কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করার অনুভূতি এবং কিছু ফটোগ্রাফিsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করার অনুভূতি এবং কিছু ফটোগ্রাফি📸👇


IMG_20221124_230854.jpg


বাংলাদেশে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতে ভ্রমন করার মুহূর্তটা সত্যি অসাধারণ। সমুদ্রসৈকতে ভ্রমণ করেছে কিন্তু সমুদ্র সৈকতে গোসল করেনি বা সমুদ্রের নোনা পানি খায়নি এমন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। কারণ যারা সমুদ্র সৈকতে ভ্রমন করছে তারা সবাই গোসল করেছে। আর এই গোসল করার মুহূর্তটা সত্যিই অসাধারণ।সমুদ্রের ঢেউ এর সাথে তাল মিলিয়ে গোসল করার মুহূর্ত অনেক আনন্দের। সেটা ভাষায় প্রকাশ করার মতো না। তাই আমি সমুদ্রসৈকতে ভ্রমণ করতে গিয়েছিলাম এবং সমুদ্রের নোনা পানিতে গোসল করেছি। আর এই মুহূর্তটা ছিল অনেক আনন্দের। সত্যি মনে কষ্ট নিয়েও যদি সমুদ্রের পাড়ে যাওয়া যায়, তখন কষ্টগুলো দূর হয়ে যায়।তাই এই সমুদ্রের বুকে গোসল করার মুহূর্ত গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। সমুদ্রের বুকে গোসল করার মুহূর্তটা অসাধারন ছিল। আশা করি আজকের ফটোগ্রাফি গুলো থেকে আপনাদের ভালো লাগবে, তো বন্ধুরা চলুন শুরু করা যাক,,,।


ফটোগ্রাফি-১👇

IMG_20221124_230051.jpg

কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমন করার মুহূর্তটাকে সত্যিই অনেক আনন্দের ছিল। আমি সে দিন বিকেল বেলা কক্সবাজার সমুদ্র সৈকতে পাগে আসলাম। কক্সবাজার সমুদ্র সৈকতে বিকেল বেলায় এসে ভালোই লাগলো এবং বিকেল বেলায় এসে দেখি অনেকেই সমুদ্রের ঢেউ এর মাঝে নিজেকে জড়িয়েছে, তারা গোসল করছে, অনেক আনন্দের মুহূর্ত উপভোগ করছে। আমি সমুদ্রের পাড় থেকে এই দৃশ্যগুলো দেখতেছিলাম, দেখে ভালই লাগতেছিলো।
ফটোগ্রাফি-২👇

IMG_20221124_225946.jpg

স্থান:সুগন্ধা পয়েন্ট , কক্সবাজার ,বাংলাদেশ।
অবস্থান

ফটোগ্রাফি-৩👇

IMG_20221124_230011.jpg

আমার ছোট বোন সমুদ্রের পাড়ে ছোট্ট একটি বাচ্চাকে দেখতে পাই, এই বাচ্চাটি অনেক সুন্দর ছিল। তাই আমার ছোট বোন সে বাচ্চাটিকে নিয়ে সমুদ্রের পাড়ে খেলা করতে ছিল।দৃশ্যটি আমার খুবই ভাল লেগেছিল। তাই বাচ্চা সহ ছোট বোনের একটি ফটোগ্রাফি করলাম। আসলে ভাই-বোন মিলে সমুদ্র পাড়ে এসে অনেক আনন্দময় মুহূর্ত উপভোগ করতে ছিলাম।
ফটোগ্রাফি-৪👇

IMG_20221124_225935.jpg

স্থান:সুগন্ধা পয়েন্ট কক্সবাজার ,বাংলাদেশ।
অবস্থান

ফটোগ্রাফি-৫👇

IMG_20221124_230654.jpg

সমুদ্রের পাড়ে এসে সৌন্দর্যময় দৃশ্য উপভোগ করতেছি। আর সবাইকে গোসল করার দৃশ্য দেখতে ছিলাম।দৃশ্য গুলো দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। সমুদ্রে ঢেউ যেন আমাকে ডাকছে। তাই আমি আর দেরী করলাম না। সমুদ্রের পানিতে নেমে পড়লাম। সত্যি সমুদ্রের পাড়ে এসে সমুদ্রের সাথে নিজেকে জড়াবো না তা কি হয়।
ফটোগ্রাফি-৬👇

IMG_20221124_230755.jpg

স্থান:সুগন্ধা পয়েন্ট কক্সবাজার ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল -NIKON D5300
অবস্থান

ফটোগ্রাফি-৭👇

IMG_20221124_230539.jpg

তারপরে আমি সমুদ্র পার থেকে একটি টিউব ভাড়া করলাম। এই টিউবটি ৩০ মিনিটের জন্য ভাড়া করেছি। ৩০ মিনিটের জন্য আমাকে ৫০ টাকা দিতে হবে। তারপরেও আমি একটি টিউব নিয়ে সমুদ্রের পানিতে নেমে পড়লাম। সত্যি সমুদ্রের ঢেউ এর মাঝে যেন আমি অনেকবার উল্টে যাচ্ছিলাম। এবং কতবার যে নোনা পানি খেয়েছি তার কোনো হিসাব নেই। তারপরেও সমুদ্রের ঢেউ সাথে যেন আনন্দে ভাসছে ছিলাম। সত্যি মুহূর্তটি অনেক আনন্দের ছিল।
ফটোগ্রাফি-৮👇

IMG_20221124_230441.jpg

স্থান:সুগন্ধা পয়েন্ট কক্সবাজার ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - NIKON D5300
অবস্থান

ফটোগ্রাফি-৯👇

IMG_20221124_230329.jpg

আসলে সমুদ্রের বড় বড় ঢেউ গুলো যখন আসে তখন উল্টো নিয়ে কোথায় যে চলে যাই বুঝতেই পারি না।আর এই বড় বড় ঢেউয়ের মাঝে যেন আনন্দ রয়েছে। সকলেই একসাথে ঢেউয়ের মাঝে আরও চিৎকার করে ওঠে সত্যিই এই মুহূর্তগুলো অনেক আনন্দ। তারপরে খুবই ভালো লাগে। সকলের সাথে সমুদ্রের পারে এভাবে গোসল করার মুহূর্তটা সত্যিই অসাধারণ ছিলো। সমুদ্রের মাঝে যেন আনন্দ খুঁজে পাওয়া যায়। এই মুহূর্ত গুলো আমার খুব ভালো লেগেছে।
ফটোগ্রাফি-১০👇

IMG_20221124_230347.jpg

স্থান:সুগন্ধা পয়েন্ট কক্সবাজার ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - NIKON D5300
অবস্থান

ফটোগ্রাফি-১১👇

IMG_20221124_230407.jpg

সমুদ্রের ঢেউয়ের সাথে অনেক আনন্দময় মুহূর্ত উপভোগ করতে ছিলাম। এমন সময় আমার ক্যামেরাম্যান একের পর এক আমার ফটোগ্রাফি করতেছিল। শেষমেষ আমি তার সাথে কথা বলে দেখি সে একের পর এক ফটোগ্রাফি করতে করতে ৩০০ টা পিক তুলেছে। আশ্চর্য ব্যাপার এতো গুলো ফটোগ্রাফি আমি তাকে বলেছিলাম ভালোভাবে ১০০টা ফটোগ্রাফি করবেন। কি আর করা, যাই হোক আনন্দময় মুহূর্ত ছিল তাই বেশি কিছু বললাম না। তারপর আমি সমুদ্রের মাঝে যাওয়ার জন্য একটি স্পিডমটর ভাড়া করে ছিলাম ২৫০ টাকা দিয়ে।
ফটোগ্রাফি-১২👇

IMG_20221124_230608.jpg

স্থান:সুগন্ধা পয়েন্ট কক্সবাজার ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - NIKON D5300
অবস্থান

ফটোগ্রাফি-১৩👇

IMG_20221124_230206.jpg

স্পিডমটরে সমুদ্রের পাড় দিয়ে ভ্রমণে মুহূর্ত অসাধারণ ছিলো। সমুদ্রের পানিতে অনেকক্ষণ গোসল দিলাম, অনেক আনন্দ মুহূর্ত উপভোগ করলাম। সত্যিই এত গোসল দিয়ে যেন চোখ ব্যথা করতেছিল। তাই একটু পাড়ে উঠে আসলাম।পাড়ে একটি ঘোড়া দাঁড়িয়ে ছিলাম।ঘোড়ার পাশে দাঁড়িয়ে মুহূর্তটাতে ফটোগ্রাফি করলাম।
ফটোগ্রাফি-১৪👇

IMG_20221124_230505.jpg

স্থান:সুগন্ধা পয়েন্ট কক্সবাজার ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - NIKON D5300
অবস্থান

ফটোগ্রাফি-১৫👇

IMG_20221124_230312.jpg

তারপরে সমুদ্রের পাড়ে বসে থেকে আনন্দময় মুহূর্ত উপভোগ করতেছিলাম এবং কিছু ফটোগ্রাফি করতে ছিলাম। এই মুহুর্তটা সত্যিই অনেক আনন্দের ছিল। ফটোগ্রাফি করে ভাল লেগেছে। তবে সমুদ্রে গোসল করার মুহূর্ত অনেক আনন্দময় ছিল। আনন্দের হলেও আমার হাতে যে চশমাটা দেখতে পাচ্ছেন, এই চশমাটা আমি সমুদ্রের মাঝে হারিয়ে ফেলেছি। অনেক বড় একটি ডেউ এসেছিল এবং এই ঢেউয়ের মাঝে আমি কোথায় গিয়ে উল্টে পড়ে গেলাম। সাথে আমার চশমাটা হারিয়ে গেল। সমুদ্রের পাড়ে আমার চশমাটা হারিয়ে যাওয়ার কারণে অনেক কষ্ট পেয়েছি। কারণ এই চশমাটা আমার অনেক পছন্দের ছিল।
ফটোগ্রাফি-১৬👇

IMG_20221124_230242.jpg

স্থান:সুগন্ধা পয়েন্ট কক্সবাজার ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - NIKON D5300
অবস্থান

কক্সবাজার সমুদ্র সৈকতে অপরূপ সৌন্দর্যময় মুহূর্ত উপভোগ করতে পেরে খুবই ভালো লেগেছে। বিশেষ করে কক্সবাজার সমুদ্র সৈকতের সবার সাথে গোসল করার মুহূর্তটা আমার খুবই ভালো লেগেছে। এই গোসল করার মুহূর্ত অনেক আনন্দের ছিল। যদিও বড় বড় ঢেউয়ের মাঝে নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। নোনাপানি খেয়েছি অনেকবার। তারপরেও গোসল করতে যানো খুবই ভালো লাগতেছিল। আর এই গোসল করার শেষের দিকে এসে বড় একটি ঢেউে আমার সানগ্লাসটি হারিয়ে ফেলেছি। তার জন্য খুবই খারাপ লেগেছে। কারণ আমার খুবই প্রিয় ছিল সানগ্লাসটি। তার পরেও আনন্দময় মুহূর্ত উপভোগ করেছি খুবই ভালো লেগেছে। এই সৌন্দর্যময় দৃশ্য গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকে আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লেগেছে। আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোন ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণকক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করার অনুভূতি এবং কিছু ফটোগ্রাফি।
ক্যামেরা.মডেলNIKON D5300
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Sort:  
 2 years ago 

আপনি ঠিকই বলেছেন, সমুদ্র সৈকতে ভ্রমন করার মুহূর্তটা সত্যি অসাধারণ। আমিও কক্সবাজার বহুবার গিয়েছি।আমারও খুব ভালো লেগেছে।আসলে সমুদ্র সৈকতের পাশ দিয়ে হাটঁতে ভীষণ ভালো লাগে। আর আপনার সমুদ্র সৈকতের ফটোগ্রাফিগুলো খুবই অসাধারণ লাগছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

কক্সবাজার ঘুরাঘুরির দৃশ্য দেখে তো কক্সবাজার যেতে ইচ্ছে করছে ভাইয়া। সত্যি আপনার কাটানো মুহূর্তগুলো দারুণ ছিল। আপনার বোনের সাথে বাচ্চাটিকে দেখতে খুবই সুন্দর লাগছে। সবমিলিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছেন। আর ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। আপনার কাটানো সুন্দর মুহূর্তগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

আসলে আপু ভ্রমণটা খুব আনন্দিত ছিল। কক্সবাজারের প্রতিটা মুহূর্তে খুবই ভাল লেগেছে। তবে সমুদ্রে ঢেউয়ে আমার সানগ্লাসটা হারিয়ে গেছে যার কারণে একটু খারাপ লেগেছিল।

 2 years ago 

কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রূমণটা সত্যিই চমৎকার ছিল ভাইয়া। আপনার কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল দেখে মনে হচ্ছে যদি এখন কক্সবাজার যেতে পারতাম তাহলে আপনার মতো আনন্দময় সময় কাটাতে পারতাম। যাইহোক আপনার ছোট বোন একটা বাবুকে নিয়ে খেলা করছে অনেক সুন্দর লাগছে। আপনার প্রত্যেকটি ছবি চমৎকার হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর কাটানো মুহূর্ত কাটানো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ, আসলে কক্সবাজার ভ্রমণ মুহূর্তে অনেক আনন্দের ছিল।

 2 years ago 

আপনার কক্সবাজারে ঘুরাঘুরির দৃশ্যগুলো দেখে খুব ভালো লাগলো। ভাবতেছি এবার আমরাও কক্সবাজার যাবো। আরো কিছুদিন আগে যখন মেজো আপুরা কক্সবাজার গিয়েছিল তখন ওদের সাথে যাওয়ার খুব ইচ্ছে ছিল। কিন্তু সময়ের কারণে যাওয়া হয়নি। কিন্তু আপনার অনুভূতি আর গোসল করার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লাগলো। বেশ মজা করলেন মনে হয়। আপনার আনন্দের অনুভূতিটা আমাদের সাথে খুব সুন্দর ভাবে ভাগ করে নিলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ এবং আশা করছি আপনিও কক্সবাজারে গিয়ে সৌন্দর্যময় মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করবেন।

 2 years ago 

এখনো কক্সবাজার যাওয়া হয়নি। আমার যাওয়ার খুব ইচ্ছে। কিন্তু আপনার কক্সবাজারে গোসলের ফটোগ্রাফি গুলো দেখে যাওয়ার আগ্রহটা আরো বেড়ে গেল। ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে সমুদ্র সৈকতে খুব আনন্দ উপভোগ করেছেন। আপনার কক্সবাজার ভ্রমণটা সত্যি অনেক চমৎকার ছিল। চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। কক্সবাজারের ভ্রমণটা অনেক আনন্দের সাথে উপভোগ করতে পারবেন। আশা করছি কক্সবাজার ভ্রমণ খুব তাড়াতাড়ি হবে আপনার।

 2 years ago 

আমি কক্সবাজার কয়েকবার গিয়েছি অনেক ভাল লাগে আমার। আপনি সমুদ্র সৈকতে গোসল করার অনুভূতি আর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করলেন, আমিও সেই দিনগুলোতে হারিয়ে গেলাম।প্রতিবারই খুব আনন্দ করেছি। আপনাকে ধন্যবাদ, আপনার অনুভূতি শেয়ার করে আমাদের মাঝে কিছু ফটোগ্রাফি তুলে ধরার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে, আমার পোস্টে এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

অতি আনন্দঘন একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। আপনার এই পোস্ট এর মধ্য দিয়ে অনেক কিছু দেখতে এবং জানতে পারলাম। অবশ্য অনেক মিস করছি এমন একটা আনন্দ ঘনো মুহূর্ত, জানিনা কবে ভাগ্যে আছে।

 2 years ago 

আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 68014.74
ETH 3533.72
USDT 1.00
SBD 2.81