এসো নিজে করি || রঙিন কাগজ দিয়ে সুন্দর ফুল তৈরি ||১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য ||

হ্যালো..
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @raju009 বাংলাদেশ থেকে
আজকে শনিবার, জানুয়ারি ০৮/২০২২

আসসালামু আলাইকুম আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটা ফুল তৈরির পদ্ধতি উপস্থাপন করবো।চলুন শুরু করা যাক.....

IMG_20220108_161218.jpg

সর্বশেষ মূল ছবি

ফুল তৈরির প্রয়োজনীয় উপকরণ সমূহ

*A4 কাগজ
*কাইচি
*পেন্সিল
*শক্ত কাগজ
*গাম
*কাটা-কম্পাস

ফুল তৈরির ধাপ সমূহ

🌷ধাপ - ০১🌷

IMG_20220108_152649.jpg

*প্রথম ধাপে আামি ফুল তৈরি সকল উপকরণ গুলো একত্রিত করে নিলাম।

🌷ধাপ - ০২🌷

1641643717735.png

*দ্বিতীয় ধাপে দৈর্ঘ্য 15 সেন্টিমিটার ও প্রস্থ 21 সেন্টিমিটার করে কেটে নেওয়া হয়েছে।এবার আমি দৈর্ঘ্য ও প্রস্থ একটা করে ভাঁজ করে নিলাম।

🌷ধাপ - ০৩🌷

1641644799764.png

*তৃতীয় ধাপে রঙিন কাগজ গুলো সুন্দর করে ধাপে ধাপে ভাজ করে নিলাম।

🌷ধাপ - ০৪🌷

1641644902476.png

*এবার ভাঁজ করা রঙিন কাগজ মেলানোর পরে,এমন ছোট ছোট ভাজ করা দেখা যাবে।তারপরে ছোট ছোট ভাঁজ করা রঙিন কাগজ টি ধাপে ধাপে ভাজ করে নিবেন।

🌷ধাপ - ০৫🌷

1641644916730.png

*আমি সুন্দর ভাবে রঙিন কাগজটি ধাপে ধাপে ভাজ করে নেওয়ার পরে, রঙিন কগজটি ফুলের মতো দেখা যাবে।

🌷ধাপ - ০৬🌷

1641644950742.png

*এবার ভাঁজ করা রঙিন কাগজের ভিতরে এক অংশে গাম লাগিয়ে আরেক অংশ জোড়া লাগাতে হবে।তাহলে একটি সুন্দর ফুলের মতো দেখা যাবে।

🌷ধাপ - ০৭🌷

IMG_20220108_155008.jpg

*সবগুলো জোড়া লাগানো ফুল একজায়গায় করে সুন্দর ছবি তুললাম।

🌷ধাপ - ০৮🌷

1641644995042.png

*এবার দুইটি ফুল এক জায়গায় করে ফুলটির সৌন্দর্য বাড়ানোর জন্য গাম দ্বারা জোড়া লাগানো হলো।

🌷ধাপ - ০৯🌷

IMG_20220108_160137.jpg

*এবার জোড়া লাগানো ফলটি দেখতে আরো সুন্দর লাগছে।দেখতে অনেকটা হাতপাখার মতো দেখাচ্ছে।

🌷ধাপ - ১০🌷

1641645024183.png

*তারপরে কাটা কম্পাস ও পেন্সিল দ্বারা একটি শক্ত কাগজ এর ওপরে হাফ গোলাকার বৃত্তের মত করে নিলাম।তারপরে স্কেল দিয়ে সোজা দাগ টেনে নিলাম।এবার কাইচি দ্বারা হাফ গোল করা শক্ত কাগজটি কেটে নিলাম।

🌷ধাপ - ১১🌷

IMG_20220108_155858.jpg

*হাফ গোল করে শক্ত কাগজ কেটে নেওয়ার পরে একটি ছবি তুললাম।

🌷ধাপ - ১২🌷

1641645062944.png

*এবার হাফ গোল করা শক্ত কাগজের উপরে গাম লাগিয়ে নিলাম।তারপরে হাত পাখার মত দেখতে ওই ফুলটি ওর ওপরে সুন্দর ভাবে লাগিয়ে নিয়েছি।

🌷ধাপ - ১৩🌷

1641645092667.png

*তারপরে ফুলের পেছনের অংশে যে শক্ত কাগজ দিয়ে মারা হয়েছিল।তার পেছনে আমি গাম দ্বারা লম্বা করে চিকন কাগজটি মেরে দিলাম।আপনারা যদি এইভাবে ফুল তৈরি করতে চান তাহলে আপনাদের ও এই ভাবে ধাপে ধাপে ভাজ করে সুন্দর করে কাইচি দ্বারা কেটে নিতে হবে।

🌷ধাপ - ১৪🌷

1641645179594.png

*এবার ফুলটি আরো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি ধাপে ধাপে লম্বা চিকন কাগজগুলোতে আমি সুন্দর করে ফুলগুলো গাম দ্বারা লাগিয়ে দিলাম।এবার ফলটি সৌন্দর্য আরো বেড়ে গেল।

🌷ধাপ - ১৫🌷

IMG_20220108_192718.jpg

🌷 আমার নিজের সাথে ফুলের একটি ছবি 🌷

*ফুল তৈরির পুরো ধাপ গুলো সুন্দর ভাবে দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন।আমি যেন পরবর্তীতে এমন সুন্দর সুন্দর কিছু জিনিস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি।

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনার ফুল তৈরিটি খুবই সুন্দর হয়েছে। আমার মনে হয় এটিকে ফুল না বলে ওয়ালমেট বললে বেশি ভালো হত। যাইহোক আপনার রঙিন কাগজের ফুল তৈরির ধাপ গুলো খুব সুন্দর ভাবে আপনার উপস্থাপনা করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ। আপু আপনার ভালো পরামর্শ ও ওয়ালমেট বলে আমাকে বোঝানোর জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই

বেশ ভালো হয়েছে আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি ফুল টি। তবে এটি কেমন ফুল বা কি ভুল হয়েছে না বোঝা আমার মন। তবে রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ভাবে আপনি তৈরি করেছে। আর বেশ ভালো ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা রইল।

আপনার মূল্যবান মতামতের জন্য অশেষ ধন্যবাদ। আমি চেষ্টা করব আগামী দিনগুলোতে আরো ভাল ভাল কাজ আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুল তৈরি করেছেন দেখে ভাল লাগলো। আর প্রতিটি ধাপ সুন্দর করে বর্ণনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

আপনার মূল্যবান মতামত সুন্দরভাবে প্রকাশ করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

রঙ্গিন কাগজ ব্যবহার করি সুন্দর একটি ফুল তৈরি করেছেন। আসলে আপনি নিজের ভিতরে থাকা দক্ষতাকে কাজে লাগিয়ে এত সুন্দর একটি ফুল উপহার দিয়েছেন। আমার অনেক ভালো লাগলো। প্রতিটি ধাপ সুন্দর করে তুলে করেছেন। আপনার জন্য শুভকামনা রইল


IMG_20220106_113311.png

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ফুল তৈরি করছেন আপনি। আপনার তৈরি ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। রঙ্গিন কাগজ দিয়ে ফুল তৈরি প্রতিটি ধাপের বিবরণ গুলো অনেক দারুনভাবে উপস্থাপন করেছেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 57889.17
ETH 3155.19
USDT 1.00
SBD 2.42