Betterlife || The Diary Game || 08,01,2022 || 30% for@ hive-138339

in Steem Bangladesh3 years ago

"আসসালামু আলাইকুম"

তোমরা সবাই কেমন আছেন বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভাল আছেন। আমি আল্লার রহমতে ভালো আছি। স্টিম বাংলাদেশের প্রতিদিনের ডায়েরি গেম কনটেস্ট আজও আমি আমার ডায়েরি নিয়ে উপস্থিত হয়েছি।তোমাদের মাঝে শেয়ার করাতে এসেছি।

IMG_20220109_181811.JPG

ধানের চুলাতে জাল দেওয়ার সময়

"সকালবেলা"

সকাল বেলা সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো ব্যায়াম করতে যাই। ব্যায়াম করে বাড়িতে এসে দেখি মা ধান উষাতেছে মার কাছে গিয়ে চুলায় জ্বাল দেই দেওয়ার পর ধান হয়ে আসে। এক দেখছি এক ডেকছি মাটিতে ঢেলে আরেক ডেকছি ভরে দেই।দেওয়ার পর আমি রুমে গিয়ে ব্রাশ নিয়ে মায়ের কাছে গিয়ে বসি ব্রাশ করে। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করি নাস্তা করার পর আমি গরু গুলো বাহির করি করার পর তাদেরকে খাবার দেই খাবার দিয়ে। আমি টঙ্গের পাড়ে কয়েকজন লোক বসে আছে। তাদের কাছে গিয়ে বসে থেকে কিছুক্ষণ থেকে আমি বাড়িতে চলে আসি। আসার পর মা আমাকে দোকান থেকে লবণ আনতে বলে লবণ নাকি শেষ হয়ে গেছে তাই আমি গ্রামর দোকান থেকে লবণ নিয়ে আসি।

IMG_20220109_181502.JPG

কলেজ থেকে বাড়ি আসার সময়



"দুপুরবেলা"

দুপুরবেলা আমি কলেজ থেকে উদ্দেশ্যে রওয়ানা দেই। হঠাৎ আমার বন্ধুরা বলল একটু নাকি ঘোরাঘুরি করবে তাই তাদের সাথে একটু আড্ডা দেই।দেওয়ার পর আমি বাড়িতে চলে আসি আসার পর আমি পোশাক পরিবর্তন করে মাকে বলি খাবার দিতে তার পর আমি খাবার খেয়ে একটু মোবাইল হাতে নিয়ে সুয়ে পড়ি।

IMG_20220109_182003.JPG

পুকুর খনন করার সময়

"বিকেল বেলা"

বিকেল বেলা আমি বাড়ি থেকে বাইরে যাই গিয়ে দেখি পুকর খনন করতেছে ভেকু তাই আমি দেখতে যাই। তার পর আমি আমার মামার বিয়ে বাড়িতে যাই। মামাকে নিয়ে যেতে আসবে। তাই আমি সেখানে গিয়ে আমি খাওয়ার জন্য টেবিল গুলো সুন্দর করে সাজাই।তার পর আমি বাড়িতে চলে আসি আসার পর আমি একটু মাকে চা করতে বলি তার পর আমি দোকান থেকে আমি একটা রুটি নিয়ে আসি

IMG_20220109_181829.JPG

রাতে জমির হাটে বাজার করার সময়

সন্ধ্যার সময় আমি আমার মামার বাড়ি গিয়ে দেখি যে মামাকে নিয়ে যেতে এসেছে। তার পর আমি তাদের খাবার খাওয়ার পর বিদায় না দিতে।মা আমাকে ফোন দেয় দিয়ে আমাকে বাড়ি যেতে বলে। তার পর আমি বাড়ি যাই গিয়ে মা আমাকে জমির হাট যেতে বলে বাজার করার জন্য।তার পর আমি বাজার করতে যাই।

"ধন্যবাদ সবাইকে"

Sort:  
 3 years ago 

আমি যখন ছোটো ছিলাম তখন আমার আম্মু দাদি সকাল ভোরে উঠে একই ভাবে ধান ভাব দিতো সকালের রোদ উঠার আগেই। আপনার এই ছবিটা দেখে আমার পুরাতন দিনের কথা মনে পড়ে গেলো। সুন্দর লিখেছেন আপনি। ডাইরিটা পড়ে ভালো লাগলো।

 3 years ago 

বিজি টাইম কাটিয়েছেন ভাই।আপনি মায়ের কাজে সাহায্য করেছেন জেনে খুব ভালো লাগলো।

 3 years ago 

ধন্যবাদ


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @abuahmad

JOIN WITH US ON DISCORD SERVER:

 3 years ago 

আরেকটু সাজিয়ে লেখুন। কিছু শব্দের পুনরাবৃত্তি রয়েছে, আর বানানে অনেক সমস্যা রয়েছে।

 3 years ago 

সকাল বেলা গ্রামের দৃশ্যটি দেখেই ভালো লাগলো।আমাদের বাড়ির পাশের একটি বাড়িতে ধান উষাতেন প্রতিনিয়।আমি শীতের সময় সকাল বেলা গিয়ে ধান উষা দেখার পাশাপাশি একটু আগুন এর মধ্যে বসে শীত পোহাতাম।আপনার মামাকে কে নিতে এসেছিল।

 3 years ago 

মামা শশুর বাড়ি থেকে। নতুন বিয়া করছে তো।

 3 years ago 

সেই দিনগুলো খুব মিস করি। যখন মাটি কাটা দেখতাম বসে বসে

 3 years ago 

ছবি গুলা দেখে সত্যিই পুরানো দিনের কথা মনে পড়ে গেল। যখন বসে বসে মাটি কাটা, জমি চাষ দেয়া দেখতাম। অসাধারন লিখেছেন।

You have been upvoted by @sm-shagor, a Country Representative of Bangladesh. We are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the quality contents on steemit.


Follow @steemitblog for all the latest update and
Keep creating qualityful contents on Steemit!

Joining #club5050 for Extra vote.😊

Steem On

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62561.21
ETH 2449.99
USDT 1.00
SBD 2.64