Steem Bangladesh Contest ||COMPUTING|BUYING A GAMING COMPUTER|Date:13/04/2022||by@ratul24730||30% payout for@hive-138339

in Steem Bangladesh3 years ago (edited)
আসসালামু আলাইকুম
হ্যালো প্রিয় steemians. আপনি কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বাংলাদেশ থেকে @ratul24730 🇧🇩

COMPUTING

একটি নতুন গেমিং কম্পিউটার কিনলাম

কম্পিউটার টি সাজানোর পরে একটি ছবি

IMG20220409004219.jpg

স্বল্পমূল্যে যেভাবে গেমিং কম্পিউটার টি বানালাম

IMG20220405161348.jpg

ঢাকার বিখ্যাত আইডিবি ভবন থেকে কম্পিউটার কিনেছি। আইডিবি ভবনে আমি এবং আমার বন্ধু গিয়েছিলাম কম্পিউটার কিনতে এ ভবনে কম্পিউটারের সকল পার্টস স্বল্প মূল্যে পাওয়া যায়।
আমার বাজেটের মধ্যে গেমিং কম্পিউটার টি বানানোর জন্য একটি পদক্ষেপ নিলাম।

পদক্ষেপ কি হলো: আইডিবি ভবনের একটি ট্রাস্টেড শপ থেকে কিছু অংশ নতুন ক্রয় করলাম আর কিছু অংশ পুরাতন ক্রয় করলাম গ্যারান্টি সহ।

নতুন অংশ ক্রয় করলাম - মনিটর,
মাউস,কিবোর্ড,হার্ডডিক্স ও রাম।
পুরাতন অংশ ক্রয় করলাম-মাদারবোর্ড প্রসেসর গ্রাফিক্স কার্ড, পাওয়ার সাপ্লাই ও ডিভিডি ড্রাইভ।

IMG20220405163738.jpg

আমি এবং আমার বন্ধু কম্পিউটার কেনার পর। কম বাজেটে আমার একটা গেমিং কম্পিউটার দরকার ছিল। তাই এই পদক্ষেপটি গ্রহণ করলাম।

আমি যেভাবে স্বল্পমূল্যে কম্পিউটারটি বানিয়েছি তার সকল ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরলাম

গেমিং কম্পিউটার বানাতে অনেক বেশি টাকার প্রয়োজন হয়। আমার বাজেট ছিল মাত্র ৩৫ হাজার টাকা। ৩৫ টাকার মধ্যে গেমিং পিসি বানানো সম্ভব নয়। কিন্তু আমায় ৩৫হাজার টাকার মধ্যে মনিটর মাউস কিবোর্ড ও কিনতে হবে। তাই আমি কিছু পদক্ষেপ গ্রহণ করলাম।

IMG20220407121049.jpg

একটি নতুন সিপিইউ গেমিং কেসিং করলাম। তারপর কেসিংটি তে প্রসেসর ও মাদারবোর্ড এবং পাওয়ার সাপ্লাইয়ের প্রবেশ করালাম।

IMG20220407122301.jpg

তারপর ddr4 এর ৮ জিবি রাম লাগালাম মাদারবোর্ডে। নতুন এই রাম টির গ্যারান্টি পেয়েছি তিন বছরের। অনেক ফাস্ট এই গেমটি গেমিং এ অনেক উপকারী।

IMG20220407122458.jpg

২৫৬জিবি এসএসডি কার্ড লাগালাম হার্ডডিক্স এর পরিবর্তে। হার্ডডিক্স এর থেকে এসেছে কার্ড অনেক বেশি ফার্স্ট যার ফলে কম্পিউটারের স্পিড অনেক বেশি হয় এবং কম্পিউটার এর স্পিড কখনো কমে না।

মনিটর: ৯৫০০ টাকা দিয়ে একটি এইচডি মনিটর কিনলাম ডেল কোম্পানীর। ১৯ ইঞ্চি ডেল এর মনিটর টি অনেক কালারফুল এবং কম দামে অনেক ভালো একটি মনিটর অফার করছিল।

মাউস ও কিবোর্ড: ১৫০০ টাকা দিয়ে গেমিং মাউস এবং কিবোর্ড কিনলাম। পনেরশো টাকার একটি কম্বো অফার ছিল মাউস এবং কিবোর্ড এর। একটি গেমিং মাউস এবং কিবোর্ড কিনে ফেললাম।

নতুন ক্রয় কৃত অংশগুলোর নাম এবং প্রাইস লিস্ট

Total Price: 19700 taka
IMG_20220413_183122.jpg

আসুস এর ব্রান্ড পার্টস কিনলাম সেকেন্ড হ্যান্ড এবং এই পদক্ষেপ গুলো প্রয়োগ করে কম টাকায় আমি একটি গেমিং পিসি বানাতে সক্ষম হয়েছি

-প্রথম পদক্ষেপ-আসুসের ডুয়েল কোর এর পাওয়ার সাপ্লাই কিনলাম ২ বছরের গ্যারান্টি সহ সেকেন্ডহ্যান্ড মাত্র ১৫০০ টাকায়।

-দ্বিতীয় পদক্ষেপ: একটি স্যামসাংয়ের ডিভিডি ড্রাইভ কিনলাম সেকেন্ডহ্যান্ড এক বছরের গ্যারান্টি সহ মাত্র ১০০০ টাকায়। দেখতে একদম নতুনের মত ছিল।

-তৃতীয় পদক্ষেপ: গেমিং সিপিইউ প্রসেসর। বর্তমানে বাজারে কম্পিউটার পার্টস এর দাম অনেক বেশি সে জায়গায় গেমিং প্রসেসর এর দাম আকাশছোঁয়া। তাই আইডিবি ভবনের কিছু ট্রান্সলেট সেকেন্ড হ্যান্ড কম্পিউটার পার্টস এর শোরুম থেকে আমি ( Processor Intel core i5 ,3.40 GHz 7 Gen ) বিখ্যাত গেমিং প্রসেসর টি সেকেন্ড-হ্যান্ড কিনলাম মাত্র ৫০০০ টাকায়। ট্রান্সলেট শোরুম থেকে নেওয়ায় তারা আমাকে এই প্রসেসরে এক বছরের ওয়ারেন্টি প্রদান করল। তাই নিঃসন্দেহে সেকেন্ডারি প্রসেসরটি আমি কিনে ফেললাম।

-চতুর্থ পদক্ষেপ: সিপিইউ এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টস :মাদার্বোর্ড। একটি কম্পিউটারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো মাদার্বোর্ড।
একটি ভালো গেমিং কম্পিউটার এর জন্য মাদারবোর্ড এর গুরুত্ব অপরিসীম। তাই আমি অনেক চিন্তা ভাবনা করে একটি সেকেন্ড হ্যান্ড মাদারবোর্ড নিয়ে নিলাম।
( Motherboard Asus intel B250M-A ) আসুস কোম্পানির এই মাদারবোর্ডে 2 বছরের গ্যারান্টি সহ করলাম মাত্র ৫০০০ টাকায়। নিঃসন্দেহে কয় করলাম কারন এই শোরুম টি এর রিভিউ অনেক ভালো।

-পঞ্চম পদক্ষেপ: গেমিং পিসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল গ্রাফিক্স কার্ড। ন্যূনতম 2gb এর গ্রাফিক্স কার্ড প্রয়োজন একটি গেমিং পিসি তে। বাজারে যে কোন ব্রান্ডের গ্রাফিক্স কার্ডের দাম অনেক বেশি যা আমার বাজেটে আসবেনা। তাই একটি সেকেন্ড হ্যান্ড 2 বছরের গ্যারান্টি সহ গ্রাফিক্স কার্ড ক্রয় করলাম মাত্র ৩৫০০ টাকায়। আসুস কোম্পানির এই দুই জিবির গ্রাফিক্স কার্ডটি ২০১৯ সালের বিখ্যাত।

Motherboard Asus intel B250M-A (Price:5000)

Processor Intel core i5 ,3.40 GHz 7 Gen(Price:5000)

PCI Express Asus 2 GB DDr 3 GT (Price:3500)

710 Power supply Golden fild GF500( Price:1500)

Total cost:15000taka

নতুন ও পুরাতন পার্টস গুলোর মোট খরচ

নতুন অংশ। :১৯৭০০টাকা
পুরাতন অংশ:১৫০০০ টাকা


মোট :৩৪৭০০ টাকা

এভাবেই ৩৫ হাজার টাকার মধ্যে গেমিং পিসি টি বানালাম। আপনারা যারা অল্প টাকায় গেমিং কম্পিউটার বানাতে চান তারা এই সকল পদক্ষেপ গ্রহণ করে উপকৃত হতে পারেন।

কম্পিউটারটি সাজানোর পরে

IMG20220409004358.jpg

কম্পিউটার টি অনেক ফাষ্ট ও খুব ভালো ভাবে গেম খেলা যাচ্ছে।আমি GTA 5 গেম টি খেলেছি কম্পিউটার টিতে।অনেক সুন্দর ভাবে গেম চলতেছিল। আমি খুব হ্যাপি এই গেমিং পিসি টি ক্রয় করে।অল্প বাজেট এ আমি গেমিং পিসি পেলাম এবং আমার পছন্দের গেম GTA 5 গেম টি খেলতে পারে অনেক খুশি।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য

অন্য দেশের দুই বন্ধুকে আমন্ত্রণ

আমি আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।@yeri52@hidayat96 আমি আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

অল্প বাজেটের মধ্যে ভালো একটি গেমিং পিসি তৈরি করে নিয়েছেন।
ভাই আপনি কি ফ্রি ফায়ার খেলেন। আর আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন তাহলে আমাদেরকে অবশ্যই আপনার চ্যানেলের লিংক দিবেন আমরা আপনার পাশে থাকব

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে ভাইয়া তোমার পোস্ট টি। সুন্দর লিখেছো। ছবিগুলো সুন্দর তুলেছো।

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050NO
#club75YES
#club100NO
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @sohanurrahman

JOIN WITH US ON DISCORD SERVER:

 3 years ago 

খুবই সুন্দর পিসি, কম বাজেটে ভালো একটি পিসি বানিয়েছো। কীবোর্ডটা সুন্দর।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.040
BTC 94242.56
ETH 3408.52
USDT 1.00
SBD 3.35