অলস মানুষদের ভবিষ্যৎ

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অলস মানুষদের ভবিষ্যৎ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


আসলে এই পৃথিবীতে আমাদের সকলকে অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হয়। আর যারা বেশি কঠোর পরিশ্রম করে তারা জীবনে অবশ্যই উন্নতি লাভ করে। আসলে কঠোর পরিশ্রম না করলে আমরা কখনো সফলতার মুখ দেখতে পাবো না। আমরা আরেকটা জিনিস খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে যারা আজ উন্নতির সর্বশিখরে পৌঁছে গেছে তারা কিন্তু অনেক বেশি কঠোর পরিশ্রম করেছে পূর্বে। আসলে প্রথম জীবনে যারা আরাম আয়েশ করে জীবন কাটায় তাদেরকে পরের জীবনে অনেক বেশি কষ্ট করতে হয়। আসলে এই পৃথিবীতে আমরা সবাই কিন্তু ধনী পরিবারের জন্মগ্রহণ করিনি। তাইতো আমাদের কাছে সব সময় অতিরিক্ত অর্থ কখনোই জমা থাকে না। এছাড়াও আমরা সবসময় চেষ্টা করি যে নিজেদের জীবনটাকে কি করে একটু উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আসলে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রধান দিক হলো কঠোর পরিশ্রম করা।



এই পৃথিবীতে যারা অলস মানুষ তারা কখনো কোন কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারে না। আসলে তারা শুধুমাত্র বসে বসে চিন্তা ভাবনা করে এবং এই চিন্তাভাবনার ফলে তাদের দ্বারা তেমন কোন কাজ একদিকে তেমন সম্পন্ন হয় না তেমনি অন্য দিক থেকে তারা শুধুমাত্র জীবন থেকে সময় নষ্ট করে। আর আমরা জানি যে এই পৃথিবীতে সবথেকে মূল্যবান জিনিস হল সময়। আসলে সময়কে মূল্যবান বলা উচিত হবে না কারণ সময় হলো অমূল্য। আর এই অমূল্য জিনিসকে আপনি কখনো মূল্য দিয়ে নির্ধারণ করতে পারবেন না। কারণ আপনার জীবন থেকে যদি একবার সময় চলে যায় আপনি সেই সময়কে আর জীবনে কখনো ফিরিয়ে আনতে পারবেন না। আসলে এই অলস মানুষেরা সব সময় কাজ করার আগে অতিরিক্ত চিন্তাভাবনা করে এবং কোন কাজ করার আগেই সেই কাজকে ভয় পেয়ে অন্য কাজ করতে চলে যায়। আসলে এই পৃথিবীতে যারা কাজকে ভয় পায় তাদের দ্বারা কখনো কোনো কাজ হয় না।



আসলে অলস মানুষ একদিক থেকে যেমন নিজেরা কোন কাজ করে না তেমনি অন্য দিক থেকে তারা অন্যের কাজকে সবসময় হিংসা করে। আসলে কথায় আছে, অলস মস্তিষ্কের হল শয়তানের কারখানা। আসলে এই অলস মস্তিষ্কে তারা সব সময় বিভিন্ন ধরনের খারাপ চিন্তা ভাবনা করে। এই পৃথিবীতে আমরা আরেকটা জিনিস খেয়াল করে দেখেছি যে যারা আজ পৃথিবীতে অনেক ধনী পরিবারের জন্ম গ্রহণ করেছে কিন্তু তারা তাদের অলসতার জন্য আজ অনেক বেশি কষ্টের দিন যাপন করছে। এই পৃথিবীতে টাকা, পয়সা, সম্পত্তি কখনো অলস ব্যক্তিদের কাছে থাকে না। আসলে অলস ব্যক্তিরা সবসময় নিজেদের দুর্বলতাকে বড় করে ধরে। এছাড়াও কোন কাজ করার মত দৃঢ় মানসিকতা তাদের কখনোই থাকে না। আর এজন্য তারা যখন কোন কাজ করতে গিয়ে সামান্য বাঁধা পায় তখন তারা আর দ্বিতীয় বার সেই কাজটি করার জন্য কোনরূপ চেষ্টা করে না।


একটা প্রবাদ আছে যে, একবার না পারিলে দেখ শতবার। কিন্তু এই অলস ব্যক্তিরা কখনো একবার না পারলে দ্বিতীয়বার সেই জিনিসটা কখনো পুনরায় ফিরে চায়না। আর এজন্য আমাদের সব সময় এই অলস মস্তিষ্ক থেকে বেরিয়ে এসে সব সময় কঠোর পরিশ্রম করতে হবে। কারণ এই পৃথিবীতে যারা কঠোর পরিশ্রম করে তাদের কাছে অলসতা কখনো আসতে পারে না। এছাড়াও তারা সব সময় বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে কাজকর্ম করে এবং কোন কাজে যদি একবার বাঁধা পায় সেই কাজ বারবার চেষ্টা করে সম্পূর্ণ করার জন্য। আর আমরা যদি অলসভাবে দিন কাটাই তাহলে আমাদের পুরো পরিবারটাও অনেক দুঃখ কষ্টে তাদের দিন কাটাবে। আর এজন্য সবাইকেই অলসতার থেকে বেরিয়ে এসে কঠোর পরিশ্রমে মনোনিবেশ করতে হবে। আর অলস মানুষদের ভবিষ্যৎ কখনোই ভালো হতে পারে না।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67388.31
ETH 3311.98
USDT 1.00
SBD 2.74