ছোটবেলা আমাদের গ্রামের নদীতে বাবার সাথে অনেক বার আমি মাছ ধরতে গিয়েছিলাম। এই মাছ ধরার মুহূর্তগুলো সত্যি অনেক আনন্দের ছিল। আর ছোটবেলা থেকেই আমার মাছ ধরার প্রতি অন্য রকমের নেশা ছিল। এখনো যদি আমি সময় পাই তাহলে আমাদের এই নদীর পাড়ে গিয়ে আমি মাছ ধরে থাকি। আর বিকেল বেলা হলেই যেন নদীর পাড়ে অনেকেই মাছ ধরা দেখতে পাওয়া যায়। আসলে আগের মত আর এখন ওইভাবে মাছ ধরা হয় না। যার কারণে আগের দিনগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাই বাবার সাথে বড়শি দিয়ে মাছ ধরার স্মৃতিময় গল্প আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। আজকে সেই গল্পের শেষ পর্ব আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি শেষ পর্বটি জানতে পেরে আপনাদের ভালো লাগবে।
তো বাবার বন্ধুর বড়শিতে যখন বোয়াল মাছ ধরেছিল তখন সেই বড়শি বাবার বন্ধু তুলল এবং দেখতে পেল যে বড় একটি মাছ ধরেছে। আর এই মাছটি নিয়ে সে আনন্দের সাথে বাড়ির দিকে যাচ্ছিল। তখন আমার মন খারাপ হলো। আসলে এই মাছটি আমি নিতে চেয়েছিলাম মআসলে ছোটবেলা মাছ ধরা দেখতে পেয়ে অনেক বেশি ভালো লাগে। বড়মিতে মাছ আটকিয়ে থাকার পরে মারছে পানিতে নড়াচড়া করে, এই দৃশ্যটি অনেক আনন্দের। তাড়াতাড়ি বড়শি উঠিয়ে ফেলার ইচ্ছা জাগে। যার কারণে বাবার বন্ধু যখন মাছটি নিয়ে চলে গেল, আমিও অনেক গম্ভীর ভাবে বসে থাকলাম। বাবা বলল যে চিন্তা করো না ধৈর্য ধরো, আমাদের বড়শিতেও বোয়াল মাছ ধরা পড়বে, কিংবা আরো বড় বড় মাছ ধরা পড়বে।
কি আর করা বাবার কথা মতো আমি তখন চুপ করে বসে থাকলাম। আমাদের একটা ছোট নৌকা ছিল, সেই নৌকার উপরে আমি বসে ছিলাম এবং বাবা তখন বড়শি গুলো দেখতে ছিল, যে কোন বড়শির খাবার আছে আর কোন বড়শির খাবার ছুটে গেল, এভাবে দেখতে দেখতে অনেক সময় পার হয়ে গেল। তারপরেও যেন আমাদের বড়শিতে মাছ ধরতে ছিলো না। তারপরে আমি নৌকা থেকে নামলাম, নৌকা থেকে নেমে নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলাম। যাওয়ার পথে দেখতে পেলাম আমাদের একটি বড়শি নদীর কিনারায়, গাঁথা ছিলো সেটা নেই। নদীর মাঝখানে চলে গেছে, আমি বাবাকে বললাম ডেকে বললাম।বড়শির সিপসহ নদীর মাঝে চলে যাচ্ছে।
তখন এসে আমি বাবাকে বললাম, আমাদের বড়শির শিপসহ নদীর মধ্যে চলে যাচ্ছে। তখন বাবা নৌকা নিয়ে এগিয়ে আসলোস এগিয়ে এসে দেখতে পেল শিপসহ আসলেই চলে যাচ্ছিল। তখন বাবা বড়শির পিস ধরল তখন দেখতে পেল সিপে মাছ ধরেছে, তাই টেনে টেনে নিয়ে যাচ্ছে। বাবা বলল যে আর টেনশন করো না হয়তো মাছ ধরেছে। যার কারণে আমি বড়শির পিস ধরে থাকলাম এবং মাছ অনেকক্ষণ এই নদীর ভিতর চলতে লাগলো। এই মুহূর্তটা যে কত ভালো লেগেছে আমার বলে বুঝাতে পারবোনা। আসলে মাছকে আমরা একটু ঘুরিয়ে নিচ্ছিলাম। মাছ যে দিকে যাচ্ছিলো আমরা ওই দিকেই যাচ্ছিলাম। যার কারণে আমার খুবই ভালো লাগতেছিল। সিপে মাছ টেনে টেনে নিয়ে যাচ্ছিল। তার কিছুক্ষণ পরে সেই পিসসহ বড়শি আমরা আস্তে আস্তে নৌকার উপরে উঠালাম। উঠিয়ে দেখতে পেলাম বিশাল বড় একটি বোয়াল মাছ এই বড়শিতে ধরা পড়েছে।
https://x.com/rayhan111s/status/1848605046608650519?t=H_4fnNuAD1uQSuhRXHxwgg&s=19
আপনার মাছ ধরার গল্প পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া আপনার বাবা ঠিক বলেছেন ধৈর্য্যের ফল মিষ্টি হয় সব সময়। যাইহোক অবশেষে আপনার বাবার বন্ধুর চেয়ে বড় একটি বোয়াল মাছ পেয়েছেন জেনে অনেক ভালো লাগলো । ধন্যবাদ ভাই অনুভূতিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক ভালো লাগলো আপনাদের মাছ ধরার গল্প পড়ে। আসলে মাঝেমধ্যে পুকুরে খেয়াল করে দেখেছি বর্ষীতে মাছ খেতে গেলে মাছ পালাতে চেষ্টা করে তাই বরশি সাথে চলে যায়। যাই হোক নদীতে আপনাদের ঠিক তেমনটাই হয়েছে এরপর অনেক বড় একটা মাছ বেঁচে ছিল। জেনে খুবই ভালো লাগলো মাছ তো পেয়েছেন।
আপনার এই গল্পে শেষ পর্ব পড়ে অনেক ভালো লাগলো। যাক আপনাদের বড়শিতে অবশেষে অনেক বড় একটি বোয়াল মাছ ধরা পড়েছিল। আর আপনি যদি এই বড়শির পিস না দেখতেন তাহলে সেটা নিয়ে হয়তো বোয়াল মাছ নদীর মাঝে চলে যেত। যাই হোক অনেক বড় একটি বড় মাছ ধরা পড়াতে আপনার আনন্দ মুহূর্তর গল্পটি পড়ে ভালো লাগলো।