নদীর পাড়ে সুন্দর কিছু মুহূর্ত ও ফটোগ্রাফি
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
যমুনা নদীর পাড়ে ভ্রমণ করার মুহূর্ত সত্যিই অসাধারণ, আর এই যমুনা নদীর পাড়ে ভ্রমণ করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি বড় ভাই ও ছোট মামাকে সাথে নিয়ে নদীর পাড়ে ভ্রমণ করেছিলাম। আসলে ছোটদের নিয়ে নদীর পাড়ে ভ্রমন করলে তারা অনেক খুশি হয়। আর এই নৌকা ভ্রমণের মুহূর্ত অনেক আনন্দের ছিল, কারণ ছোটরা নৌকায় করে ভ্রমন করতে চায়। আমি যখন যমুনা নদীর পারে আসলাম, তখন নদীর পাড়ের অপরূপ সৌন্দর্য দৃশ্য দেখে খুবই ভালো লাগলো। আর এই নদীর পারে সৌন্দর্যময় দৃশ্য গুলোর ফটোগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আশা করছি নদীর পাড়ে অপরূপ সৌন্দর্যময় প্রকৃতির দৃশ্যগুলোর ফটোগ্রাফি দেখে আপনাদের ভালো লাগবে।
যমুনা নদীর পারে অপরূপ সৌন্দর্যময় বিকেলবেলা বসে থাকার একটি সুন্দর ব্যবস্থা করেছে। নদীর পাড়ে এখানে আসলেই যেন মন ভালো হয়ে যায়। সকলেই এখানে এসে বসে থাকে, খুবই সুন্দর পার্কের মতো সবার ব্যবস্থা করেছে। যার কারণে যমুনা নদীর পাড়ে খোলা বাতাসের নিচে এভাবে বসে থাকতে খুবই ভালো লাগে। তাই প্রথমে আমি এখানে কিছুক্ষণ বসে থেকে নদীর দৃশ্য উপভোগ করলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
নদীর পাড়ের এই সুন্দরময় দৃশ্যের মাঝে দেখতে পেলাম নৌকা। আর এই নৌকা দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আসলে নদীর পাড়ে আসলেই নৌকা দেখতে পাওয়া যায়। আর নৌকায় করে ভ্রমণ করতে খুবই ভালো লাগে। তাই নৌকাটি দেখে আমার ছোট মামার দৌড়ে চলে আসলো। এই নৌকায় ওঠার জন্য, তাই ছোট মামাকে নৌকায় উঠিয়ে দিয়ে আমি ফটোগ্রাফি করতে লাগলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
ছোট বাচ্চাদের নিয়ে ভ্রমণ করতে আমার খুবই ভালো লাগে। বিকেলবেলা হলে আমি ওদের নিয়ে ভ্রমণ করি। আর এই ছোট মামাকে নিয়ে যখন আমি নদীর পাড়ে নৌকাতে উঠালাম। তখন ছোট মামার হাসি দেখতে পেয়ে আরো বেশি ভালো লাগলো। যখন নৌকায় উঠিয়ে দিলাম, সে যেন পাখির মত দুহাত বাড়িয়ে সৌন্দর্যময় এই প্রকৃতির দৃশ্য উপভোগ করতে ছিল। তার হাসিমাখা মুখ দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগলো।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
ভ্রমণের দিনে আমি আমার বড় ভাই কেউ সাথে নিয়েছিলাম। বড় ভাই অনেকদিন পরে নদীর পারে এসেছে। তাই যেন নদীর পাড়ে সুন্দর দৃশ্য দেখে মুগ্ধ। পানিতে না নেমে আর থাকতে পারছিলো না। সে যেন নদীতে নিয়ে পাও ভেজাবে।তাই নদীর পানিতে পাও ভেজানোর জন্য পানিতে নামল, আর এই নদীর পানিতে নেমে অনেক আনন্দিত হলো।তাই আমি বড় ভাইয়ের ফটোগ্রাফি করলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
নদীর পাড়ে এসে খুবই ভালো লাগতেছিল। আমি যেন এই নদীর পারে প্রকৃতির দৃশ্যগুলো ফটোগ্রাফি করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তাই বড় ভাই ও ছোট মামাকে সাথে নিয়ে আমি কিছু ফটোগ্রাফি করলাম। আর সেলফি উঠলাম, আসলে নদীর পারে এই সৌন্দর্যময় প্রকৃতির দৃশ্যগুলো উপভোগ করতে পেরে অনেক বেশি ভালো লেগেছেম বিশেষ করে নদীর পানির ঢেউ এর শব্দ যেন আমার আরো বেশি ভালো লাগলো।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi Note 6 Pro |
---|---|
ধরণ | ফটোগ্রাফি। |
ক্যামেরা.মডেল | Note 6 Pro |
ক্যাপচার | @rayhan111 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
এই ধরনের পরিবেশে সময় অতিবাহিত করতে পারলে খুবই ভালো লাগে। খুবই ভালো লাগলো আপনার ধারণা নদী পাড়ের এই ফটোগ্রাফি গুলো দেখে। আমাদের এলাকাতে নদী নেই তাই এই ধরনের পরিবেশের সৌন্দর্য উপভোগ করার সুযোগ পায় না।
প্রকৃতির মধ্যে নদীর পাড়ে ঘুরতে যাওয়ার মজাই অন্যরকম। নদীর পাড়ে খুব সুন্দর মুহুর্ত কাটিয়েছেন আপনার মামা এবং বড় ভাইকে নিয়ে। সাথে খুব সুন্দর ফটোগ্রাফিও শেয়ার করেছেন আমাদের মাঝে। ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে নদীর পাড়ে এত সুন্দর মুহূর্ত কাটানো এবং সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
প্রকৃতির সাথে নিজেকে সম্পৃক্ত করে রাখতে পারলে আসলেই ভালো লাগে। নদীর পাড়ে এরকম সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন
দেখে অনেক ভালো লাগলো । আপনার মামা ও বড় ভাইকে নিয়ে কিছু ফটোগ্রাফি করেছেন সেই ফটোগ্রাফি গুলো আসলেই অনেক সুন্দর ছিল।
ধন্যবাদ সুন্দর একটি অনুভূতি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
নদীর পাড়ের সুন্দর মুহূর্ত উপভোগ করতে সকলের অনেক বেশি ভালো লাগে। আপনি আপনার বড় ভাই এবং ছোট মামার সঙ্গে নদীর পাড়ে খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন দেখে খুবই ভালো লাগলো। সত্যি ছোটদের নিয়ে যদি নদী দেখতে যাওয়া যায় তারা অনেক বেশি খুশি হয় আর যমুনা নদী বরাবরই অনেক বেশি খরস্রোতা হয়ে থাকে। ফটোগ্রাফি গুলো দেখে আমার সবথেকে বেশি ভালো লেগেছে, শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
https://twitter.com/rayhan111s/status/1721228009691340831?t=TAo2kmefgWZ-4vk7TNKzFQ&s=19
ভাইয়া এমনি তো নদীর ঘাট বা নদী খুব ভালো লাগে। তার উপর আবার যদি সেখানে এত সুন্দর বসার জায়গা থাকে,পার্ক থাকে,নৌকা থাকে,পানিতে নামার মত জায়গা থাকে তাহলে তো আনন্দ আর ধরে রাখা যায় না। দারুন অনুভূতি ধন্যবাদ।