিঠি হাতে,
ভুল ঠিকানায় পাঠায় রাতের সাথে।
মনের মাঝে বসন্ত আসে,
কখনো কাঁদে, কখনো হাসে।
ফুটে ওঠে এক টুকরো রোদ,
মেঘলা চোখে ভাসে স্বপ্নের রৌদ।
তোমার নামটি লেখা থাকে,
পাতার খামে, হৃদয় ঢাকে।
তবুও বলা হয় না কিছুই,
শুধু অনুভবে বাজে আমার মনে।
মনের মাঝে যুদ্ধ চলে,
চাওয়া-পাওয়ার সীমানা ভোলে।
তবু শেষটায় রয়ে যায় শান্তি,
কারণ প্রেম কখনো নয় ভ্রান্তি।

source
আমার লেখা মনের মাঝে এই কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগছে। আসলে ভালোবাসার অনুভূতি দিয়ে লেখা এই কবিতাটি। তাইতো প্রিয় মানুষের কথা মনে হলেই যেন অনেক বেশি ভালো লাগে এবং তাকে নিয়ে স্বপ্নের রাজ্যে ভেসে বেড়াতে ইচ্ছা করে। সেই অনুভূতি নিয়ে লেখা কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি ভাল লাগবে। আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া রইলো।💗🙏💗।

আমার পরিচয়
আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
https://x.com/rayhan111s/status/1929167010123915379?t=fkrAd9gs4QPKGuNE69CI3Q&s=19
https://x.com/rayhan111s/status/1929562917977964623?t=BiNnRiafpt8BKwtu-qDwdA&s=19
https://x.com/rayhan111s/status/1929563369318527245?t=_-pTXRykIRhQHcVlpt4YdA&s=19
https://x.com/rayhan111s/status/1929563536847515973?t=QnB4plVof_4irtNZmel3aw&s=19
https://x.com/rayhan111s/status/1929563818855649702?t=7OS4Mvr9iYoCbGpTtZpdsA&s=19
https://x.com/rayhan111s/status/1929564130530427151?t=yXib0sr397W6j-vOM7-wHA&s=19
ভালোবাসার মানুষ সবসময় থাকে হৃদয়ের গভীরে। আর তাকে ঘিরেই কল্পনার জগত তৈরি হয়। অনেক চমৎকার কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।