Steem Bangladesh Contest - Movie review || 3 Idiots(2009)
ছবির নামঃ থ্রি ইডিয়টস
অভিনেতা-অভিনেত্রীঃ
আমির খান - রাঞ্ছোড় দাস শ্যামল দাস চাঁচর/ছোটে/ফুংসুক ওয়াংডু
কারিনা কাপুর - পিয়া সাহাস্ত্রবুদ্ধে
আর মাধবন - ফারহান কুরেশি
শারমান যোশি - রাজু রাস্তোগি
বোমান ইরানি - ভীরু সাহাস্ত্রবুদ্ধে
ওমি বৈদ্য - চাতুর রামালিঙ্গম
রাহুল কুমার - মনোমোহন/মিলিমিটার
মোনা সিং - মোনা সাহাস্ত্রবুদ্ধে।
পরিচালক : রাজকুমার হিরানী
প্রযোজক : বিধু বিনোদ চোপড়া
মুক্তির তারিখ ২০০৯
গল্পঃ
গল্পের প্রধান চরিত্র র্যাঞ্চো ,ফারাহান,রাজু,প্রিয়া,চাতুর,ভীরু সাহাস্ত্রবুদ্ধে(ভাইরাস) । শুধুমাত্র এই কয়েকটা চরিত্র দিয়েই আমাদের পুরো শিক্ষা ব্যবস্থার দিকে বারবার আঙ্গুল তুলে দেখানো হয়েছে । এখানে র্যাঞ্চো একজন অসাধারণ প্রতিভাবান ছাত্র । সে ইঞ্জিনিয়ারিং কে ভালবাসে । র্যাঞ্চো হাতে কলমে কাজের প্রতি বিশ্বাসী । চাতুর এর প্রচণ্ড মুখস্থবিদ্যা আছে । সেভাবে মুখস্থবিদ্যা দিয়েই সবচেয়ে বড় সফলতা পাওয়া সম্ভব । ফারহান ফটোগ্রাফি ভালোবাসে কিন্তু সে তার বাবার চাপে ইঞ্জিনিয়ারিং পড়তে আসছে । রাজুর পরিবার খুব গরিব তার ইচ্ছা ইঞ্জিনিয়ারিং পড়ে সে তার পরিবারের দারিদ্র্য ঘুচাবে । ভাইরাস বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ।প্রিয়া হল ভাইরাসের মেয়ে । সে একজন ডাক্তার । র্যাঞ্চো ,ফারাহান,রাজু খুবই ভালও বন্ধু । র্যাঞ্চো ও চাতুরের মধ্যে সবসময় প্রতিযোগিতা লেগেই থাকে ।কিন্তু র্যাঞ্চো সবসময় ই প্রথম হত আর চাতুর দ্বিতীয়। এরকমভাবে কোন ঘটনার প্রেক্ষিতে চাতুর র্যাঞ্চোকে চ্যালেঞ্জ করে যে আজ থেকে 10 বছর পর দেখা যাবে কে বেশি সফল হয়? এরকম ভাবে ঘটনা আগাতে থাকে । শেষমেশ 10 বছর পর যখন পূর্ণ হয় যখন দুজনের দেখা হয় তখন শেষ পর্যন্ত চাতুর বুঝতে পারে যে র্যাঞ্চো সবসময় এগিয়ে । এর মধ্যে আরও অনেক ঘটনা ঘটে যায় কিন্তু তার জন্য আপনাকে মুভিটা দেখতে হবে ।
অভিনয়ঃ
এখানে অভিনয়ের প্রশংসা না করলেই নয় প্রত্যেকটা চরিত্র যেন সিনেমার একটা খোরাক।
সংলাপঃ
আমার কাছে বেস্ট সংলাপ হচ্ছে : সফলতার পেছনে না ছুটে যোগ্যতা অর্জন করো, তখন দেখবে সফলতা দৌড়ে তোমার কাছে চলে আসবে
সঙ্গীত:
"আল ইজ ওয়েল" ৪:৩৪
"জুবি ডুবি" ৪:০৬
"বেহতি হাওয়া সা থা বো" ৪:৫৯
"গিভ মি সাম সানসাইন" ৪:০৫
"জানে নেহি দেঙ্গে তুঝে" ৩:৩০
পুরস্কার ও সম্মাননা:
মুভিটি ৫২টি পুরস্কার লাভ করে ,৩ টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত), ৬টি ফ্লিমপ্লেয়ার পুরস্কার, ১০টি স্টার স্ক্রিন পুরস্কার অন্য ভাষায় পড়ুন,১৬টি আইফা পুরস্কার , ৫টি গ্লাম পুরস্কার, ২টি আপ্সরা পুরস্কার।
পর্যবেক্ষণঃ
আমার দেখা সবচেয়ে বেস্ট সিনেমা হল থ্রি ইডিয়টস' । জীবনমুখী এমন অনেক কিছু আছে যা আপনাকে দ্বিতীয়বারের জন্য আরেকবার ভাবাবে ।