"আমার বাংলা ব্লগ"// কবিতা // বসন্তের ভালোবাসা 💖

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


road-1072823_1280.jpg

source

বসন্তের আগমনে প্রকৃতি তার নতুন রূপে সেজে ওঠে। আর এই প্রকৃতির সৌন্দর্যময় দৃশ্যগুলোর উপভোগ করতে খুবই ভালো লাগে। যদি প্রিয় মানুষটিকে সাথে নিয়ে বসন্তের এই প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করা যায়, তাহলে কতই না ভালো হয়। আসলে প্রিয় মানুষটির হাতটি ধরে বসন্তের এই সৌন্দর্যের প্রকৃতির মধ্যে দিয়ে হেঁটে যেতে মন খুব চায়।মনের অনুভূতিগুলো নিয়ে আজকের এই বসন্তের ভালোবাসার কবিতাটি লিখেছি। প্রিয় মানুষটিকে সাথে নিয়ে সৌন্দর্যময় এই বসন্ত ঋতুকে বরণ করার ইচ্ছা আমাদের প্রত্যেকেরই রয়েছে। সেই মনের ইচ্ছা থেকেই আজকের এই কবিতাটি লেখা। আশা করছি ভালোবাসায় জড়ানো বসন্তকালের ভালোবাসা নিয়ে এই কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে।


বসন্তের ভালোবাসা
মোঃরায়হান রেজা

এসেছে বসন্ত ফাল্গুনকে সাথে নিয়ে,
তোমাকে নিয়ে হারিয়ে যাবো বসন্তের এই প্রকৃতির মাঝে। হাজারো স্বপ্ন দেখেছি তোমায় নিয়ে,
বসন্তকালে হাঁটবো তোমার হাতটি ধরে।


বসন্তের মিষ্টি প্রকৃতির মাঝে,
ভালোবাসায় হারিয়ে যাবো আমরা দুজন মিলে।
ভালোবাসার এই রঙিন স্বপ্নগুলো,
সরিয়ে দেবো বসন্তের মাঝে।

কোকিলের মিষ্টি গানের সুর,
হার মেনে যাবে তোমার গানের কন্ঠে।
তুমি যে বসন্তের আগমনে,
গান গেয়েছো ভালোবাসা দিয়ে।

ফুলগুলো তার মিষ্টি সুবাসে,
বসন্তকে আগমন জানিয়েছে।
আমরাও আগমন জানাবো,
হৃদয় ভরা ভালোবাসা দিয়ে।

এসো হে বসন্ত, ঢেলে দাও তোমার রূপের সৌন্দর্য,
আমাদের এই প্রকৃতির মাঝে।
যে সৌন্দর্যের মাঝে হারিয়ে যাব,
আমার প্রিয় মানুষটির সাথে।

প্রিয় মানুষটির সাথে নিয়ে,
বসন্তকে করব বরণ ভালোবাসা দিয়ে।
তাই বসন্ত স্বার্থময় হবে,
আমাদের ভালোবাসা পেয়ে।

মাঠে-ঘাটে ফুলে ফুলে,
সাজিয়ে উঠবে বসন্ত কালে।
তাইতো প্রিয় মানুষটিকে সাথে নিয়ে,
বেঁচে থাকতে চাই এই বসন্ত কালে।

fox-ga73d03b37_1920.png

source

আসলে ভালোবাসার অনুভূতি বা ভালোবাসার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা কখনোই শেষ হয় না। ভালোবাসার আকাঙ্ক্ষা যেন অসীম। এই আকাঙ্ক্ষা মনের ভিতর বারবার তৈরি হয়। প্রিয় মানুষটিকে নিয়ে কত স্বপ্ন ও আশা আমাদের মনের ভিতরে আছে,সেই আশাগুলো আমরা বলে বা লিখে কখনো শেষ করতে পারি না। তাই প্রিয় মানুষটিকে নিয়ে বসন্তের ঋতুতে হাঁটার এবং বসন্তকালে ভালোবাসায় জড়িয়ে জীবনকে এগিয়ে নেওয়ার ইচ্ছা আমাদের প্রত্যেকেরই রয়েছে। ভাই ভালোবাসার বসন্তকালকে নিয়ে তাই বসন্তকালের মনের অনুভূতি এবং হৃদয়ের অনুভূতিগুলো প্রকাশ করার জন্যই আজকের এই কবিতাটি লিখেছি।আশা করছি আমার এই কবিতাটি পড়ে ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজিদ হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইলো। 💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 4 months ago 

ভালোবাসাকে কেন্দ্র করে আজকে আপনি আমাদের মাঝে সুন্দর একটি কবিতা রচনা করে শেয়ার করেছেন ভাইজান। আপনার লেখা স্বরচিত কবিতা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। বসন্তের শীতল হাওয়া দখিনা হাওয়া যেন মনকে আরো উতলা করে তোলে ভালোবাসার প্রতি। ঠিক তেমনি এখনো থেকে কেন্দ্র করে আপনার লেখা কবিতা।

 4 months ago 

আসলে কবিতার মধ্যে ঋতু বৈচিত্র্যময় এই বাংলাদেশের বিভিন্ন অনুভূতি বিভিন্ন সময়ের স্মৃতি খুব সুন্দরভাবে তুলে ধরা যায়। যেটা প্রতিনিয়ত আপনারা কবিতার মধ্যে তুলে ধরেন। আজকে বসন্তের মুহূর্তে আপনার মনে জাগা স্মৃতি বিজড়িত অনেক অনুভূতি খুব সুন্দর ভাবে প্রকাশ করেছেন। অনেক সুন্দর ছিল আপনার লেখা কবিতা।

Posted using SteemPro Mobile

 4 months ago 

বসন্তের আগমনে প্রকৃতি যেন নতুন রূপে সেজে ওঠে। আর এই প্রকৃতির সৌন্দর্যময় দৃশ্য গুলোর মধ্যে প্রিয় মানুষকে সাথে নিয়ে পথ চলার মুহূর্তগুলো সত্যি অসাধারণ। ভালবাসার মুহূর্তগুলো বসন্তকালে আপনি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এই কবিতার মাধ্যমে। কবিতাটি পড়ে তাই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 4 months ago 

সামনে বসন্তের আগমন। আর এই বসন্ত নিয়ে আপনি আজকে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। সত্যি বসন্তের সময় মানুষ এবং প্রাকৃতির মধ্যে একটা অন্যরকম ভিন্নতা আসে। প্রকৃতি যেন তার রূপে নতুনভাবে সজ্জিত হয়। সব মিলে অনেক চমৎকার একটা সময় আমরা বসন্তে পার করি। যাই হোক আপনি এত সুন্দর করে লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 4 months ago (edited)

আপনি তো বেশ চমৎকার একটি কবিতা লিখেছেন।বসন্তের ভালোবাসা কবিতাটি পড়ে অসম্ভব ভালো লাগলো। আসলে ভালোবাসা দিয়ে কবিতা লিখলে কবিতাগুলো অন্যরকম হয়। বসন্তের ভালোবাসা কবিতার মাধ্যমে খুব সুন্দর করে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। কবিতার মাধ্যমে ভালোবাসা চমৎকারভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর করে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

আমার কবিতা পড়ে আপনার ভালো লেগেছে যেনে খুবি খুশি হলাম।আপনাকে অনেক ধন্যবাদ।

 4 months ago 

প্রতিটি মানুষ চায় স্পেশাল দিনগুলোতে প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাতে। আপনি প্রিয় মানুষের অনুভূতি নিয়ে আজকের কবিতাটি কিন্তু খুব সুন্দর লিখেছেন। সেই সাথে বসন্তের ছোঁয়া রয়েছে আপনার কবিতাটির মাঝে। এরকম কবিতাগুলো পড়তেও খুব ভালো লাগে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66015.85
ETH 3551.21
USDT 1.00
SBD 3.13