ছাগল কান্ড!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকে আপনাদের সাথে অনেক মজার একটি ঘটনা শেয়ার করতে এসেছি। হয়তো এই ঘটনাটি ইতিমধ্যে অনেকেই জানেন। আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে মূলত এই ঘটনাটি শেয়ার করা। আর এই ঘটনার বিষয়ে সে সাথে নিজের মতামত ব্যক্ত করা যাবে।

আজকের টাইটেল টি যারা বুঝতে পারেন নি। তাদের উদ্দেশ্যেই প্রথমে ঘটনাটা অল্প করে বলছি। মূলত এবারের কোরবানির সময় একজন ছেলে প্রায় ১৫ লক্ষ টাকা দিয়ে কোরবানি করার উদ্দেশ্যে একটি ছাগল কিনেছে এবং পরবর্তীতে জানা যায় যে, সে প্রায় সবকিছু মিলিয়ে ৯০ লক্ষ টাকার পশু কিনেছে কোরবানি দেওয়ার উদ্দেশ্যে।

আরো আশ্চর্যজনক ঘটনা হলো, সে একজন রাজস্ব কর্মকর্তার ছেলে আর যে কর্মকর্তার বৈধ বেতন মাত্র মাসিক ১ লক্ষ টাকা। তাহলে এবার আপনি নিজেই চিন্তা করুন যে, যেই লোকের মাসিক বেতন ১ লক্ষ টাকায। সে কি করে এক মাসের মধ্যে ৯০ লক্ষ টাকা খরচ করে ফেলে, শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য!

এটাতে আসলে না বুঝার কিছুই নেই। এটা আমরা সকলেই জানি। অর্থাৎ যে লোকের কোটি কোটি টাকা অবৈধ ইনকাম আছে। তার জন্য এই সামান্য কিছু টাকা খরচ করা কোনো ব্যাপারই না। কিন্তু এখানে কেলেঙ্কারি টা লেগেছে অন্য জায়গাতে।

অর্থাৎ ওই রাজস্ব কর্মকর্তার ছেলের এতো টাকার পশু কিনে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, শো অফ করা এইসব ব্যাপারগুলো খুব ভালোভাবেই জনগণের চোখে পরেছে এবং তারা এটা নিয়ে আসলে অনেক কথা বলা শুরু করেছে। এবং খুব কম সময়ের মধ্যেই তা ভাইরাল হয়ে গিয়েছে।

যে কারণে আসলে এখন রাজস্ব কর্মকর্তা নিজে বাঁচার জন্য এটাই বলছে যে, ছেলেটা তার নয়। যেটা সবচেয়ে হাস্যকর একটা ব্যাপার। আর এই কারণেই মানুষ এটার নাম দিয়েছে ছাগল কান্ড! ব্যাপারটা কি অদ্ভুত তাই না! শুধুমাত্র টাকার কারণে আসলে তারা মিডিয়ার সামনে যা ইচ্ছা তা-ই বলতে পারে।
Sort:  

ঘটনাটি আসলেই অনেক হাস্যকর ছিলো

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68195.23
ETH 2703.52
USDT 1.00
SBD 2.78