#club5050 || BETTERLIFE - THE DIARY GAME / 27-01-2022 // 30% - for @hive-138339
আজকের ডাইরি
সকালে বাড়ির পাশের একটি রাস্তা দিয়ে হাঁটার সময় তোলা ছবি।
আজকে ঘুম থেকে উঠতে আমার প্রায় আটটা বেজে যায়। ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে হাত-মুখ ধুয়ে সকালে নাস্তা করি। নাস্তা করার পর পর বাইরে একটু হাঁটতে বেরোই। আজকে কুয়াশা তেমন একটা ছিল না কিন্তু বাতাস ছিল অনেক রোদও উঠেছিল। রোদ উঠার কারনে একটু হাটতে বের হয়েছিলাম। কিন্তু অনেক বাতাস হওয়ার কারনে আবার বাসায় চলে আসি। এরপর বাসায় এসে কিছুক্ষণ বসে আবার এলাকার একটি দোকানে যাই চা খেতে।
দুপুরে কিছু ছোট ভাইয়ের সাথে এলাকার একটি স্কুলে ঘুরতে যাওয়া।
কিছুক্ষণ দোকানে বসে চা খাই এবং কয়েকজন বন্ধুদের সাথে আড্ডা দেই এরপর বাসায় চলে আসি। পরে যোহরের আযান দিলে হাত মুখ ধুইয়ে ওযু করে মসজিদে চলে যাই নামাজ আদায় করতে। নামাজ পড়ে বাসায় চলে আসি বাসায় এসে দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ বিছানায় বিশ্রাম করি।এরপর কিছু ছোট ভাই আমাকে মোবাইলে ফোন দেয় যে তারা এলাকার পাশের একটি ছোট বাচ্চাদের স্কুলে পরিদর্শন করতে যাবে তাই আমাকেও ডাকে। পরে আমিও তাদের সাথে পরিদর্শনে যাই।
বিকেলে রেলপথ দিয়ে হেঁটে বাস টার্মিনালের দিকে যাওয়ার ।
এরপর অনেকটা সময় সেই কিন্ডারগার্টেন স্কুলের ভিতরে ঘোরাফেরা করি। তরপর আমরা আমাদের এলাকার মাঠের দিকে চলে এসি। এরপর কিছুক্ষণ বসে গল্প করি সবাই পর আমরা আবার বাস টার্মিনালের দিকে হাঁটতে শুরু করি। ঘোরার জন্য আমরা বাস টার্মিনালের দিকে যাই সেখানে গিয়ে একটি চায়ের দোকানে বসে সবাই মিলে চা খাই। চা খেয়ে আবার বাসার দিকে আসা শুরু করি। বাসায় আসতে আসতে আসরের আযান দিয়ে দেয়। এরপর বাসায় এসে ওযু করে আসরের নামাজ আদায় করি। নামাজ আদায় করার পরে আবার আমি যাই আমাদের এলাকার মাঠের দিকে যাই খেলতে।
রাতে স্টেশন থেকে বাসায় ফেরার পথে।
এরপর মাঠে খেলতে খেলতে সন্ধ্যা হয়ে এলে মাগরিবের আযান দেয়। পরে মাঠ থেকে মসজিদে চলে যায় মাগরিবের নামাজ আদায় করতে। নামায পড়ে আবার বাসায় চলে আসি বাসায় আসার পর আমার ছোট ভাইয়েরা ফোন দেয় যে স্টেশনের দিকে যাবে একটু ঘুরতে। তো আমিও বাসা থেকে বেরিয়ে পড়ি এবং ওদের সাথে স্টেশনের দিকে যাই ঘুরতে। সেখানে গিয়ে ঝাল মুড়ির দোকান থেকে ঝালমুড়ি খাই। পরে এশার আযান দিলে সেখানের পাশের মসজিদে এশার নামাজ আদায় করি। পরে নামাজ আদায় করে সবাই মিলে আবার বাসার দিকে রওনা দেই।
ধন্যবাদ সবাইকে এতো কষ্ট করে আমার ডাইরি পারার জন্য।
All picture captured
Device | Realme C25s |
---|---|
Location | Parbatipur, Dinajpur, Bangladesh |
Photographer | @ranarahman |
এটা পাবলিক স্কুল না? রুবেল ভাইয়ের দোকানে চা পান করার দাওয়াত থাকলো। খুব সুন্দর ডায়েরি লিখেছো মিরাজ।
জি হ্যা এটা পাবলিক স্কুল। আমি অবশ্যই তোমার চায়ের দাওয়াত গ্রহন করবো ধন্যবাদ সোহানুর।
ডাইরি পড়ে ভালোই লাগলো। খুব সুন্দর একটি দিন অতিবাহিত করেছেন ভাই।
খুবই সুন্দর ডায়েরি লিখেছেন। শীতে বাইরে বের হতে মন চায় না, তবে চা পান করতে খুবই ভালো লাগে।
জি ভাই এই শীতে বাইরে প্রচুর ঠান্ডা বাতাস। তাইতো ঘরের বাইরে বের হতে ইচ্ছে করে না।
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER: