নতুন অতিথির আগমন:

in Incredible India2 years ago (edited)

হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভাল আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সুস্থ আছি।

আজ আমি আপনাদের আমার এক নতুন অতিথির সাথে পরিচয় করে দিব আশা করি, আপনাদের ভালো লাগবে।
img_1676549965165_1.jpg

কাল আমি সকালে প্রাইভেট পড়ে বাড়িতে আসলাম এসে দেখি আমার রুমে এই ছোট্ট বিড়ালটি বসে। দেখে প্রথমে অবাক হয়েছিলাম। যে বিড়ালটি আমার রুমে কেন? পরে বিড়ালটি বাইরে বার করে দিতে চাইলাম। দেখি যে বিড়ালটি আমার পায়ে চাটাচাটি করতেছে। বিড়ালটি প্রথমে আমার পছন্দ না হলেও পরে তার আচার আচরণে আমার খুবই ভালো লাগলো।

IMG_20230216_125602_704.jpg

অবশেষে বিড়ালটিকে আমার সাথে রেখে দিলাম। আমি সকাল ছয়টার সময় প্রাইভেট যাওয়ায়। কোন কিছু খেয়ে যায়নি ।তাই আমি খেতে বসলাম ।দেখলাম যে বিড়ালটি আমার সাথে এসে আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি খাইতেছি বিড়ালটি ম্যাও ম্যাও করতেছে।

IMG_20230216_125641_957.jpg

ভাবলাম যে ওর মনে হয় ভালো লাগতেছে না এখানে ।সেজন্য কান্না করতেছে।তাই বিড়ালটিকে বাইরে বের করতে ধরলাম। কিন্তু সে বাইরে বের হতে চাচ্ছে না। পরে তাকে খাবার দিলাম সে দেখি আমার পাশে বসে খাইতেছে। অবশেষে বুঝলাম তার খিদে লেগেছিল তাই মেও মেও করছিল।

IMG_20230216_125632_252.jpg

বিড়ালটি সহ খাওয়া শেষ করে। রুম থেকে বাইরে বের হলাম। দেখলাম যে বিড়ালটি আমার সাথে সাথেই চলতেছে। যেখানে যাইতেছি সেখানেই যাইতেছে। তাই আমি ও ওকে আমার সাথে নিয়ে নিলাম। আমি যেখানেই যাইতেছি সেখানে ওকে নিয়ে যাইতেছি। বিড়ালটি দেখি আমার সাথে খুবই ভালোভাবে চলতেছে। ওর আচরণ গুলো আমার খুবই ভালো লেগেছিল।

IMG_20230216_125616_458.jpg

বিড়ালটিকে আমার ভালো লাগায় ।আমি ওকে আমার পোষা বিড়াল হিসেবে রেখে দিলাম।আমি ওর একটি নাম দিলাম। আর আমি গোসল করার সময় ওকেও গোসল করে দিলাম। কারণ ওকে আমি আমার সাথে সবসময় রাখবো।

IMG_20230216_125535_248.jpg

ওর সাথে সময় কাটাতে আমার খুবই ভালো লাগছিল। তাই আমি যেখানে যাচ্ছিলাম সেখানেই ওকে সাথে নিয়েছিলাম। বিড়ালটি দেখতে বেশ সুন্দর। ওর সৌন্দর্য থেকে ওর আচরণগুলো আমার খুবই ভালো লেগেছে। সারাদিন আমি বিড়ালটির সাথে ঘুরে বেরিয়ে। রাতে যখন ঘুমাতে যাচ্ছিলাম ।দেখি যে বিড়ালটি আমার কাছে নেই। আমি যখন বাজারে যাচ্ছিলাম তখন বিড়ালটি কে বাড়িতে রেখে গিয়েছিলাম।

IMG_20230216_125623_856.jpg

রাতে খাবার পর যখন বিছানার দিকে রওনা দিলাম। খেয়াল করলাম যে আমার সাথে বা আমার রুমে নেই। ভাবলাম যে, ও মনে হয় চলে গেছে। আমি বিছানায় শুয়ে ওর কথা ভাবতেছি ।হঠাৎ দেখি ও আমার পাশে এসে শুয়ে আছে। আমি তো দেখে প্রথমে আশ্চর্য হয়েছিলাম। পরে আমার খুবই ভালো লাগলো। পরে আমরা দুজনেই একসাথে ঘুমের দেশে চলে গেলাম।

আজ এই পর্যন্ত বন্ধুরা,
আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনদিন, অন্য কোন প্রসঙ্গ নিয়ে।আশা করি আপনারা সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

Sort:  
 2 years ago 

আসলে পিরানিজীব যদি একটু ভালোবাসা পাই তাহলে সে তাকে কখনো ভোলে না।

আপনার নতুন অতিথির প্রতি ভালোবাসা আরো বেশি বাড়িয়ে দিলে আপনার নতুন অতিথি কখনোই আপনার ছেড়ে যাবে না।

ভালো লাগলো আপনার নতুন অতিথির গল্প শুনে ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে আপনার নতুন অতিথির পরিচয় করে দেয়ার জন্য

 2 years ago 

জি ভাই আপনি কথাটি সত্যি বলেছেন। আপনার কমেন্ট আমার খুবই ভালো লেগেছে ।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমি আপনার পোস্টটা পড়ে বেশ ভালো লাগলো। আপনি বিড়াল টাকে আপনার রুমে দেখে অনেকটা অবাক হলেন।ওকে আপনি বের করে দিতে চাইলেও সে যেতে চায় না।এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো।

আপনি বিড়াল টাকে খাওয়া দাওয়া করিয়েছেন, গোসল করিয়েছেন। আপনি ওকে আপনার সাথে রাখবেন এটা জেনেও খুব ভালো লাগলো।

পোষা প্রাণী কাউকে একবার আপন মনে করলে সে ছেড়ে যায় না। আমি জানি এই বিষয়টা।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য, এবং তার সাথে আপনার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমার পোস্টে এত সুন্দর কমেন্ট করার জন্য। আমি চেষ্টা করবো আপনাদের মাঝে আরো ভালো কিছু নিয়ে আসার।

Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61875.77
ETH 2403.11
USDT 1.00
SBD 2.64