পাওয়ার আপ সিজন-৫// ১০ স্টিম পাওয়ার আপ করলাম 💪

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম/আদাব🤝


হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে আবারও আমার শক্তি বৃদ্ধি করতে পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম।আজকে আবারো পাওয়ার আপ করতে পেরে আমি খুবি আনন্দিত। কারণ সিজন -৫ এর মাধ্যমে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চায়।আমার টার্গেট 5X ডলফিন অর্জন করা ।তাই আমি পাওয়ার আপ করতে পেরে অনেক আনন্দিত। এভাবেই অল্প অল্প পাওয়ার আপ এর মাধ্যমে আমি আমার শক্তি অর্জন করে যাচ্ছি। আর স্টিমেট প্লাটফর্ম নিজের শক্তি বৃদ্ধি করা খুবই গুরুত্বপূর্ণ তাই আমি নিয়মিত পাওয়ার আপ করে যাচ্ছি।🙏🐬🙏


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xyaCjMNVzLiSH8eoMLU4VXU1b1TPA5dxdJ8HK5W1QxMKb3K55uBB4mYH6ryScgT9Bykh52tEEMXvRMW6ePBvf7spNKthk.jpeg

পাওয়ার আপ সিজন-৫ এর মাধ্যমে টার্গেট ডিসেম্বর এর লক্ষ্য নিয়ে আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে পাওয়ার আপ করে 5x ডলফিন হবো।নতুন এই টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছি। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটির এডমিন এবং মডারেটরদের অসংখ্য ধন্যবাদ।এই পাওয়ার আপ প্রতিয়োগীতার আয়োজন করার জন্য 🙏🐬🙏

টার্গেট ডিসেম্বর সিজন-৫ এর পাওয়ার আপ আমি যে ভাবে করেছি তা ধাপে ধাপে উপস্থাপন করছি।

ধাপ-১👇

IMG_20250112_181348.jpg

ধাপ-২👇

IMG_20250112_181432.jpg

ধাপ-৩👇

IMG_20250112_181532.jpg

পাওয়া আপ এর পরিমান
পাওয়ার আপ করার আগে আমার ওয়ালেটে স্টিম ছিল২০,৫২৬.৯৭৮স্টিম
আজকে পাওয়ার আপ করলাম১০স্টিম
পাওয়ার আপ করার পরে আমার ওয়ালেটে স্টিম হলো২০,৫৩৬.৯৭৯স্টিম


আজকে আবারও আমি টার্গেট ডিসেম্বর সিজন ৫ এর পাওয়ার আপ এর প্রতিযোগীতায় অংশগ্রহণ করলাম। পাওয়ার আপ এর মাধ্যমে আমি 5X ডলফিনের স্বপ্ন পূরণ করতে নিয়মিত পাওয়ার আপ পোস্ট করে যাবো ইনশাআল্লাহ। যার কারণে আমি আস্তে আস্তে স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি। সেই স্বপ্ন আজকে আমি পূরণ করতেই পাওয়ার আপ করলাম।তাই আমি 5x ডলফিন এর লক্ষণ নিয়ে এগিয়ে যাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন পাওয়ার আপ ধারাবাহিকতা বজায় রাখতে পারি।💖🐬💖

আমার পরিচয়


IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 months ago 

GridArt_20250113_002149774.jpg

 3 months ago 

আপনার একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করতে আপনি আজকে ১০ স্টিম পাওয়ার আপ করেছেন। আসলে স্টিমিটে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রাখেন আপনার জন্য শুভকামনা রইলো।

 3 months ago 

ভাইয়া আপনি সিজন ৫ এ 5X ডলফিন অর্জন করার টার্গেট নিয়েছেন জেনে খুশি হলাম। সেই টার্গেট পূরণ করতে আপনি আজ ১০ স্টিম পাওয়ার আপের মাধ্যমে আরও একধাপ এগিয়ে গিয়েছেন। নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধির জন্য পাওয়ার আপের বিকল্প আর কিছু নেই। যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা বৃদ্ধি। এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে আপনি খুব তাড়াতাড়ি আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 months ago 

আইডির সক্ষমতা অধিক পরিমাণ বৃদ্ধি করতে পাওয়ার এর কোন বিকল্প নেই। যত বেশি পাওয়ার বৃদ্ধি তত বেশি নিজের আইডির সক্ষমতা। তাই আমাদের এই চিন্তা ধারা মাথায় রেখে পাওয়ার বৃদ্ধি করতে হবে। আপনি ১০ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছেন মানে আপনার পাওয়ারের সাথে নতুন মাত্রা যুক্ত হয়ে গেল।

 3 months ago 

পাওয়ার আপ করা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আজকে আপনি দেখতেছি 10 স্টিম পাওয়ার আপ করেছেন। আর ক্ষুদ্র ক্ষুদ্র পাওয়ার আপ গুলো আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। তবে আমি মনে করি ধারাবাহিকভাবে পাওয়ার আপ করলে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে 5x ডলফিন নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করতে পারবেন। আর পাওয়ার আপ নিজে করা অন্যকে উৎসাহিত করা।

 3 months ago 

আপনার পাওয়ার আপ করা দেখে বেশ ভালো লাগলো। নতুন বছরে খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন আপনি পাওয়ার আপ করার মাধ্যমে। এভাবে পাওয়ার আপ করতে থাকলে প্রতিনিয়ত খুব সুন্দরভাবে আরো এগিয়ে যেতে পারবেন। আশা করি খুব দ্রুত আপনার টার্গেট পূরণ হবে।

 3 months ago 

বরাবরের মতোই আপনি আপনার ধারাবাহিকতা সবসময় বজায় রেখেছেন দেখে ভালো লাগলো,আশা করি এইবারও আপনার 5x টার্গেট পূরণ হয়ে যাবে শীঘ্রই।নিজের ক্ষমতা বৃদ্ধি করতে পাওয়ার আপের তুলনা হয় না।ধন্যবাদ ভাইয়া।

 3 months ago 

নিজের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পাওয়ার আপের বিকল্প নেই। ১০ সিস্টেম পাওয়ার আপ করার মাধ্যমে নিজের অবস্থানকে আরো এগিয়ে নিয়ে গেলেন। এভাবে প্রতিনিয়ত পাওয়ার আপ করলে আপনার লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 months ago 

আপনি অবশ্যই টার্গেট ডিসেম্বর ফাইভে ২৫ হাজার এসপি পূরণ করতে পারবেন ভাই। আজকে আপনি দশ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে খুব ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

New to Steemit?

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.031
BTC 85355.90
ETH 1598.58
USDT 1.00
SBD 0.87