গল্প: ভালোবাসার শেষ পরিণতি//পর্ব-১

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


ভালোবাসার শেষ পরিণতি কখনো কখনো সুখের হয়ে থাকে। আবার কখনো কখনো দুঃখের হয়ে থাকে। তবে ভালোবাসা শেষ পরিণতি যদি দুঃখের হয়। তাহলে সেই কষ্টটা কখনো ভুলা যায় না। আর ভালোবাসার এই কষ্ট সত্যি সহ্য করা কঠিন। ভালবাসার এই কষ্টের কারণে অনেক মানুষ যেন স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারে না। তারা যেন অস্বাভাবিক হয়ে যায়। পাগলের মত হয়ে যায়। তাদের মন মানসিকতা খুবই খারাপ হয়। তারা যেন হাসতে ভুলে যায়। আর ভালোবাসার এই গল্পগুলো সত্যিই আমাদের পরে অনেকটাই খারাপ লাগে। আমাদের বাড়ির পাশে এমনই একজন ঘটনা ঘটে গেছে। যেই ভালোবাসা শেষ পরিণতি হয়েছে দুঃখের। সত্যি ভালোবাসা শেষ পরিণতিদের দুঃখের হলে তখন মানুষটা যেন অন্যরকম হয়ে যায়। সে যেন আর আগের মতো চলাচল করতে পারে না। তাই ভালোবাসার অনেক কষ্ট দিয়ে থাকে। আসলে হৃদয়ের অনুভূতি থেকে ভালোবাসা জন্ম। আর এই হৃদয়ের অনুভূতিতে যখন আঘাত লাগে তখন সহ্য করা কঠিন হয়ে যায়।


আমাদের গ্রামের মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলো মানিক ভাই। মানিক ভাই খুবই ভালো স্টুডেন্ট ছিল মতার পরিবারের পাঁচজন সদস্য ছিল। তার ভাই বোনের মধ্যে মানিক ভাই ছিল বড়। আসলে বাবা-মার অনেক আশা ছিল মানিক ভাই খুবই ভালো কিছু করবে। বাবা ছিল কৃষক। কষ্ট করে মানিক ভাইকে পড়াশোনা করিয়েছে।আর মানিক ভাই ছিল বাবা মায়ের বড় সন্তান। যার কারণে মানিক ভাই খুবই ভালোভাবে পড়াশোনা করত এবং সে সবসময়ই হাই স্কুলে প্রথম থাকতো এবং হাই স্কুল শেষে যখন কলেজে গেল মানিক ভাই সেখানেও ফার্স্ট ছিলো। কলেজের ভালো স্টুডেন্টদের প্রতি সবাই একটু বেশি ভালোবাসে থাকে। তাই মানিক ভাইয়ের সাথে কলেজের সকল টিচারদের সাথে ভালো সম্পক তৈরি হয়।তার মধ্যে কলেজের এক শিক্ষকের মেয়ের সাথে তার খুবই ভালো সম্পর্ক হল। হয়তো মেয়েটার আশা ছিল মানিক ভালো স্টুডেন্ট তার সাথে থাকলে পারে সেও ভালো কিছু করবে। যার কারণে মানিক ভাইয়ের সাথে ভালোভাবে মিশতে লাগলো।


guy-2617866_1280.jpg

source

কথা বলতে বলতে মানিক ভাইয়ের সাথে সেই মেয়েটির ভালো একটা সম্পর্ক হয়ে গেল। তারা বন্ধুর মত মিশতে লাগলো। মেয়েটির নাম ছিল সাবিহা, সে খুবই ভালোভাবে মানিক ভাইয়ের সাথে মিশে গেল। আসলে কলেজে পড়াশোনা যেন সকল বিষয়ে তাদের মধ্যে আলোচনা হত। এবং দুজন মিলে ভালো কিছু করতে লাগলো। মানিক ভাই তখন আরো ভালো পড়াশোনা করতে লাগলো এবং সে ভালো রেজাল্ট করতে লাগলো। কিছুদিন যাওয়ার পরে তাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হলো। আস্তে আস্তে এই বন্ধুত্বের সম্পর্ক থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হলো। আসলে মানিক ভাইকে সেই মেয়েটি প্রেমের প্রস্তাব দিয়েছিল। মানিক ভাই বারবার না করেছিল। যে আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আর আমি বাবা মায়ের বড় ছেলে। সংসারের দায়িত্ব আমার উপর বেশি। আমি এগুলো করব না, তোমরা অনেক বড়লোক তোমাদের সাথে আমার যাবেনা।


মানিক ভাই বারবার মেয়েটিকে বুঝাচ্ছিল এবং বলতে ছিল আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক হয়েছে এটাই অনেক। বন্ধুদের সম্পর্ক সারা জীবন টিকে থাকবে। আমরা আর প্রেমের সম্পর্কে জড়াবো না। কিন্তু মেয়েটার অনুরোধে আর মানিক ভাই বেশি না করতে পারেনি। সেও যেন মেয়েটিকে ভালোবেসেই ছিল, কিন্তু মধ্যবিত্ত হওয়ার কারণে আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে সে বুকের ভিতর চাপা দিয়েছিল। যাই হোক মেয়েটি যখন বারবার সাহস দিচ্ছিল এবং ভালোবাসা কথা বলতেছিল, তখন মানিক ভাইও নরম হয়ে যায় এবং তাদের মধ্যে ভালোবাসা সম্পর্ক শুরু হয়ে যায়। আর এই ভালোবাসা সম্পর্কে এতটাই গভিরে যায়। তারা যেন গভীর প্রেমে ডুবে যায় এবং তারা যেন একে অপরের পরিপূর্ণ হয়ে যায় এবং তারা সিদ্ধান্ত নেয় তারা সারা জীবন একই সাথে থাকবে। সারা জীবন দুজন দুজনের পাশে থাকবে যতই বাঁধা আসুক না কেন।তারা সকল পরিস্থিতির মধ্যেও ধরে রাখবে। কেউ কাউকে ছাড়বে না।


sad-4209944_1280.jpg

source

তাদের এই ভালোবাসার সম্পর্ক দীর্ঘ ছয় মাস খুব ভালোভাবে চলতে থাকে। আসলে তারা যেন গভীর প্রেমে ডুবে যায় এবং হৃদয়ের মনিকোঠায় যেন মানিক ভাই সাবিহাকে জায়গা করে দেয়। খুবই ভালবেসেছিল আর সাবিহা খুবই ভালো মনের মেয়ে ছিল। তারা অনেক বড়লোক ছিল কিন্তু তার মনে কোন অহংকার ছিল না। মানিক ভাইয়ের সাথে খুবই ভালো মিশে যায় এবং মানিক ভাইয়ের টাকার প্রয়োজন হলে সেই মেয়েটি তাকে সাহায্য করে। যে কোন বিপদে মানিক ভাইকে সাহায্য করে।এভাবেই তাদের ভালোবাসা সম্পর্ক চলতে থাকে কিন্তু হঠাৎ করে একদিন সাবিহার বাবা তাদের ভালোবাসার এই সম্পর্কটা জানতে পারে। আর এই সম্পর্কটা জানতে পারার কারণেই যেন তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। সাবিয়াকে তার বাবা শাসন করে।কিন্তু সাবিহা বারবার বলে আমি মানিকের সাথে খুব ভালোভাবে সুখে থাকব। আমাদের অনেক টাকা রয়েছে কিন্তু আমি মানিকে খুবই ভালোবাসি মানিককে ছাড়া আমি সুখে থাকতে পারবো না। তুমি হয়তো আমাকে বড়লোক কোন ছেলের সাথে বিয়ে দিবে, কিন্তু আমি সেখানে সুখে থাকতে পারবো না। অনেক ভাবে তার বাবাকে বোঝায়,কিন্তু তার বাবা বোঝার মানুষ নয়। তার বাবা পরের দিন কলেজে এসে মানিক ভাইকে একটি ক্লাস রুমে ডাকে এবং সেখানে মানিক ভাইকে অনেক অপমান করে এবং নানাভাবে কথা শোনায়। যাতে মানিক ভাই আর স্যারের মেয়ের সাথে কথা না বলে। আসলে এত জঘন্য ভাষায় তাকে কথা বলে, মানিক ভাই মনে খুবই আঘাত লাগে।তারপরে দিন মানিক ভাই কলেজে যায় গিয়ে দেখে সাবিহারা কলেজে আসেনি। আসলে সাবিহাকে না দেখতে পেয়ে মারিক ভাই খুবই কষ্ট পাচ্ছিল। তবে সাবিয়ার বাবা যে কথাগুলো শুনিয়েছে যার কারণে মানিক ভাই আর কিছু বলতে পারছিলো না।এভাবে চলতে লাগলো কিছুদিন।


আসলে ভালোবাসা কখনো ধনী গরিব ভেদাভেদ দেখে না। ভালোবাসা দুটি মনের মিল, আর এই মনের মিল থেকে ভালোবাসার তৈরি হয়। তবে আমাদের সমাজ ব্যবস্থা ধনী গরীবকে বিবেচনা করে। যার কারণে ভালোবাসার শত্রু হয়ে যায়। তো মানিক ভাই আর সাবিহার এই ভালোবাসার গল্পের প্রথম পর্ব আজকে এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আপনাদের সাথে শেয়ার করব তাদের ভালোবাসার পরিণতি কি হয়েছিল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।🙏🤲🙏

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 last year (edited)

ভালোবাসা নিয়ে এই গল্পটি পড়ে যেন খুবই কষ্ট লাগছে। এরকম গল্প আমাদের সমাজে অনেক রয়েছে। ধনী গরীবের কারণে হেরে যায় অনেক ভালোবাসা।

 last year 

আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67651.30
ETH 3269.44
USDT 1.00
SBD 2.64