কক্সবাজার ভ্রমণের সৌন্দর্যময় মুহূর্তের ফটোগ্রাফি// পর্ব-৪

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণের মুহূর্তগুলো অসাধারণ ছিল। আর আপনাদের সাথে এই ভ্রমণের মুহূর্তের ফটোগ্রাফি গুলো শেয়ার করতেছিলাম। আজকে আবারো কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। আর কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করার মুহূর্ত ছিল সত্যিই অসাধারণ। সমুদ্রের পাড়ে আসে গোসল করার মজাটাই যেন অন্যরকম। সকলেই এই সমুদ্রের পানিতে আনন্দের সাথে গোসল করে। যার কারণে আমরাও কিছু মুহূর্ত উপভোগ করেছিলাম। আমি আমার খালাতো ভাই মোহাম্মদকে সাথে নিয়ে এসেছিলাম। যার কারণে দুই ভাই মিলে অনেক মজা করেছিলাম।আজকে তাই আপনাদের মাঝে সেই মুহূর্তের কিছু ফটোগ্রাফি শেয়ার করলাম।আশা করছি এই ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে আপনাদের ও ভালো লাগবে।


ফটোগ্রাফি-১👇

IMG_20241101_142429.jpg

সমুদ্র সৈকতে গোসল করার জন্য আমি এবং মোহাম্মদ সকাল ১০ টার দিকে সমুদ্রে পারে আসলাম. সমুদ্রের পাড়ে এসে দেখতে পেলাম হাজার হাজার মানুষ সমুদ্রের পাড়ে। মানুষ আর মানুষ আর এত মানুষ যেন আজকে আমি প্রথম দেখলাম। কারণ সে দিন ছিল শুক্রবার, ছুটির দিন যার কারণে হাজার হাজার মানুষ এসেছে এই সমুদ্রের পাড়ে।সমুদ্রে পারে এসে অনেক ভালো লাগলো। অনেক মানুষের ভিড়ের মাঝে আমি সমুদ্রের নীল আকাশের দিকে তাকিয়ে দেখতে পেলাম হেলিকপ্টার এবং বিমান যাচ্ছে। আসলে এই সমুদ্রের পাড়েই একটা বিমানবন্দর রয়েছে। যার কারণে সমুদ্রের পাড় থেকে এই দৃশ্যটা দেখে ভালোই লাগলো।
ফটোগ্রাফি-২👇

IMG_20241101_142541.jpg

স্থান: কক্সবাজার,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৩👇

IMG_20241101_142440.jpg

তাই সমুদ্রের পানিতে গোসল করার আগে কিছু মুহূর্ত স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য, ফটোগ্রাফি করতে লাগলাম। আসলে সমুদ্রের পাড়ে এই সৌন্দর্যময় পরিবেশের মধ্যে এসে অনেক ভালো লাগলো। সমুদ্রের শব্দ যেন মন হারিয়ে যাচ্ছিল আমার।
ফটোগ্রাফি-৪👇

IMG_20241101_142453.jpg

স্থান: কক্সবাজার,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৫👇

IMG_20241101_142606.jpg

আমার খালাতো ভাই মোহাম্মদ ও সমুদ্র সৈকতে নেমেই ফটোগ্রাফি করার জন্য ব্যস্ত হয়ে পরেছিলো। তাই আমি ওর ফটোগ্রাফি করতে লাগলাম। আসলে দুই ভাই মিলে অনেক মজা করেছি। আর এই সমুদ্রের পাড়ের মুহূর্ত গুলো বেশি ভালো লেগেছে কারণ সমুদ্রের পাড়ে অনেক মানুষ ছিল। আর বেশি মানুষের মাঝে মজাগুলো যেন বেশি করা যায়।
ফটোগ্রাফি-৬👇

IMG_20241101_142629.jpg

স্থান: কক্সবাজার,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৭👇

IMG-20241101-WA0139.jpg

তারপরে আস্তে আস্তে আমি সমুদ্রের বেশি পানির মাঝে নামতে লাগলাম এবং সমুদ্রের ঢেউ যেন অনেক বেশি ভালো লাগতেছিল। তাই আমরা একটা ওয়াটারপ্রুট ব্যাগ কিনে নিলাম মোবাইলটা রাখার জন্য। সেই ব্যাগটা রেখেও আমরা সমুদ্রের পানিতে গোসল করব। তাই গোসলের আগেই আমরা আরো কিছু ফটোগ্রাফি করে নিলাম।
ফটোগ্রাফি-৮👇

IMG_20241101_142552.jpg

স্থান: কক্সবাজার,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৯👇

IMG_20241101_142710.jpg

তারপরে আমরা দুই ভাই মিলে গোসল করার জন্য সমুদ্রের পানিতে নেমে পড়লাম এবং সমুদ্রের ঢেউ যেন আমাদের বারবার কিনারার দিকে নিয়ে আসতে ছিল। আর সমুদ্রের পাড়ে গোসল করার মধ্যে অন্যরকম মজা রয়েছে। তবে সমুদ্রের নোনা পানি ঢেউ এর সাথে মুখের ভিতরে যাবেই এটা কিন্তু সবার ক্ষেত্রে হয়ে থাকে। যার কারণে অনেক বেশি ভালো লাগতেছিল। এভাবেই যেন আমরা আনন্দের সাথে গোসল করতে লাগলাম।
ফটোগ্রাফি-১০👇

IMG_20241101_142723.jpg

স্থান: কক্সবাজার,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

তারপরে আমরা অনেকক্ষণ এই সমুদ্রের পানিতে গোসল করলাম।আর ঢের সাথে সাথে আনন্দময় মুহূর্ত উপভোগ করতেছিলাম। আমরা একটি টায়ার নিয়ে সমুদ্রের পানির মাঝে আনন্দ খুঁজে পাচ্ছিলাম। যার কারণে সেই মুহূর্তটা অনেক বেশি ভালো লেগেছে। তো বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি, গোসল করার পরবর্তীতে আমরা কি করেছিলাম সেই মুহূর্তের ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে পরবর্তী পর্বে শেয়ার করবে ইনশাআল্লাহ।🙏🌹🙏


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণফটোগ্রাফি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Sort:  
 2 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে কক্সবাজার ভ্রমণের সৌন্দর্যময় মুহূর্তের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে আমি বেশ মুগ্ধ হয়েছি। এত সুন্দর ভাবে প্রত্যেকটি ফটোগ্রাফির বর্ণনা দিয়ে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 months ago 

কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণের মুহূর্তগুলো সত্যি অসাধারণ। আপনি মুহাম্মদ ভাইকে সাথে নিয়ে অনেক আনন্দময় মুহূর্ত উপভোগ করেছেন। গোসল করার দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে অনেক ভালো লাগলো।

 2 months ago 

কক্সবাজার সমুদ্র সৈকত আমার দেখা অন্যতম সেরা একটি বীচ। এর সৌন্দর্য যেকোনো ভালো মানের সমুদ্র সৈকতকে টেক্কা দিতে পারে। এত সুন্দর সাদা বালি খুব কম সৈকতে দেখা যায়। আর সেখানে আপনার আনন্দ করার ছবিগুলি ভীষণ ভালো লাগলো দেখে। সমুদ্র স্নান করা আমার খুব পছন্দের একটি বিষয়। সময় সুযোগ পেলেই সমুদ্র সৈকতে যাওয়ার চেষ্টা করি।

 2 months ago 

ঠিক বলেছেন ভাইয়া কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করার মজাই আলাদা। আমিও কিছুদিন আগে সেখান থেকে ঘুরে আসলাম। সমুদ্র ঢেউ এর যে শব্দ এখনও যেনো কানে বাজে। ছুটির দিনে মানুষজন বেশি থাকে বলে খুব ভালো লাগে। আপনি সকালে গোসল করতে গিয়ে সমুদ্রের খুব সুন্দর দৃশ্য ক্যামেরা বন্দি করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। এখনও ঐ জায়গাটাকে খুব মিস করি। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মুহূর্ত ও ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 months ago 

এতো দেখছি মানুষের সংখ্যা বেশি। সমুদ্রের চেয়ে মানুষ বেশি দেখা যাচ্ছে হা হা। চমৎকার লাগল আপনার ফটোগ্রাফি গুলো। কক্সবাজার সমুদ্র সৈকতের ফটোগ্রাফি গুলো অসাধারণ করেছেন। বেশ উপভোগ করেছেন আপনি এই ভ্রমণটা সেটা আপনার পোস্ট পড়ে বোঝা গেল। সবমিলিয়ে দারুণ ছিল।

 2 months ago 

আপনার খালাতো ভাইকে কক্সবাজারে ঘুরতে নিয়ে যেয়ে অনেক সুন্দর সময় উপভোগ করছেন। যা আপনার ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে ।ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মুহূর্তের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 97876.97
ETH 3483.25
USDT 1.00
SBD 3.26