গ্রামের সবুজ প্রকৃতি মায়াই কিছু মুহূর্ত
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
গ্রামের প্রকৃতি দৃশ্য গুলো সকলেরই ভালো লাগে, কারণ গ্রামের মুক্ত বাতাস গ্রামের সবুজ প্রকৃতির সৌন্দর্যময় দৃশ্য দেখে যেন চোখ জুড়িয়ে যায়। আর এই গ্রামের সবুজ প্রকৃতির দৃশ্য গুলো আমার খুবই ভালো লাগে। আমি ঈদের ছুটিতে গ্রামে এসেছিলাম, আর গ্রামের সবুজ প্রকৃতির মায়া যেন বিকেলবেলা হারিয়ে গিয়েছিলাম। আমাদের ফসলের জমির পাশে এসে ছিলাম। আর ফসলের জমি দৃশ্য গুলো উপভোগ করলাম। বাবা বলল যে আমাদের ফসলি জমিতে ধানের চারা লাগিয়েছি। তুমি দেখে এসো এই সবুজ প্রকৃতির ধানের ফসলের মাঠের ফসল কিরকম হয়েছে। তাই আমি বাবার কথামতো আমাদের ফসলের জমির পাশে আসলাম। আর ফসলি জমির পাশে এসে এই সবুজ প্রকৃতির মায়া যেন আমি হারিয়ে গেলাম।
গ্রামের এই সবুজ প্রকৃতির ফসলের মাঠের পাশে তিনটি গাছ দেখতে পাচ্ছেন, এই তিনটি গাছ লাগানো আছে এটি আমাদের ফসলের জমি। আর আমাদের এই ফসলের জমিতে ধানের সুন্দর ফলন হয়েছে। আমি দূর থেকে দেখতে পেলাম বাতাসে দোল খাচ্ছিল। গাছের পাতা এবং ফসলের জমি সেই সৌন্দর্যময় দৃশ্য গুলো আসলে খুবই ভালো লাগতেছিল। দূর থেকে দেখে খুবই ভালো লাগলো। আসলে এখানে তখন তিনটি গাছ লাগাইনি এখানে তখন বাবার সাথে আমি পাঁচটি গাছ লাগিয়ে ছিলাম। আর এই গাছ লাগানোর সময় বাবার সাথে আমিও ছিলাম। আমাদের সিরাজগঞ্জে নলকা হাট থেকে পাঁচটি গাছ কিনে এনে আমি আর বাবা লাগিয়েছিলাম। আর এই পাঁচটি গাছের মধ্যে দুটি মারা গেছে।আর এই তিনটি গাছ বেঁচে আছে।
এই ধানের ফসলের জমিতে সৌন্দর্যময় দৃশ্য উপভোগ করেছিলাম। আসলে এবার ফলন অনেক ভালো হয়েছে। প্রতিটা কৃষকের মুখে যেন হাসি ফুটেছে। কারণ তাদের কষ্টটা সার্থক হতে চলেছে। প্রতিটা ধানের ফসল এ যেন খুব ভালো মানের আল্লাহতালা দিয়েছে। আর এই ফসলের মাঠের পাশেই দেখতে পেলাম একটি কলার বাগান, কলাবাগান আমাদের বন্ধুদের কলাবাগান। কলাবাগান করেছে আরও বাগান আছে। কলার বাগান এর পরেই এবং আরেকটি গাছের বাগান রয়েছে,এই বাগানে কৃষকেরা যখন কাজ করে একটু ক্লান্ত হয়ে যায়। তখন এই কলা এবং এই গাছের বাগানে এসে আশ্রয় নেয়।
আসলে আমাদের ফসলি জমির পাশে এসে খুবই ভালো লাগছে। কারণ আমাদের ফসলি জমিতে অনেক ভালো ফলন হয়েছে। আর এই ভালো ফলন হওয়ার কারণে আমাদের অনেক বেশি ভালো লাগছে। কারণ এত কষ্ট করে ধানের চারা লাগানো হয়েছিল। সেই কষ্টটা সার্থক হতে চলেছে। আর কিছুদিন পরেই ধান কাঁটা যাবে, অল্প অল্প পাঁকা শুরু দিয়েছে। সত্যিই খুবই ভালো লাগছে, আসলে আজকে অনেকদিন পর আমাদের ফসলের জমির পাশে এসে এই সৌন্দর্যময় ফসলের মাঠের দৃশ্য গুলো দেখতে পেয়ে খুবই আনন্দিত।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
ফোনের বিবরণ
| ক্যামেরা | Redmi Note 6 Pro |
|---|---|
| ক্যামেরা.মডেল | Note 6 Pro |
| ক্যাপচার | @rayhan111 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |








আপনি আপনার বাবার সাথে আপনাদের জমির পাশে তিনটি গাছ লাগিয়েছিলেন তার ভেতরে দুটি গাছ মারা গিয়েছে আর জীবিত তিনটি গাছ দেখতে কত সুন্দর লাগছে। ৫ টি গাছ যদি বেঁচে থাকত আর একসাথে সবগুলো গাছ খুবই সুন্দর লাগতো। আপনাদের জমির ফসলগুলো দেখতে আসলেই অনেক সুন্দর লাগছে। ছোট ছোট কচি চারা গুলো আস্তে আস্তে বেড়ে উঠছে। আসলেই এ ধরনের ফসলি জমিগুলো দেখতে ভালই লাগে। ভালো লাগলো ভাইয়া আপনার ছবিগুলো দেখে।
আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।
এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে সময় অতিবাহিত করতে কার না ভালো লাগে। এই ধরনের পরিবেশে সতেজ বাতাস পাওয়া যায় একই সাথে সবুজের সমারোহের ফলে চোখের জ্যোতিও বৃদ্ধি পায়।
আপনার সুন্দর মন্তব্য পেয়ে আমার খুবই ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে।
গ্রামের প্রকৃতির মাঝে ঘুরতে কার না ভালো লাগে। সবুজ শ্যামল প্রকৃতির মায়া সবারই কাছে টানে। যাক আপনাদের ফসল ভালো হয়েছে জেনে অনেক ভালো লাগল। আর অনেক দিন পর গ্রামে এসে এভাবে ঘুরতে আরো বেশি ভালো লাগে।আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর প্রকৃতির মাঝে কাটানো মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
খুবই সুন্দর ভাবে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনার প্রতি রইল ভালোবাসা।
আপনাদের ফসলি জমিতে বেশ ভালো ফলন হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। নিজেদের জমিতে এত ভালো ফলন হলে তা তো দেখতে ভালই লাগবেই। তাছাড়া এমনিতেও ধান ক্ষেতের পাশে গিয়ে দাঁড়ালে খুবই ভালো লাগে। ঠিকই বলেছেন ভাইয়া জমিতে ভালো ফলন হলে কৃষকের মুখে হাসি ফুটে। খুব ভালো লাগলো ছবিগুলো দেখে। ধন্যবাদ আপনাকে।
আপনার সুন্দর মতামত পেয়ে আমার খুবই ভালো লাগছে।
আপনি তো দেখছি প্রকৃতির মাঝে খুবই সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। গ্রামের এরকম অপরূপ সৌন্দর্য সবাইকে একেবারে মুগ্ধ করে তুলে। প্রাকৃতির সেই সৌন্দর্য দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি খুবই সুন্দর মুহূর্ত কাটিয়েছেন আপনার মুহূর্তটা খুবই ভালো কেটেছে যা দেখে বুঝতে পারছি। গাছগুলো দেখতেও খুব ভীষণ ভালো লাগছে।
এত সুন্দর ভাবে প্রশংসা করার জন্য ধন্যবাদ।
ভাইয়া প্রকৃতির সৌন্দর্যে সত্যি ই আমি মুগ্ধ। আপনি আপনাদের ফসলের জমির পাশে গিয়ে প্রকৃতির মায়ায় পরে গেলেন।সত্যি কথা বলতে মায়ায় পরারই কথা।এতো সুন্দর ফসল হয়েছে মাঠে।আর বাতাসে যখন দোল খায় তখন খুব ভাল লাগে।আপনি আর আপনার বাবা ৫ টি গাছ লাগিয়েছিলেন।যদিও এখন গাছ তিনটা আছে।খুব ভাল লাগলো আপনার অনুভূতি গুলো পড়ে। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
গ্রামের দৃশ্যগুলো আমার সব সময় ভালো লাগে। আপনি ফসলি জমি দেখতে গেছেন বেশ ভালো লেগেছে ওই মাঝ খানের গাছগুলো বেশ উপকারে আসে। যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় তখন একটু ছায়ার মধ্যে বসতে ইচ্ছে করে। তিনটি গাছ দূর থেকে অনেক সুন্দর হয়েছে। অসাধারণ দৃশ্য আপনি ফটোগ্রাফি করেছেন অনেক ভালো লেগেছে ধন্যবাদ।
আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
আমি মাঝে মাঝে চেষ্টা করি এরকম গ্রামের মাঝে ঘোরাঘুরি করার। এভাবে গ্রামের সবুজ প্রকৃতির মাঝে মুহূর্ত উপভোগ করতে সবার কাছেই ভালো লাগে। আমি একটু বেশি পছন্দ করি এরকম জায়গায় ঘোরাঘুরি করতে। তাই তো বেশিরভাগ সময় বাইক নিয়ে চলে যাই বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করার জন্য। আপনার ফটোগ্রাফি গুলো ও ভালো ছিল এবং ঘুরাঘুরির মুহূর্তটা পড়েও ভালো লাগলো।
আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া🌻🌹