DIY-(এসো নিজে কিছু করি)-- একটা মুখে দুইটা মুখে চিত্র""হাসি এবং দুঃখি মুখ"" অংকন।10% beneficiaries @shy-fox. ||



❤️আসসালামু আলাইকুম,


🌾সবাইকে স্বাগতম🌾



৮ অক্টোবর , ২০২১.
শুক্রবার ।


সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দাদা, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে DIY(এসো নিজে করি) । ইভেন্ট চালু করেছেন। এই সাত দিনে সবাই তার নিজের মধ্যে লুকিয়ে থাকা সকল দক্ষতাগুলোকে বাইরে বের করে প্রকাশ করতে পারবে। আমি নিজেও এই ইভেন্টে অংশগ্রহন করে থাকি। এই সপ্তাহেও আমি "এসো নিজে করি" ইভেন্টে অংশগ্রহন করতে যাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটা সুন্দর ড্রইং শেয়ার করব। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে।



আমাদের সবার মাঝে লুকিয়ে আছে নানা ধরনের প্রতিভা। এই প্রতিভাগুলোকে আমরা বাইরে বের করতে ভয় পাই বা মাধ্যম পেতাম না। কিন্তু "আমার বাংলা ব্লগ " এই সুযোগ করে দিয়েছেন। আমি ড্রইং করতে বেশ ভালোবাসি। অবসর সময়গুলোকে যাতে নষ্ট না হয়,সেজন্য আমি এই সময়টাতে কিছু একটা ড্রইং করে থাকি। আজকে আমি মানুষের মুখ অংকন করেছি। কিন্তু মুখটাতে একই সাথে দুইটা অবস্থা দেখানোর চেষ্টা করেছি। মুখটার এক পাশ যদি দেকা যায় তাহলে,,, একটা মানুষের দুঃখী মুখটা দেখা যাবে। যেখানে একজন মানুষ যখন কষ্টে থাকেন। তখন তার মুখে অবস্থা যে রকম থাকে। সেটা দেখানোর চেষ্টটা করেছি । আবার এই ছবিটাই যদি একটু উল্টা করে দেখা যায় তাহলে দেখা যাবে একটা হাসি মাখা মুখ। অনেকটা দেখতে ফানি মুখের মতো। একটা ছবিতেই আমি দুইটা মুখ দেখানোট চেষ্টা করেছি। আশা করি বিষয়টা আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলুন তাহলে কিভাবে আমি দুইটা চেহারার মুখ একটা মুখের মধ্যে অংকন করলাম সেটা দেখে আশি-


PicsArt_10-08-05.19.51.jpg

দুইটার মুখের চেহারা একটা মুখের মধ্যে



উপকরণ-

১। পেপার।
২। কালো কালার কলম।



ধাপ- ১.

IMG_20211008_141534_116.jpg

প্রথমে আমি কলম দিয়ে চোখ দুইটা অংকন করে নিলাম। তবে অংকন করার সময় একটু সাবধানে অংকন করলাম। কারণ একই চোখ দিয়ে দুঃখী এবং খুশি দেখাতে হবে।



ধাপ- ২.

IMG_20211008_141549_753.jpg

এবার আমি মুখের অংশটুকু অংকন করলাম।



ধাপ- ৩.

IMG_20211008_141602_313.jpg

দুঃখী ভাব

IMG_20211008_120557.jpg

হাসি ভাব

এবার আমি কপালের দিকটা অংকন করলাম। যেটা দুঃখীমুখের কপাল কিন্তু হাসি মুখের মুখ বা গাল হবে।



ধাপ- ৪

IMG_20211008_121006.jpg

দুঃখি মুখ

IMG_20211008_121014.jpg

হাসি মুখ

এবার আমি হালকা করে সমস্ত মুখের আকৃতিটা অংকন করে নিলাম। নিচের দিকে দাড়ি দিলাম,যেটা দুঃখি মুখের দাড়ী,,,কিন্তু খুশি মুখের দিকের মাথার চুল হবে। পেপারটা দুঃখি মুখের পাশ থেকে উল্টা করে ধরলে হাসি মুখ দেখতে পাবেন।



ধাপ- ৫.

IMG_20211008_121255.jpg

দুঃখি ভাব

IMG_20211008_121304.jpg

হাসি ভাব

এবার আমি দাড়ি এবং মুখের ভিতর আরও কিছু দাগ দিলাম যেগুলো দুঃখি ভাব এবং হাসি ভাবটাকে আরও তুলে ধরবে।



ধাপ- ৬

IMG_20211008_121653.jpg

দুঃখি মুখ

IMG_20211008_121620.jpg

হাসি মুখ

এবার আমি শেষে আরও কিছু বিভিন্ন জায়গায় দাগ দিয়ে দিলাম এবং অনেক দাগগুলো গাঢ় করে দিলাম।যাতে দেখতে আরও ভালো লাগে।



IMG_20211008_121817.jpg

IMG_20211008_121808.jpg

আমি কলম ব্যবহার করে একজন মানুষের একটা মুখের মাধ্যে দুইটা মুখের আকৃতি দেখানোর চেষ্টটা করেছি। আশা করি আপনাও বুঝতে পারছেন এবং আপনাদের সবার কাছে বিষয়টা ভালো লেগেছে। একটা পেপার একদিকে ধরলে দুঃখি মুখ আবার সেই পেপারটাই একটু উল্টা করে ধরলে একটা হাসিমাখা মুখ দেখতে পাবেন।



আশা করি আমার আজকের "এসো নিজে করি" পোষ্টটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আমি চেষ্টটা করেছি বিষয়টা আপনাদেরকে খুব সুন্দর ভাবে বোঝানোর জন্য। আপনারা একটা ছবিকে একপাশ করে এবং আবার অপর পাশ করে দেখলেই আমার আজকের ড্রইংটার আসল বিষয়টা জানতে পারবেন। সবাই ভালো থাকবেন।সুস্থ থাকবেন।



সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য এবং আপনাদের মূল্যবান মতামতটা জানানোর জন্য।



আমার পরিচয়


IMG_20210909_192130_163.jpg

আমি মো:রাসেল আহমেদ। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট এর ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের তৃতীয় পর্বে অধ্যায়ন রত আছি। আমি ছবি আঁকতে এবং ফটোগ্রাফি করতে এবং যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমাইট প্লাটফর্মে কাজ করতে।



logo.gif


Sort:  
 3 years ago 

আপনি এক মুখে দুই চিত্র তুলে ধরেছেন খুবই অসাধারণ ভাবে তুলে ধরেছেন যা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ♥

ধন্যবাদ আপু।

 3 years ago 

ভাই সত্যি প্রশংসা পাওয়ার মতো একটি কাজ। আমিতো পুরাই অবাক হয়ে গেলাম কিভাবে সম্ভব একটি ছবি দুই সাইডে দুই ধরনের ইঙ্গিত দিচ্ছে সত্যি ভাই প্রশংসা পাওয়ার মতো একটি ছবি আপনি অঙ্কন করেছেন।

ধন্যবাদ ভাই, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ভাই আপনার প্রশংসা না করে পারলাম না। আপনি এত দক্ষতা আপনার এত সৃজনশীলতা আপনি আমাদের মাঝে প্রকাশ করেছেন তা দেখে খুবই ভালো লাগলো। আসলে ড্রাই এভেন্ট এ সকলে নিজের দক্ষতা প্রকাশ পায় সবাই নিজের ক্রিটিভিটি প্রকাশ করে। অনেক ভাল ছিল সুন্দর পরিবেশনা ছিল এবং পেন্সিলের ব্যবহারটা অনেক ভাল ছিল। আপনার জন্য শুভকামনা রইল

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। তবে এটা আমি পেন্সিল নয় কলম দিয়ে অংকন করেছি।

 3 years ago 

এটা আমার কাছে সত্যিই অনেক ইউনিক লাগলো । দারুন একটা ক্রিয়েটিভিটি প্রকাশ পেয়েছে। এরকম ছবি আমি আগে ফেসবুকে অনেক দেখেছি। কিন্তু সেগুলো সফটওয়্যার দিয়ে বানানো। তোমার নিজ হাতের এমন একটা অংকন দেখতে পেরে খুব ভালো লাগলো। এখানেই থেমে গেলে হবে না। এরকম আরো কিছু উপহার দিতে হবে ।

অবশ্যই ভাইয়া, আমি চেষ্টটা করব সব সময় নতুন নতুন কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনার এতো সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ বাড়িয়ে তোলার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অসাধারণ এক প্রতিভা ভাই। যে কেউ চাইলেও কিন্তু এই ডিজাইন টি করতে পারবে না। কিন্তু আপনি খুব সহজেই সেটি শেষ করেছেন। সত্যিই এটি প্রসংশনীয় কাজ।

ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

এটাতো অনেক চমৎকার একটি কাজ। খুব ভালো ক্রিয়েটিভ দক্ষতা না থাকলে এরকম সুন্দর কাজ করা খুবই কষ্টকর বলে আমার মনে হয়। আপনি খুব চমৎকার হবে কাজটি করেছেন এ জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন। শুভকামনা রইল আপনার জন্য।

এক সময় সত্যজিৎ রায়ের এরকম ছবি দেখেছিলাম এবং খুব ভাল লেগেছিল। আপনারটি দেখেও অনেক ভালো লাগছে।

ধন্যবাদ ভাইয়া,,এতো সুন্দর একটা মন্তব্যের জন্য।

 3 years ago 

চমৎকার চিন্তা ভাবনা, সুন্দর কাজ। আসলে মানুষ চেষ্টা করলেই পারে। সাধারণ কলম দিয়ে এতো সুন্দর একটি অংকন। সত্যিই অসাধারণ
আপনার কাছে এরকম আরও সুন্দর জিনিস পাবো আশাকরি। শুভ কামনা সবসময়ই রয়েছে 🥀

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

উপাস্থাপন বুঝার মত ছিল। ভালো।

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.11
JST 0.033
BTC 64961.60
ETH 3103.64
USDT 1.00
SBD 3.86