|| BETTERLIFE - THE DIARY GAME / 23-12-2021 // 30% - for @hive-138339

in Steem Bangladesh2 years ago

আমার ডাইরি



IMG_20211223_225354.jpg

সকালের নাস্তা করার সময়।


আজকে ঘুম থেকে উঠি ৪:৫০ টার দিকে। এর পর ফযরের নামাজ আদায় করি। তারপর কিছুক্ষণ বই পড়ি, তারপর আবার একটু ঘুমাই। ঘুম ভাঙতে ভঙতে প্রায় ৮:৪০ তারপর ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠার পর ব্রাশ করে হাত-মুখ ধুয়ে বাজারের দিকে গেলাম বাজার করতে। বাজার শেষ করে আমি বাজারের ভিতরে একটি ছোট হোটেলের ভিতরে ঢুকে সকালের নাস্তা করি। পরে নাস্তা শেষ করে হোটেল থেকে বের হয়ে বাজারের ব্যাগ নিয়ে ভ্যানে করে বাসায় চলে আসি।


IMG_20211223_222210.jpg

দুপুরে রান্না ঘর তৈরির কাজে সাহায্য।


এবার বাসায় এসে রান্না ঘর ভেঙে নতুন করে তৈরি কারার জন্য মিস্ত্রিকে কাজে সাহায্য করি। অনেকক্ষণ ধরে রান্না ঘর তৈরির কাজ করার পরে গোসল করতে চলে যাই। গোসল করে ওজু করে নামাজ পড়তে মসজিদে যাই। মসজিদে থেকে নামাজ পড়ে বাসায় আসি। বাসায় এসে দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম করি।


IMG_20211223_222434.jpg

বিকেলে মাঠে ক্রিকেট খেলি।


বিকেল সাড়ে চারটার দিকে ঘুম ভাঙ্গে। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ওজু করে আসরের নামাজ আদায় করি। এরপর আসরের নামাজ আদায় করে এলাকার মাঠে ক্রিকেট খেলতে যাই। অনেকক্ষণ ধরে আমরা ক্রিকেট খেলি এরপর সন্ধ্যা হয়ে এলে মাগরিব আযান দেয়। আমরা সবাই যে যার বাসায় চলে আসি। পরে হাত-মুখ ধুয়ে ওজু করে মাগরিবের নামাজ আদায় করতে মসজিদে চলে যাই।


IMG_20211223_224957.jpg
রাতে বন্ধুদের সাথে সমুচা খাওয়া আর আড্ডা দেয়া।


মাগরিবের নামাজ পড়ে কয়েকজন বন্ধুর সাথে বাজারের দিকে যাই। বাজারে গিয়ে কিছুক্ষণ ঘুরি। বাজারের একটি হোটেলে গিয়ে সবাই মিলে বসি সমুচা ওয়ার্ডার করি। এরপর আমরা সবাই মিলে সমুচা খাই তারপর কিছুক্ষণ আড্ডা দিয়ে হোটেল থেকে বের হই। পরে সবাই মিলে হাটতে বাসায় চলে আসি।


ধন্যবাদ

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার ছবি গুলো। অনেক সুন্দর একটি দিন কাটিয়েছেন আপনি।

 2 years ago 

Thank you.

 2 years ago 

অনেক সুন্দর একটা দিন কাটিয়েছেন ভাই।

 2 years ago 

খুব সু্ন্দর দিন ছিলো আপনির ভাই

 2 years ago 

ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.12
JST 0.028
BTC 66369.39
ETH 3585.92
USDT 1.00
SBD 2.59