মাহে রমজানের শুভেচ্ছা ও ভালোবাসা

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু আলাইকুম/🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা ও ভালোবাসা। দীর্ঘ একটি বছর পরে আবারও রমজান মাস আমাদের মাঝে এসেছে, আর এই রহমতময় মাস আমরা পেয়ে সত্যিই অনেক আনন্দিত। আসলে রমজান মাস অন্যান্য মাসের তুলনায় অনেক রহমত এবং বরকতের মাস। প্রত্যেকটা মানুষ এই মাস সম্পর্কে অনেক তথ্যই জানে। আসলে রমজান মাস আমাদের মাঝে আসে হাসি আনন্দ আর খুশি নিয়ে। আসলে অন্যান্য মাসের তুলনায় এই রমজান মাস অনেক মূল্যবান সেটা আমরা সকলেই জানি। একটি বছর পর রমজান মাস আবারও আমরা পেয়ে শুকরিয়া জানাই মহান সৃষ্টিকর্তার কাছে। তাইতো রমজান মাসের আজকে প্রথম দিন। আজকে থেকে এই মাহে রমজান মাস আমাদের মাঝে নতুন করে যাত্রা শুরু করলো। আসলে দেখতে দেখতে একটি বছর কিভাবে পার করে আসলাম বুঝতেই পারলাম না। এই বরকতময় মাস আমি পেয়ে সত্যিই অনেক আনন্দিত। আশা করছি আপনারা সবাই এই মাসটি পেয়ে আনন্দিত হয়েছেন। তাই আমার বাংলা ব্লগ পরিবারের মাঝে শুভেচ্ছা ভালোবাসা নিয়ে আজকের আমি হাজির হলাম।


muslim-banner-7093980_1280.jpg

source

অন্য অন্য মাসের তুলনায় এই রমজান মাস শ্রেষ্ঠ এবং বরকতময় মাস। এই মাসে মহান আল্লাহতালা বরকতে ভরিয়ে দেন। যার কারণে এই মাসে সবাই আল্লাহ তায়ালাকে খুশি করার জন্য সঠিক এবং শান্তির পথে চলার চেষ্টা করে। আসলে প্রত্যেকটা মানুষই সবর্দায় সৃষ্টিকর্তার ইবাদত করে না, তারাও যেন এই মহান মাসে অনেকটাই ভালো হয়ে যায় এবং সৎ ভাবে জীবন গড়ার চেষ্টা করে। আমি অনেক দেখেছি যে ব্যক্তি কখনোই মহান আল্লাহ তাআলার ইবাদত করত না কিন্তু এই মাসে এসে সেই ইবাদত করা শুরু করে দেয়। আসলে এই বরকতময় মাসে অনেক ফজিলত রয়েছে। আমরা যেন এই বরকতময় মাস যখন পাই তখনই মনের ভিতর থেকে অন্যরকম একটা পরিবর্তন আমাদের মাঝে দেখা দেয়। তাইতো এই বরকতময় মাসে আল্লাহ তায়ালা আমাদের উপরে শান্তি প্রতিষ্ঠা করেন। যার কারণে এই রমজান মাস পেয়ে আমরা অনেক আনন্দিত হই, কারণ এই রমজান মাস যেন আমাদের মাঝে তার বরকত নিয়ে হাজির হয়।


রমজান মাসে মানুষের চলাফেরা কথাবার্তায় এবং কাজের মধ্যে অনেক পার্থক্য দেখা দেয়। অন্য অন্য মাসের তুলনায় এই মাসে সকল ধরনের মানুষের মধ্যে এক নতুন রকমের আরো পরিবর্তন দেখা দেয়। সবার সাথে কথাবার্তায় কাজে অনেক পরিবর্তন আসে। মনের ভেতর থেকেই ভালো মানুষের একটা পরিচয় আমাদের সবার মধ্যে তৈরি হয়। এই মাসে মারামারি হানাহানি অন্য অন্য যত অন্যায় কাজ রয়েছে, সেই কাজ থেকে বিরত থাকা যায়। আসলে এই মাসটি আমাদের মাঝে তার বরকত নিয়ে হাজির হয়। যার কারণে এই মাসে সকলকেই মানুষই সম্মান এবং শ্রদ্ধা করে। তাইতো এই রমজান মাস পেয়ে আমি সত্যিই অনেক আনন্দিত। তাই আমার বাংলা ব্লগ পরিবারের মাঝে আবার সেই আনন্দ ছড়িয়ে দিতে হাজির হলাম। আসলে প্রত্যেকটা মানুষই রমজান মাসে তার পরিবারের সাথে অনেক সুন্দর ব্যবহার এবং সুন্দর কথাবার্তার মধ্যে দিয়ে পার করে। এভাবে যদি আমরা প্রত্যেকটা মাস চলতে পারি তাহলে আমাদের পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে।


রমজান মাসে অনেক ফজিলত রয়েছে। এই রমজান মাস আমাদের জীবনের শ্রেষ্ঠ মাস হিসেবে আমরা গ্রহণ করব। রমজান মাসের প্রত্যেকটা পদক্ষেপ আমরা সুন্দর এবং শান্তিময় ভাবে পালন করব। প্রত্যেকটা মানুষের সাথে সুন্দর আচরণ করব। কারো মনে কষ্ট দেব না। আমরা একে অপরের ভাই হয়ে চলার চেষ্টা করব। কারণ এই রমজান মাস আমাদের শিক্ষার মাস। এই মাসে আমরা শিক্ষা গ্রহণ করে বাকি ১১ টি মাস আমরা সেই ভাবেই চলবো। তাহলেই জীবনের শান্তি আসবে। তাই তো পরিবারের সাথে রমজান মাস পালন করার জন্য অনেক মানুষের মধ্যে অনেক পরিকল্পনা তৈরি হয়। তারা এই মাসে সুন্দর ভাবে চলার চেষ্টা করে। আসলে রমজান মাসে এমন ভাবে আমরা চলবো কারো মনে কখনো কষ্ট দেবো না, সৎ ভাবে জীবন গড়বো।


আজকের রমজান মাসের প্রথম দিন। তাই প্রত্যেকটা পরিবারের মধ্যে অনেক পরিবর্তন হবে। যারা নামাজ পড়ে না যারা সৃষ্টিকর্তার ইবাদত করে না তারাও আজকে বলতে ছিল যে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে মসজিদে যেতে হবে। আসলে মানুষের মধ্যে যে এই পরিবর্তন এটা একমাত্র রমজান মাস আসলেই দেখতে পাওয়া যায়। আজকে বন্ধুরা সকলের সাথেই পরিকল্পনা করলাম আমরা একসাথে আজকে তারাবি নামাজ পড়বো এবং সকলেই সৎ ভাবে চলার চেষ্টা করব। তারপরে বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে দেখতে পেলাম যেন ঈদের উৎসবের মতো পরিস্থিতি। সকল জায়গায় মানুষের মানুষ কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে রমজান মাসে রোজা থাকতে হবে, যার কারণে বাজারে গিয়ে অনেক পরিবর্তন আজকেই দেখতে পেলাম।


আসলেই রমজান মাস আমাদের শিক্ষার মাস।এই মাসে আমরা উৎসবে না মেতে উঠে, এই মাস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। প্রত্যেকটা মানুষের মধ্যে পরিবর্তন আনা উচিত। মানুষ মানুষের ভেদাভেদ ভুলে সকল মানুষকে একসাথে নিয়ে সুন্দরভাবে চলার চেষ্টা করতে হবে। সমাজের পরিস্থিতি অনেক খারাপ, মানুষ আর মানুষের সাথে ভালো ব্যবহার করেনা। তাই এই রমজান মাসে আমাদের শিক্ষা গ্রহণ করে সবার মাঝে শান্তি যেন প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে হবে। তাইতো রমজান মাসে আমরা উৎসবে মেতে না উঠে এই মাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করব।


আসলেই রমজান মাস আমাদের মাঝে তার রহমত ও বরকত নিয়ে আসে। আর আমরা তার এই রহমতও বরকত গ্রহণ করব। প্রত্যেকটা মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে সকলেই একসাথে চলার চেষ্টা করব। তাইতো আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যই যেন এই রমজান মাসে পরিবারের সাথে শান্তিপূর্ণভাবে মাসটি যথারীতি পালন করতে পারে। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো। তাইতো আবারো জানাই মাহে রমজানের শুভেচ্ছা ও ভালোবাসা। সবার মাঝে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়। এই দোয়া করি।🙏🤲🙏


আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 6 months ago 

GridArt_20250302_010814808.jpg

 6 months ago 

অন্য সব মাসের তুলনায় রমাজন মাস শ্রেষ্ঠ। এই মাস ফজীলত পূর্ণ। আপনাকেও রমজান মাসের শুভেচ্ছা জানাই। এই মাস টা সবার সুন্দর কাটুক এই কামনা করি। আপনার লেখা গুলো পড়ে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

 6 months ago 

হ্যাঁ রমজান মাসে সব মানুষের মধ্যে একটা পরিবর্তন আসে অন্যায় কাজ থেকে নিজেদেরকে সরিয়ে নেয়। যারা নিয়মিত নামাজ কালাম পড়ে না তারাও আজকে রমজান মাসের প্রথম দিন উপলক্ষে নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছে।

 6 months ago 

সব মাসের থেকে এই রমজান মাস হচ্ছে শ্রেষ্ঠ।রমজান মাসের অনকে ফজিলত রয়েছে। আপনি ঠিকই বলেছেন, রমজান আসলে অনেক লোককে দেখা যায় তাদের চলাফেরা সব চেঞ্জ করে ফেলে।তবে আমাদের ও উচিত এই রমজান মাসে সৃষ্টিকর্কার কাছে ক্ষমা প্রার্থনা করা।সকল জিন্দিগির গুনাহ মাফ চাওয়া। যাইহোক আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 6 months ago 

আপনাকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমরা সকলেই অনেক ভাগ্যবান যে, আমরা আবারও পবিত্র একটি মাস পেয়েছি।এই পবিত্র মাসে আমরা সকলেই মিলে মিশে থাকার চেষ্টা করবো। আমাদের পবিত্র মাস টি যেন সকলের অনেক বেশি ভালো কাটে এমনটাই প্রত্যাশা করছি।

 6 months ago 

রমজান মোবারক! ✨🤲

রমজান শুধু সিয়াম সাধনার মাস নয়, বরং আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধ জাগরণের এক অনন্য সুযোগ। আপনার লেখায় রমজানের মাহাত্ম্য সুন্দরভাবে ফুটে উঠেছে। আশা করি, আমরা এই মাসের শিক্ষা সারা বছর ধরে রাখতে পারব।

 6 months ago 

প্রথমে আপনাকে জানাই রমাদান মোবারক 🕌🌙 । দীর্ঘ এক বছর পর আমাদের মাঝে ফিরে এলো সিয়াম সাধনার মাস। সৎ কাজের মাধ্যমে সৃষ্টিকর্তা নৈকট্য লাভের অন্যতম উপায় হলো সিয়াম সাধনার মাধ্যমে নিজেকে পরিবর্তন করার । সব মাসের থেকে এই রমজান মাস হচ্ছে শ্রেষ্ঠ। যা হচ্ছে আত্মশুদ্ধি, সংযমের মাস। ধন্যবাদ আপনাকে ভাই।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.35
JST 0.034
BTC 115494.13
ETH 4597.67
SBD 0.85