"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
ভালোবাসা কখনো চিৎকারে প্রকাশ পায় না, বরং নিরবতায় তার গভীরতা বোঝা যায়। প্রিয় মানুষের চোখে নতুন সকাল দেখা, তার একটুখানি হাসিতে দিনটা রঙিন হয়ে ওঠা,এটাই তো আসল প্রেম! কোনো দাবি ছাড়া পাশে থাকা, অপেক্ষায় থেকেও না ক্লান্ত হওয়া, কিংবা মুখে কিছু না বলেও অনুভব করানো,এইসব ক্ষণিক অনুভবই ভালোবাসাকে করে চিরন্তন।তুমি পাশে থাকো না থাকো, ভালোবাসা থেকেও যায়। কারণ ভালোবাসা মানে শুধু একে অপরকে পাওয়া নয়, বরং মনে মন বসানো, ছায়ার মতো থাকা। এই অনু কবিতাগুলোর প্রতিটি লাইনে লুকিয়ে আছে এমনই কিছু শব্দহীন প্রেম, যেগুলো স্পর্শ করে আত্মাকে।ভালোবাসা আসলে খুব সাধারণ, তবে অনুভবের গভীরতায় অস্বাভাবিক সুন্দর।তাই মনের অনুভূতি দিয়ে লেখা আমার এই অনু কবিতা গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম।
একগুচ্ছ অনু কবিতা
মোঃরায়হান রেজা
অনু কবিতা-১
তোমার চোখে ছিল এক নীল সকাল,
যেখানে আমি নিজেকে খুঁজে পেতাম।
তোমার হাসিতে লুকানো ছিলো পৃথিবীর সব আশ্বাস,
আমি প্রতিদিন সেই হাসিতে হারিয়ে যেতাম।
ভালোবাসা মানে শুধু ভালো থাকা নয়,
ভালোবাসা মানে তোমার কাঁধে ঘুমিয়ে পড়া,
তোমার স্বপ্নে নিজেকে দেখতে পাওয়া।
তুমি পাশে থাকলেই,
পৃথিবীটা ঘর হয়ে যায়।
অনু কবিতা-২
সে আসেনি তবু আমি বসে ছিলাম,
হাতের চা ঠান্ডা, চোখে গরম একটানা বৃষ্টি।
ঘড়ির কাঁটা থেমে যায়নি কখনো,
কিন্তু হৃদয় তো সময়ে চলে না।
ভালোবাসা কি কেবল পাওয়া?
না, ভালোবাসা অপেক্ষায় থেকেও ধরা দেয়।
সে আসুক বা না আসুক,
ভালোবাসা থেকেই যায় নিরব শব্দে।
অনু কবিতা-৩
ঝড় উঠেছিল সেদিন, চারদিক থমথমে,
আমি কেঁপে উঠেছিলাম নিঃশব্দে।
তুমি তখন আমার হাত ধরেছিলে,
বলেছিলে, পাশে আছি, ভয় পেও না।
ভালোবাসা তো এই!
কথায় নয়, পাশে থাকার মধ্যে।
যেখানে ভরসা হয় ছায়ার মতো,
আর ভালোবাসা দাঁড়ায় পাহাড়ের মতো।
অনু কবিতা-৪
তুমি চলে গেলে, অথচ আমি দুঃখ পেলাম না।
ভালোবাসা তো ছিলো, তবে বাঁধা ছিল না।
তুমি সুখে থাকো, এই চাওয়া নিয়ে
আমি শিখে গেলাম ভালোবাসতেও মুক্ত রেখে।
ভালোবাসা মানে শুধু আমার তুমি নয়,
ভালোবাসা মানে তুমি ভালো থাকো ।
ভালোবাসা যদি পাখি হয়,
তবে তার ডানায় থাকা উচিত স্বাধীনতা।





আপনার লেখা একগুচ্ছ অণু কবিতা পড়ে খুবই ভালো লেগেছে ভাই। চমৎকার কবিতা লিখেছেন আপনি। অনেক সুন্দর ছিল কবিতার লাইনগুলো।
https://x.com/rayhan111s/status/1948455122192773407?t=L5TDwlokCTx3NJ4yYSUIGA&s=19
আপনি ভিন্ন ভিন্ন টপিক নিয়ে খুব সুন্দর চারটি অনু কবিতা লিখেছেন। আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো। অনু কবিতার মাঝে নিজের ছোট ছোট মনের সুন্দর সুন্দর অনুভূতি গুলো প্রকাশ করা যায়। অনেক অনেক ধন্যবাদ এত চমৎকার চমৎকার অনু কবিতা লিখে শেয়ার করার জন্য।
আপনার শেয়ার করা আজকের অনু কবিতাগুলো একেবারে সুন্দর হয়েছে৷ যেভাবে আপনি এখানে একের পর এক অনু কবিতা গুলো শেয়ার করেছেন তা যেভাবে খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে লাইনের সামঞ্জস্যতা খুবই সুন্দরভাবে বজায় রেখেছেন৷ দুই নাম্বার এবং তিন নম্বর অনু কবিতা গুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷
https://x.com/rayhan111s/status/1949029708563448251?t=KMg7op2rkNm-mbGopzdS8Q&s=19
https://x.com/rayhan111s/status/1949030166136819986?t=LX_olD-fHqy5FkufMe3goA&s=19