ঐতিহাসিক ভ্রমণ স্থান কক্সবজার সমুদ্র সৈকত

in Steem For Tradition2 years ago (edited)

প্রিয় সতীর্থব্লগারবৃন্দ,

স্টিম ফর ট্রেডিশন কমিউনিটির সকল ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ছালাম।সকলেই কেমন আছেন? আশা রাখি সকলেই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভাল আছি।গত কয়েকদিন আগে পৃথিবীর তৃতীয় দীর্ঘতম ঐতিহাসিক স্থান কক্সবাজার সমুদ্র সৈকত ঘুরতে গেছিলাম। এটি বাংলাদেশের একটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র।

IMG-20221211-WA0006.jpg

এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত। কক্সবাজারে বিভিন্ন ধর্মের লোকজন বসবাস করে। কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হীরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক অফিসারের নাম হতে।কক্সবাজারের আগের নাম ছিল পালংকি।ঐতিহাসিক শিল্পকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অনেক পাঁচ তারকা হোটেল।এখানে অনেক সুন্দর সুন্দর হোটেল রয়েছে।

IMG-20221210-WA0059.jpg

কক্সবাজার সমুদ্র সৈকতে জনপ্রিয় চারটি বিচ আাছে তা হলো কলা তলি বিচ,সুগন্ধা বিচ,লাবনী বীচ,ইনানী বিচ।কক্সবাজার হতে টেকনাফ যাওয়ার পথে রয়েছে অনেক সুন্দর একটা বিচ। যার নাম হল ইনানী বিচ। এই বীচ গুলো দেখতে অনেক সুন্দর। কক্সবাজার সমুদ্র সৈকতে অনেক সামুদ্রিক মাছ পাওয়া যায়। জেলেরা গভীর সাগর থেকে এসব মাছ শিকার করে আনে।কক্সবাজার সমুদ্র সৈকতের পানি হলো লবনাক্ত। এই লবনাক্ত পানির মাধ্যমে লবণ চাষ করা হয়।

IMG-20221211-WA0007.jpg

সীমান্ত পথে মিয়ানমার চীন প্রভৃতি দেশ থেকে আসা বাহারি জিনিসপত্র নিয়ে স্থাপন হয়েছে বার্মিজ মার্কেট।এই বার্মিজ মার্কেটে রয়েছে বিভিন্ন ধরনের মজার আচার।আরো রয়েছে বিভিন্ন ধরনের মজার চকলেট।আরো বিভিন্ন ধরনের কসমেটিকস পাওয়া যায়। এখানে হাতের নকশা করা চাদর, জামা, পানজাবি ইত্যাদি জিনিস পএ পাওয়া যা দেখতে অনেক সুন্দর। কক্সবাজার এ অনেক পাহাড় আছে।সেই পাহাড়ে অনেক পাহাড়ি লোকজন বসবাস করে।

IMG-20221209-WA0023.jpg

আমরা অনেক মজা করছি।আমি এবং আমার খালাতো ভাই মিলে কিছুদিন আগে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে গেছিলাম। আমরা অনেক আনন্দ উপভোগ করছি।বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ খেয়েছি। মাছ গুলো খেতে অনেক সুসাধু ছিল।বিভিন্ন ধরনের পাহাড়ি ফল খেয়েছি।অনেক আচার, চকলেট খেয়েছি।বিচে রাতে হাটাহাটি করেছি।বিচে গোসল করেছি,ফুটবল খেলছি আরো অনেক ভাবে আনন্দ উপভোগ করছি।

আমার লেখার মধ্যে কোন প্রকার ভুল-ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার লেখা পোস্ট পড়ার জন্য ধন্যবাদ সবাইকে। সকলে সুস্থ ও ভালো থাকবেন।

ধন্যবাদ,
@ratul420

Sort:  
 2 years ago 

বাংলাদেশের সবচেয়ে বড় এবং সুন্দর সমুদ্র হচ্ছে কক্সবাজার সমুদ্র। এখানে প্রতিবছর হাজার হাজার পর্যটকদের ভীর দেখা যায়। অনেক সুন্দর উপস্থাপন করছেন ভাই

A sunset of rare beauty. Thank you for sharing these photos with us

 2 years ago 

Thanks for comment 🥰

 2 years ago 

কক্সবাজার অনেকদিন আগে গিয়েছিলাম ভাই। আপনার ছবিগুলো দেখে পুরনো স্মৃতি মনে পড়ে গেল। কক্সবাজার নিয়ে অসাধারণ লিখেছেন ভাই আপনি। নিয়মিত ক্লাস করবেন ধীরে ধীরে পোষ্টের মান অনেক বৃদ্ধি পাবে। শুভকামনা রইল

 2 years ago 

Thanks viya🥰

 2 years ago 

কক্সবাজার সমুদ্র সৈকত হলো পৃথিবীর সবচেয়ে লম্বা এবং অখন্ডায়িত সমুদ্র সৈকত যা বাংলাদেশে অবস্থিত। ধন্যবাদ আপনাকে এই সমুদ্র সৈকত সম্পর্কে লিখার জন্য।

 2 years ago 

Thanks

 2 years ago 

আমি কখনো কক্সবাজার যায়নি।তবে সুযোগ পেলে অবশ্যই যাবো।আপনার ফটোগ্রাফিতে কক্সবাজারের সৌন্দর্য্য যে আমাকে হাত ছানি দিয়ে ডাকছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্লগ টি শেয়ার করার জন্য।

 2 years ago 

Thanks 🥰

 2 years ago 

বেশ ভালই সময় কাটিয়েছেন আপনিও আপনার খালাতো ভাই মিলে কক্সবাজার সমুদ্র সৈকতে।সেখানে যাওয়ার কখন সৌভাগ্য হয়নি। তবে ইচ্ছে আছে যাব।আপনার পোষ্টটি পড়ে অনেক ভালই লাগলো অনেক কিছু জানতে পারলাম সেখানকার সম্বন্ধে।সেখানে গেলে নিশ্চয়ই ওইসব জায়গা ঘুরবো ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।

This post has been upvoted through Steemcurator09.

Congratulations! (1).png


Curated by - @yousafharoonkhan

কক্সবাজারের সমুদ্র সৈকত আমার অনেক পছন্দের একটা জায়গা যা আপনি শেয়ার করেছেন।এবং কক্সবাজার সম্পর্কে অনেক ভালো মন্তব্য করেছেন আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার ছবি গুলো সুন্দর আপনি মার্কডাউন ব্যবহার করতে পারেন তবে আপনার পোষ্টের মান বেড়ে যাবে। প্রথম ছবি টা অসাধারন হয়েছে ❤️

 2 years ago 

Thanks

 2 years ago 
CategoryYes ✅ / No ❌
Club Status
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 76307.65
ETH 2926.29
USDT 1.00
SBD 2.64